সাতক্ষীরা
সাতক্ষীরার রূপসি দেবহাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র ও পিকনিক স্পটের ভাঙন রোধে স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে নদীতে মাটি ও বালি ভর্তি জিও ব্যাগ ফেলার কাজ চলছে।
ইছামতি নদীর তীরে, ভারত-বাংলাদেশ সীমান্তে অবস্থিত পর্যটন কেন্দ্রটি নদীভাঙনের কারণে নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে।
দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামানের প্রচেষ্টায় এবং কয়েক দফায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে চিঠি চালাচালির পর, পানি উন্নয়ন বোর্ড দ্রুত পর্যটন কেন্দ্রটি রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, দু’দেশের সীমান্তবর্তী ইছামতি নদীর তীরে গড়ে ওঠা দেবহাটা ম্যানগ্রোভ ও পর্যটন কেন্দ্রটি সাম্প্রতিককালে নদীভাঙনের কবলে পড়ে চরম হুমকির মুখে পড়েছে। নদীর তীরবর্তী এলাকাটিতে ম্যানগ্রোভ বন এবং পর্যটন অবকাঠামো ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।
গত ৬ এপ্রিল এই ভাঙন বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব, সাতক্ষীরার জেলা প্রশাসক, পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট একাধিক দপ্তরে লিখিতভাবে অবহিত করা হয়। চিঠিতে ভাঙনের তীব্রতা ও সম্ভাব্য ক্ষতির বিষয়টি উল্লেখ করে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভাঙন রোধে এখনই কার্যকর ব্যবস্থা না নেওয়া হলে নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে ম্যানগ্রোভ বনাঞ্চল এবং গড়ে ওঠা পর্যটন কেন্দ্রটি। এতে শুধু পরিবেশগত বিপর্যয়ই নয়, স্থানীয় অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
উল্লেখ্য, রূপসি সাতক্ষীরা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র ও পিকনিক স্পট সাতক্ষীরা জেলায় অবস্থিত একটি জনপ্রিয় ও ঐতিহ্যবাহী পর্যটন কেন্দ্র। এটি প্রকৃতিপ্রেমীদের জন্য এক অপূর্ব গন্তব্যস্থল, যেখানে ম্যানগ্রোভ বনভূমির অনন্য সৌন্দর্য এবং প্রাকৃতিক পরিবেশ পর্যটকদের মন কেড়ে নেয়।
সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের (২) এর নির্বাহী প্রকৌশলী মোঃ সালাউদ্দিন জানান, জরুরি ভিত্তিতে দেবহাটার ইছামতি নদীর ভাঙন প্রতিরোধে কাজ করা হচ্ছে। রুপসী ম্যানগ্রোভ এলাকায় অগ্রাধিকার ভিত্তিতে ৫৫ লাখ টাকা ব্যয়ে ১৫৫ মিটার দৈর্ঘ্য পর্যন্ত এলাকায় বালি ভর্তি জিও ব্যাগ ফেলে ভাঙন রোধে ব্যবস্থা নেয়া হয়েছে। তবে প্রয়োজনে নদী ভাঙন প্রতিরোধে কাজ চলমান থাকবে বলে জানান তিনি।
সাতক্ষীরার রূপসি দেবহাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র ও পিকনিক স্পটের ভাঙন রোধে স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে নদীতে মাটি ও বালি ভর্তি জিও ব্যাগ ফেলার কাজ চলছে।
ইছামতি নদীর তীরে, ভারত-বাংলাদেশ সীমান্তে অবস্থিত পর্যটন কেন্দ্রটি নদীভাঙনের কারণে নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে।
দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামানের প্রচেষ্টায় এবং কয়েক দফায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে চিঠি চালাচালির পর, পানি উন্নয়ন বোর্ড দ্রুত পর্যটন কেন্দ্রটি রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, দু’দেশের সীমান্তবর্তী ইছামতি নদীর তীরে গড়ে ওঠা দেবহাটা ম্যানগ্রোভ ও পর্যটন কেন্দ্রটি সাম্প্রতিককালে নদীভাঙনের কবলে পড়ে চরম হুমকির মুখে পড়েছে। নদীর তীরবর্তী এলাকাটিতে ম্যানগ্রোভ বন এবং পর্যটন অবকাঠামো ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।
গত ৬ এপ্রিল এই ভাঙন বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব, সাতক্ষীরার জেলা প্রশাসক, পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট একাধিক দপ্তরে লিখিতভাবে অবহিত করা হয়। চিঠিতে ভাঙনের তীব্রতা ও সম্ভাব্য ক্ষতির বিষয়টি উল্লেখ করে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভাঙন রোধে এখনই কার্যকর ব্যবস্থা না নেওয়া হলে নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে ম্যানগ্রোভ বনাঞ্চল এবং গড়ে ওঠা পর্যটন কেন্দ্রটি। এতে শুধু পরিবেশগত বিপর্যয়ই নয়, স্থানীয় অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
উল্লেখ্য, রূপসি সাতক্ষীরা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র ও পিকনিক স্পট সাতক্ষীরা জেলায় অবস্থিত একটি জনপ্রিয় ও ঐতিহ্যবাহী পর্যটন কেন্দ্র। এটি প্রকৃতিপ্রেমীদের জন্য এক অপূর্ব গন্তব্যস্থল, যেখানে ম্যানগ্রোভ বনভূমির অনন্য সৌন্দর্য এবং প্রাকৃতিক পরিবেশ পর্যটকদের মন কেড়ে নেয়।
সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের (২) এর নির্বাহী প্রকৌশলী মোঃ সালাউদ্দিন জানান, জরুরি ভিত্তিতে দেবহাটার ইছামতি নদীর ভাঙন প্রতিরোধে কাজ করা হচ্ছে। রুপসী ম্যানগ্রোভ এলাকায় অগ্রাধিকার ভিত্তিতে ৫৫ লাখ টাকা ব্যয়ে ১৫৫ মিটার দৈর্ঘ্য পর্যন্ত এলাকায় বালি ভর্তি জিও ব্যাগ ফেলে ভাঙন রোধে ব্যবস্থা নেয়া হয়েছে। তবে প্রয়োজনে নদী ভাঙন প্রতিরোধে কাজ চলমান থাকবে বলে জানান তিনি।
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে(বেরোবি)শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক পরিচ্ছন্ন রাজনীতি গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বেরোবি শাখা সদস্য ফরম বিতরণ কর্মসূচি পালন করেছেন।
৮ ঘণ্টা আগেদীর্ঘদিনের ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে বাগেরহাট জেলা সদরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। রোববার (২০ জুলাই) দুপুরে শহর রক্ষা বাধ মুক্তিযুদ্ধ কমপ্লেক্সের পাশে এ কর্মসূচির আয়োজন করা হয়।
৮ ঘণ্টা আগেজেলা প্রশাসক সাবেত আলী বলেন, মন্ত্রিপরিষদের নির্দেশনায় আমরা নতুন উদ্যোমে এই গণশুনানি কার্যক্রম শুরু করি। মানুষজন নানা সমস্যা ও অভাব অভিযোগ নিয়ে আমাদের কাছে আসে। আমরা তাদের সাধ্য মতো সমাধান দেয়ার চেষ্টা করি।
৮ ঘণ্টা আগেসাতক্ষীরার তালা উপজেলায় শরিফুল গাজী (৩৮) নামে এক মাদ্রাসার শিক্ষককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এদিকে ঘটনার পরে অভিযুক্ত যুবক রাজু গাজী গণপিটুনিতে নিহত হয়েছে। রোববার (২০ জুলাই) বিকাল সাড়ে ৩টার দিকে খেশরা ইউনিয়নের শাহাপুর মাদ্রাসার সামনে ঘটনাটি ঘটে।
৯ ঘণ্টা আগেরংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে(বেরোবি)শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক পরিচ্ছন্ন রাজনীতি গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বেরোবি শাখা সদস্য ফরম বিতরণ কর্মসূচি পালন করেছেন।
দীর্ঘদিনের ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে বাগেরহাট জেলা সদরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। রোববার (২০ জুলাই) দুপুরে শহর রক্ষা বাধ মুক্তিযুদ্ধ কমপ্লেক্সের পাশে এ কর্মসূচির আয়োজন করা হয়।
জেলা প্রশাসক সাবেত আলী বলেন, মন্ত্রিপরিষদের নির্দেশনায় আমরা নতুন উদ্যোমে এই গণশুনানি কার্যক্রম শুরু করি। মানুষজন নানা সমস্যা ও অভাব অভিযোগ নিয়ে আমাদের কাছে আসে। আমরা তাদের সাধ্য মতো সমাধান দেয়ার চেষ্টা করি।
সাতক্ষীরার তালা উপজেলায় শরিফুল গাজী (৩৮) নামে এক মাদ্রাসার শিক্ষককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এদিকে ঘটনার পরে অভিযুক্ত যুবক রাজু গাজী গণপিটুনিতে নিহত হয়েছে। রোববার (২০ জুলাই) বিকাল সাড়ে ৩টার দিকে খেশরা ইউনিয়নের শাহাপুর মাদ্রাসার সামনে ঘটনাটি ঘটে।