সাগর পথে স্বপ্ন বুনে নিঃস্ব বরিশালের ৭০ যুবক

প্রতিনিধি
বরিশাল
Thumbnail image
ছবি: প্রতিনিধি

লিবিয়া থেকে অবৈধভাবে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যাওয়ার স্বপ্ন বুনে সাগরের মধ্যে আটক হয়ে বাংলাদেশী ১০৮ জন যুবকের ঠাঁই হয়েছে লিবিয়ার একটি গুদামে। ওই গুদামে আটককৃতদের মধ্যে ৭০ জন যুবক বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা।

এরমধ্যে গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের পশ্চিম ডুমুরিয়া গ্রামের জামাল মোল্লার ছেলে ইতালি প্রবাসী দালাল জাকির মোল্লা ও বগুড়ার বাসিন্দা ইতালি প্রবাসী দালাল সাজু মিয়ার মাধ্যমে ৬০ জন এবং কুষ্টিয়ার দালাল লিটনের মাধ্যমে ১০ জন যুবকসহ অপর চার দালালের মাধ্যমে অন্যান্য জেলার ৩৮ জনে ১৫ থেকে ১৮ লাখ টাকা করে দিয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালির পথে গেমিং নৌকায় পা বাড়িয়েছিলেন।

তবে স্বপ্নের দেশ ইতালিতে না পৌঁছাতে পারলেও এখন তারা নিঃস্ব হওয়ার পথে। ঠিক কবে তারা দেশে ফিরতে পারবেন তা নিয়েও রয়েছে অনিশ্চয়তা।

সোমবার (২০ অক্টোবর) দুপুরে আটককৃত যুবকদের একাধিক অভিভাবকরা জানিয়েছেন, লিবিয়ার বাংকিনা কারাগারের পাশে একটি গুদামে আটক গৌরনদীর বার্থী গ্রামের যুবক লাদেন প্যাদা, আকাশসহ তিন যুবক সেখানের কেয়ার টেকারের মাধ্যমে ইমোতে তাদের মা-বাবার কাছে চিরকুট পাঠিয়ে জানিয়েছে, সাগর পাড়ি দিয়ে ইতালির দিকে যাওয়া তিনটি গেমিং নৌকায় গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার ৭০ জন যুবকসহ বাংলাদেশের বিভিন্ন জেলার ১০৮ জনে বাংকিনা কারাগারের কাছে একটি গুদামে আটক রয়েছেন।

পরবর্তীতে বিষয়টি তারা (যুবকদের অভিভাবকরা) দালাল জাকির মোল্লাসহ অন্য দালালদের জানিয়েছেন। ইতোমধ্যে বিষয়টি জানতে পেরে গৌরনদীর খাঞ্জাপুর গ্রামের মেহেদী হাসানসহ তিন যুবকের স্বজনরা জনপ্রতি পাঁচ লাখ টাকা করে দিয়ে অন্য দালালদের মাধ্যমে গত ১৭ অক্টোবর রাতে লিবিয়ার ওই গুদামের বন্দিদশা থেকে তিনজনকে ছাড়িয়ে আনেন।

এ খবর আটককৃত অন্যান্য যুবকদের স্বজনদের মধ্যে ছড়িয়ে পড়লে ভুক্তভোগী পরিবারের অভিভাবকরা গৌরনদী পশ্চিম ডুমুরিয়া গ্রামের দালাল জাকির মোল্লার বাড়িতে অবস্থান নিয়ে জাকিরের মা ও বোনকে গৃহবন্দি করে রাখেন।

এসময় কয়েকজন অভিভাবক জাকিরের ঘরের দরজার সামনে অবস্থান নিয়ে অনশন শুরু করেন। পরবর্তীতে চাপে পরে গৌরনদীর ২০ জন যুবককে ১৮ অক্টোবর ওই গোডাউন থেকে মুক্ত করে লিবিয়ার একটি নিরাপদস্থানে রাখে দালাল জাকির মোল্লা।

আটককৃতদের বরাদ দিয়ে স্বজনরা আরও জানিয়েছেন, ভূমধ্যসাগরে তিনটি গেমিং নৌকায় মোট ১০৮ জন বাংলাদেশী আটক হয়েছে। এরমধ্যে ৬০ জন গৌরনদীর ও ১০ জন আগৈলঝাড়া উপজেলার বাসিন্দা। বাকি ৩৮ জন ঢাকা, মাদারীপুর, সিরাজগঞ্জ ও শরীয়তপুর জেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

সড়ক ও রেল যোগাযোগে বৈষম্য দূর এবং বিমানভাড়া কমানোর দাবিতে সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে নগরে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে

১০ ঘণ্টা আগে

আলু তোলার মৌসুমে ক্ষেতে তেমন পাইকার আসেনি। যা দু-একজন আলুর বেপারি আসে তারা প্রতি কেজি আলুর দাম হাকায় মাত্র ১২ থেকে ১৪ টাকা। উৎপাদন খরচ না উঠায় সেসময় আলু বিক্রি না করে উৎপাদন খরচ পুশিয়ে নিতে, বেশী দামের আশায়,কেজিতে আরো ৯ টাকা খরচ বাড়িয়ে হিমাগারে আলু সংরক্ষণ করেছি

১০ ঘণ্টা আগে

নভেম্বরে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ মাসে বঙ্গোপসাগরে দুই থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে

১০ ঘণ্টা আগে

ময়মনসিংহ জেলা ক্রীড়া অফিস আয়োজিত ও ময়মনসিংহ জেলা পরিষদ এবং ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় চেস একাডেমি প্রফেসর নিতাই-মঞ্জু বাস্তবায়ন সহযোগিতায় অনুষ্ঠিত এ টুর্নাম্যান্টে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলম

১০ ঘণ্টা আগে