সাতক্ষীরায় শিক্ষকদের কর্মবিরতিতে দ্বিতীয় দিনেও পরীক্ষা বন্ধ, ক্ষুব্ধ শিক্ষার্থীরা

প্রতিনিধি
সাতক্ষীরা
Thumbnail image
ছবি: প্রতিনিধি

চার দফা দাবিতে সরকারি মাধ্যমিক শিক্ষকদের কর্মবিরতির কারণে সাতক্ষীরার চারটি সরকারি স্কুলে দ্বিতীয় দিনেও বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। স্কুল বন্ধ পেয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের অনেকে গেটের সামনে অপেক্ষা করেও ফিরতে বাধ্য হন।

শিক্ষকরা জানাচ্ছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। অন্যদিকে শিক্ষার্থী ও অভিভাবকেরা ক্ষোভ প্রকাশ করে বলছেন, দাবি থাকতেই পারে, তবে পরীক্ষা বন্ধ রেখে আন্দোলন করা ঠিক নয়—এতে শিক্ষার্থীদের শিক্ষাজীবন ও মানসিক স্থিতি নষ্ট হচ্ছে।

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের আন্দোলনকারী এক শিক্ষক জানান, দীর্ঘদিন সহকারী শিক্ষকরা বঞ্চিত। সুপ্রিম কোর্ট তাদের পক্ষে রায় দিলেও টাইমস্কেল ও সিলেকশন গ্রেডের ফাইল ঝুলে আছে। দাবি পূরণের নিশ্চয়তা ছাড়া পরীক্ষা নিলে পরিস্থিতি আবার আগের জায়গায় ফিরে যাবে—তাই কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী পরীক্ষা বর্জন করেছেন।

সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম টুকু জানান, বার্ষিক পরীক্ষার সব প্রস্তুতি থাকলেও কয়েকজন শিক্ষক পরীক্ষা নিতে অস্বীকৃতি জানান। সোমবার (১ ডিসেম্বর) জেলা প্রশাসকের জরুরি সভায় সিদ্ধান্ত হয়, মঙ্গলবার (২ ডিসেম্বর) থেকে যথারীতি পরীক্ষা নেওয়া হবে এবং বাধা দিলে ব্যবস্থা নেওয়া হবে। আন্দোলনকারী শিক্ষকদের তালিকাও মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

তবে মঙ্গলবারও (২ ডিসেম্বর) পরীক্ষা অনুষ্ঠিত না হওয়ায় শিক্ষার্থীরা হতাশ হয়ে বাড়ি ফিরে যায়। সোমবারের (১ ডিসেম্বর) স্থগিত পরীক্ষা শনিবার(৬ ডিসেম্বর) নেওয়ার কথা জানানো হয়।

সাতক্ষীরা জেলা শিক্ষা কর্মকর্তা আবুল খায়ের বলেন, পরীক্ষা বন্ধ রেখে আন্দোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং মঙ্গলবার (২ ডিসেম্বর) থেকে পরীক্ষা নিতে সব স্কুলকে নির্দেশ দেওয়া হয়েছে। তিনি জানান, পরীক্ষা চলাকালে ম্যাজিস্ট্রেট ও পুলিশ মোতায়েন থাকবে। তবে সকালে ঘোষণা দিলেও মাঠে কোনো কার্যকর ব্যবস্থা দেখা যায়নি।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্তের নিরাপত্তা এবং আস্থার প্রতীক হিসেবে নিরলসভাবে দিবারাত্রি দেশের সীমান্ত সুরক্ষায় কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন, বিজিবির উত্তর পশ্চিম রিজিওনের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এএসএম নাছের

১ মিনিট আগে

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার দুর্গম মূড়া পাড়া গ্রাম বহুদিন ধরেই সুপেয় পানি সংকটে ভুগছিল। পাহাড়ি পথ পেরিয়ে দীর্ঘ দূরত্ব হেঁটে পানি সংগ্রহ করাই ছিল গ্রামবাসীর দৈনন্দিন কষ্ট। অবশেষে সেই সমস্যা সমাধান হলো সোলার চালিত ডিপ টিউবওয়েলের মাধ্যমে

১৪ মিনিট আগে

ঘন ঘন ভূমিকম্প অনুভূত হওয়ায় উত্তরের জনপদ রেলের শহর সৈয়দপুরের মানুষ আতঙ্কে রয়েছেন। শহরের পুরনো রেল ভবন ও আবাসিক কোয়ার্টারের স্থিতি উদ্বেগজনক। সম্প্রতি ৫.৫ মাত্রার ভূমিকম্প সৈয়দপুরেও অনুভূত হওয়ায় মানুষের ভীতি আরও বাড়েছে

৪২ মিনিট আগে

নীলফামারীর সৈয়দপুরে পাঠাগারের জায়গা নির্ধারণ না করতে পারায় ৫৩ লাখ টাকা ফেরত দিতে হয়েছে, যা বইপ্রেমীসহ জনমনে ক্ষোভ সৃষ্টি করেছে

১ ঘণ্টা আগে