পঞ্চগড় সীমান্তে গুলিবিদ্ধ হয়ে যুবকের মৃত্যু

প্রতিনিধি
পঞ্চগড়
আপডেট : ১৫ জুন ২০২৫, ১৮: ০৮
Thumbnail image
ছবি: প্রতিনিধি

পঞ্চগড়ের সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের ঝুলিপাড়া সীমান্তে গুলিবিদ্ধ হয়ে রাজু ইসলাম (৩৫) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। শনিবার দিনগত রাত ৩ টায় এই ঘটনা ঘটে। নিহত রাজু ওই এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে। মরদেহের সুরতহালে তার দুই পায়েই গুলির ক্ষতচিহ্ন পেয়েছে পুলিশ। স্থানীয় অভিযোগ সীমান্তে বিএসএফের গুলিতে তার মৃত্যু হয়েছে। যদিও বিষয়টি অস্বীকার করছে বিজিবি ও বিএসএফ। নিহতের মরদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, রাতে সীমান্ত এলাকা থেকে গুলিবিদ্ধ অবস্থায় রাজুকে বাড়িতে নিয়ে আসে। পরে সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। একই সাথে বিজিবির ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তারা।

হাড়িভাসা ইউনিয়নের চেয়ারম্যান সাইয়েদ নূর-ই-আলম বলেন, এটা স্পষ্ট যে বিএসএফের গুলিতে রাজুর মৃত্যু হয়েছে। কিন্তু কেন জানি বিষয়টি নিয়ে লুকোচুরি করছে বিজিবি ও তার পরিবার। তার দুই পায়ে গুলির স্পষ্ট ক্ষত থাকার পরও তারা বলছে হার্ট অ্যাটাকে মারা গেছে। এর আগেও এই সীমান্তে একাধিক ব্যক্তি বিএসএফের গুলিতে মারা গেছে। এখানে কিছু অংশ কাটাতাঁরের বেড়া না থাকায় চোরাকারবাড়িরা গরু আনতে এই পথ ব্যবহার করে।

পঞ্চগড় সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শইমী ইমতিয়াজ বলেন, এটা নিশ্চিত যে ওই যুবক গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। আমরা তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছি। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।

নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা বলেন, গত রাতে ওই সীমান্তে কোন গুলির ঘটনা ঘটেনি। আমরা বিএসএফের সাথে যোগাযোগ করেছি তারাও বিষয়টি অস্বীকার করেছে। গুলির ঘটনা ঘটলে বিকট শব্দ হয় অনেক দূর পর্যন্ত শোনা যায়। আমাদের দুটি দল সীমান্তে মোতায়েন ছিলো, তারা কোন গুলির শব্দ শোনেনি। এছাড়া আমরা নিহত যুবকের পরিবারের সাথে কথা বলেছি তারা বলেছে স্টোক করে মারা গেছে। তার পায়ে ক্ষতর কথা বললেও সেটা কিসের ক্ষত তারা বলেনি।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

অপরাধ নিয়ে আরও পড়ুন

বাগেরহাটের রামপাল উপজেলায় অভিযান চালিয়ে ৩ মাদক কারবারিকে আটক করা হয়েছে। আদাঘাট এলাকায় শনিবার সকালে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহীনির অভিযানে হেরোইন, হেরোইন মাপার মেশিন ও নগদ টাকাসহ তাদের আটক করা হয়েছে

৭ ঘণ্টা আগে

খুলনা নগরীর বয়রা পূজা খোলা মোড়ে অতিরিক্ত বিষাক্ত মদ (বাংলা মদ) পানে ৫ জনের মৃত্যু হয়েছে। শনিবার (১৯ জুলাই) বিকেল সোয়া চারটা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে এ ঘটনা ঘটে।

৭ ঘণ্টা আগে

ইটাখোলার মোড়ে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন।

৮ ঘণ্টা আগে

আবু ছায়েদের প্রথম মৃত্যু বার্ষিকীতে বিএনপির নেতা ফরহাদ হোসেন আজাদ

১০ ঘণ্টা আগে