ক্রেতাদের মাঝে ক্ষোভ

সৈয়দপুরে ভরা শীত মৌসুমেও সবজির দাম চড়া

প্রতিনিধি
সৈয়দপুর, নীলফামারি
Thumbnail image
ছবি: প্রতিনিধি

নীলফামারীর সৈয়দপুর উপজেলার কাঁচাবাজারে শীতকালীন সবজির প্রাচুর্য থাকলেও দামের লাগাম টানা যাচ্ছে না। মৌসুমে সাধারণত বিভিন্ন সবজির দাম কিছুটা কমে এলেও এ বছর ক্রেতাদের সেই স্বস্তি মিলছে না, বরং খুচরা বাজারে বেশিরভাগ পণ্য কিনতে হচ্ছে আগের তুলনায় বেশি দামে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতারা।

স্থানীয়দের অভিযোগ, বাজারে কার্যকর তদারকি না থাকায় অনেক ব্যবসায়ী নিজেদের মতো করে দাম নির্ধারণ করছেন। অন্যদিকে ব্যবসায়ীদের দাবি, সরবরাহ কমে যাওয়ায় বেশি দামে বিক্রি করা ছাড়া উপায় নেই। পৌর সবজি মার্কেট, রেলওয়ে মার্কেট এবং দুটি পাইকারি বাজার ঘুরে একই চিত্র দেখা গেছে।

সবজির দাম তালিকা

পৌর সবজি মার্কেটে দেখা যায়—

  • আলু: নতুন ৫০ টাকা, পুরাতন ২৫–৩০ টাকা
  • ফুলকপি/বাঁধাকপি: ৪০–৫০ টাকা কেজি
  • লাউ: প্রতিটি ২৫ টাকা
  • কাঁচা পেঁপে: ৩০ টাকা
  • বেগুন: ৫০–৬০ টাকা
  • মূলা: ৩০ টাকা
  • পটল/চিচিঙ্গা: ৬০ টাকা
  • গাজর: ১২০ টাকা
  • শিম: ১০০ টাকা
  • কাঁচামরিচ: ৬০–৭০ টাকা
  • পেঁয়াজ: ১৫০ টাকা
  • বরবটি: ৬০ টাকা
  • আদা: ১৬০ টাকা
  • রসুন: ৮০ টাকা

ক্রেতা দুলাল অভিযোগ করে বলেন,

“বাজারে কোনো নিয়ন্ত্রণ নেই। কিছু ব্যবসায়ী কয়েক দিনের ব্যবধানে অস্বাভাবিক লাভ করছেন; কৃষক আর ভোক্তা—দুই পক্ষই ক্ষতিগ্রস্ত।”

এক খুচরা ব্যবসায়ী আলী জানান,

“সরবরাহ কম থাকায় দাম বেড়েছে। সরবরাহ ঠিক হলে দাম কমবে।”

রেলওয়ে বাজারের ব্যবসায়ী ওয়াহেদ তালুকদার জানান,

“শীতের সবজি পুরোপুরি বাজারে নামেনি। কয়েক দিনের মধ্যে সরবরাহ বাড়লে দাম কমে আসবে।”

মাছ–মাংসেও চাপ

সবজির পাশাপাশি মাছের দামও ক্রেতাদের জন্য বাড়তি চাপ তৈরি করেছে।

  • রুই/কাতলা: ২৮০–৪০০ টাকা
  • কৈ/তেলাপিয়া: ১৮০–২৫০ টাকা
  • দেশি কৈ: ৪০০–৬০০ টাকা
  • শোল: ৭০০–৮০০ টাকা
  • টাকি: ২৫০–৩৫০ টাকা

মুরগি–মাংসের মধ্যে ব্রয়লার ও সোনালির দাম তেমন বাড়েনি।

  • সোনালি: ২৫০ টাকা
  • ব্রয়লার: ২৬০ টাকা
  • লেয়ার: ২৮০ টাকা

অ্যানথ্রাক্সের প্রভাবে গরুর মাংসের বিক্রি কমে গেছে। বর্তমানে দাম ৬৬০–৬৮০ টাকা কেজি।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

নীলফামারীর ডোমারে কৃষিজমি থেকে মাটি কেটে ইটের কাঁচামাল হিসেবে ব্যবহার করায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে শালকী ব্রিকসের মালিক জাফর ইকবাল পলাশকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

১ ঘণ্টা আগে

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দুই দিন ধরে তীব্র শীতের প্রভাব দেখা দিয়েছে। রবিবার (৭ ডিসেম্বর ২০২৫) সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ১১ ডিগ্রি সেলসিয়াস, যা শনিবারের সঙ্গে একই রকম। পাহাড়, হাওর ও চা-বাগান এলাকায় ঠান্ডার তীব্রতা সবচেয়ে বেশি, যার ফলে জনজীবনে অসুবিধা তৈরি হয়েছে।

২ ঘণ্টা আগে

‎খুলনার কয়রা উপজেলার নদী ভাঙন এলাকায় প্রাকৃতিক দুর্যোগ এবং বাঁধের দুর্বলতার কারণে জলমগ্ন পরিস্থিতি বিরাজ করছে। প্রতিবছর এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত উপকূলীয় এই এলাকায় নদী ভাঙনের তীব্রতা বাড়ে। জলবায়ু পরিবর্তন, জোয়ার–ভাটার প্রকৃতি এবং নদীর গতিশীলতার কারণে ঝুঁকি বেড়েছে।

২ ঘণ্টা আগে

পঞ্চগড়ের আহত জুলাই যোদ্ধাদের সংগঠন ‘ওয়ারিয়র্স অব জুলাই’ আব্দুল্লাহ আল মাসুদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো ‘যাচাইবিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’ অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়েছে।

২ ঘণ্টা আগে