৫ হাজার টাকা নিয়ে শুরু, রাজিয়ার পণ্য রপ্তানি হচ্ছে ৯টি দেশে

প্রতিনিধি
সৈয়দপুর, নীলফামারি
Thumbnail image
ছবি: প্রতিনিধি

শিক্ষিত হয়েও চাকরি পাননি, তবে বসেও থাকেনি রাজিয়া সুলতানা। তবে হতাশ না হয়ে মাত্র পাঁচ হাজার টাকা পুঁজি নিয়ে শুরু করেছিলেন অনলাইন ব্যবসা। তার সেই ছোট্ট উদ্যোগই এখন রূপ নিয়েছে ‘নান্দনিক ক্রাফট’ নামে একটি কারখানায়। যার মানেই আস্থা,আভিজাত্যে নান্দনিকতার ছোঁয়া। তার সেই কারখানায় তৈরি পাট ও সুতার পণ্য এখন বাংলাদেশের গণ্ডি পেরিয়ে রপ্তানি হচ্ছে সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, জাপানসহ বিশ্বের ৯টি দেশে।

নীলফামারীর সৈয়দপুর শহরের নিয়ামতপুর মুন্সিপাড়ার বাসিন্দা রাজিয়া সুলতানা। দুই সন্তানের জননী রাজিয়া সংসার চালানোর পাশাপাশি নিজে উপার্জনক্ষম হতে চেয়েছিলেন। উদ্যোক্তা হিসেবে তিনি তিনবার জয়িতা নির্বাচিত হয়েছেন। তাঁর কর্মকাণ্ড প্রশংসিত হওয়ার পাশাপাশি নারীদের কর্মসংস্থান করে দৃষ্টান্ত স্থাপন করেছেন।

রাজিয়ার উদ্যোক্তা হওয়ার পথ সহজ ছিল না। শুরুতে উপায় খুঁজে পাননি। পরে এক বন্ধুর পরামর্শে যুক্ত হন অনলাইনে উদ্যোক্তা প্রশিক্ষণের একটি প্ল্যাটফর্মে। সেখানকার সফল নারীদের গল্প তাকে অনুপ্রাণিত করে। পরে ইউটিউব থেকে শেখেন নানা পণ্য তৈরির কৌশল। অংশ নিয়েছেন যুব উন্নয়ন অধিদপ্তর ও মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষণেও।

২০২০ সালে সন্তানের জমানো মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে শুরু করেন অনলাইন ব্যবসা। ফেসবুকে খোলেন ‘নান্দনিক ক্রাফট’ নামে একটি পেজ। এরপর মেলায় অংশ নিয়ে পণ্যের পরিচিতি ও বিক্রি বাড়ে। এখন তার কারখানায় কাজ করছেন প্রায় ১০ জন নারী শ্রমিক। তারা মাসে ৫ হাজার থেকে ১২ হাজার টাকা পর্যন্ত বেতন পান।

নারী উদ্যোক্তা রাজিয়া সুলতানা বলেন, মাস্টার্স শেষ করে বিভিন্ন জায়গায় চাকরির চেষ্টা করলেও হয়নি। পরে অনেক চেষ্টা করে ফেসবুকে পরিচিত এক বন্ধুর মাধ্যম উইমেন অ্যান্ড ই-কমার্স নামে একটি গ্রুপে যুক্ত হই। ওখান থেকে অনুপ্রেরণা পাই।

নারী সংগঠক ও সৈয়দপুর মহিলা মহাবিদ্যালয়ের প্রভাষক শিউলী বেগম বলেন, সমাজের পিছিয়ে নারীরা যাতে কিছু করতে পারে সেটার দিকে বেশি গুরুত্ব দেওয়া হয়। রাজিয়া সুলতানা নামে একজন উদ্যোক্তা তার বিভিন্ন পণ্য তৈরি করে দেশের বিভিন্ন জায়গাসহ বিশ্বের কয়েকটি দেশে বিক্রি করছেন। আমি প্রতিবছরে নারী উদ্যোক্তা মেলা করার চেষ্টা করি যাতে নারীরা অনুপ্রেরণা পায়।

সৈয়দপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নূরুন্নাহার শাহজাদী বলেন, আমরা উদ্যোক্তা নারীদের বিভিন্নভাবে সহায়তা করছি। আমরা নারীদের এগিয়ে নিতে প্রশিক্ষকসহ বিভিন্ন ধরনের আয়োজনের মাধ্যমে আমরা নারীদের উদ্যোক্তা বা আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে কাজ করছি। শহরে রাজিয়া সুলতানা একজন নারী উদ্যোক্তা আছেন, তিনি আমাদের অধিদপ্তর থেকে তিনবার জয়িতা নির্বাচিত হয়েছেন। তাঁর কাজ সত্যি প্রশংসার দাবিদার। শুধু কাজ নয়, কর্মের সংস্থানও করেছেন তিনি।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

ঢাকার সাভারের আশুলিয়ায় দাঁড় করানো একটি বাসে ভোররাতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১২ নভেম্বর) ভোর সাড়ে চারটার দিকে সরকার মার্কেট এলাকায় বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের পাশে এ ঘটনা ঘটে

৩ মিনিট আগে

২০২৩ সালের ১৪ নভেম্বর সৈয়দপুরে পাইপলাইন গ্যাসের উদ্বোধন হলেও দুই বছরেও সরবরাহ শুরু হয়নি, অনিশ্চয়তায় উত্তরাঞ্চলের মানুষ

৩০ মিনিট আগে

গাজীপুরের বাসন পেয়ারাবাগান এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দূর্বৃত্তরা। বুধবার (১২ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা- টাঙ্গাইল মহাসড়কে ফায়ার সার্ভিস স্টেশনের সামনে এ ঘটনা ঘটে

১ ঘণ্টা আগে

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচনের জন্য ছয় সদস্যের নির্বাচন কমিশন পুনর্গঠন করা হয়েছে

১৬ ঘণ্টা আগে