টাঙ্গাইলের বরখাস্তকৃত প্রধান শিক্ষকের নানা অনিয়ম

প্রতিনিধি
টাঙ্গাইল
Thumbnail image
ছবি: প্রতিনিধি

টাঙ্গাইলের মির্জাপুরের জামুর্কী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (চলতি দায়িত্ব) মো. ওমর আলী নানা অনিয়মে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় জেলা প্রাথমিক শিক্ষা অফিস তাকে সাময়িক বরখাস্ত করেছে।

ওমর আলীর বিরুদ্ধে পূর্বেও জামুর্কী ও মস্তমাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছিল। ২০০৭ সালে সহকারী শিক্ষক থাকাকালীন ছাত্রদের কাছ থেকে কোচিং ফি আদায়, বিদ্যালয়ে সহকর্মী ও শিক্ষার্থীদের হুমকি দেওয়া, হাজিরা খাতার পৃষ্ঠা ছিঁড়ে ফেলা ও ৩ লক্ষ ২৫ হাজার টাকা আত্মসাতের মতো ঘটনা তদন্তে প্রমাণিত হয়েছে। ফলে জেলা প্রাথমিক শিক্ষা অফিস তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করেছেন।

স্থানীয়রা অভিযোগ করেন, ওমর আলীর কারণে বিদ্যালয়ের শিক্ষার মান নিম্নমুখী হয়েছে এবং শিক্ষার্থীরা বিদ্যালয়ে যেতে অনীহা প্রকাশ করছে। তারা দাবী করেছেন, ওমর আলীকে সাময়িক বরখাস্ত নয়, স্থায়ীভাবে চাকরি থেকে বরখাস্ত করা হোক।

ওমর আলী অভিযোগ অস্বীকার করে বলেন, তদন্তে তিনি যথাযথ প্রমাণ দিয়েছেন এবং তার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা। তবে পিটিএ কমিটি এবং স্থানীয়রা বলছেন, তিনি যে বিদ্যালয়ে যাই, সেখানে পুনরায় অনিয়মের সঙ্গে যুক্ত হন।

টাঙ্গাইল জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শাহাব উদ্দিন জানান, তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী ওমর আলী দোষী সাব্যস্ত হয়েছেন এবং তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

ঝিনাইদহে অধিগ্রহণকৃত ১৩১ শতাংশ জমি দখলমুক্ত করেছে সড়ক ও জনপথ বিভাগ। রবিবার (৭ ডিসেম্বর) দুপুর ১২টায় ঝিনাইদহ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের নেতৃত্বে পৌর শহরের কাঞ্চনপুর এলাকায় অভিযান পরিচালিত হয়।

১৭ মিনিট আগে

পঞ্চগড়ের জেলা প্রশাসক কাজী মোঃ সায়েমুজ্জামান বলেছেন, তিনি পঞ্চগড়কে দূর্নীতি মুক্ত জেলা হিসেবে গড়ে তুলতে চান। এই উদ্দেশ্যে সকলের মতামত নেওয়া হবে, দূর্নীতির জায়গাগুলো চিহ্নিত করে একটি পুস্তিকা প্রকাশ করা হবে এবং তা দুর করে জেলা জনবান্ধব মডেল জেলায় পরিণত হবে।

৩৪ মিনিট আগে

সাতক্ষীরায় নবাগত পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েলের সাথে জেলার সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৭ ডিসেম্বর) সকালে জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপার কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়

৪২ মিনিট আগে

নীলফামারীর সরিষা ক্ষেত এখন মনোহর দৃশ্য। হলদে মাঠে প্রজাপতি, মৌমাছি, ছোট পাখি ও গিরগিটি মিলিয়ে যেন এক মেলা বসেছে। মৌমাছি ও প্রজাপতি ফুলের মধু আহরণে ব্যস্ত, ছোট পাখিরা ডাল থেকে ডালে উড়ে বেড়ায় এবং গিরগিটিরা পতেঙ্গা ধরতে ব্যস্ত থাকে। প্রকৃতিপ্রেমিরা সহজেই এই বৈচিত্র্যপূর্ণ দৃশ্য উপভোগ করতে পারেন।

১ ঘণ্টা আগে