সৈয়দপুরে বিদ্যালয়ভিত্তিক সচেতনতা ও বই বিতরণ কর্মসূচি

প্রতিনিধি
সৈয়দপুর, নীলফামারি
Thumbnail image
ছবি: প্রতিনিধি

নীলফামারীর সৈয়দপুরে সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে বিদ্যালয়ভিত্তিক সচেতনতা ও বই বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) জীবাণুনাশক প্রতিরোধক্ষমতা বৃদ্ধির (অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্টেন্স) জন্য শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্য ও সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং ইতিবাচক মানসিকতা গড়ে তোলার লক্ষ্য নিয়ে এর আয়োজন করে এএমআর (অ্যাওয়ারনেস, মোটিভেশন ও রেসপনসিবিলিটি) সংস্থা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওষুধ প্রশাসন অধিদপ্তরের রংপুর বিভাগের উপ-পরিচালক নার্গিস আক্তার। তিনি শিক্ষার্থীদের জীবাণুনাশক প্রতিরোধক্ষমতার জন্য এ্যান্টিবায়োটিক সঠিক ওষুধ ব্যবহার, পরিচ্ছন্নতা, পুষ্টি ও জীবনযাপনে সচেতন হওয়ার আহ্বান জানান।

এতে সভাপতিত্ব করেন, সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের কিন্ডারগার্টেন শাখার পরিচালনা পর্ষদের সভাপতি ও লায়ন্স ক্লাব অব সৈয়দপুর, সানফ্লাওয়ের কর্মকর্তা লায়ন কাজী একরামুল হক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য বলেন সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ লায়ন মোখলেছুর রহমান জুয়েল। অন্যান্যের মধ্য বক্তব্য বলেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা (মাধ্যমিক) সাইফুল ইসলাম প্রমাণিক, ওষুধ প্রশাসন অধিদপ্তরের নীলফামারী জেলা কার্যালয়ের তত্ত্বাবধায়ক মিতা রায় প্রমুখ।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই, তথ্যপত্র ও সচেতনতামূলক উপকরণ বিতরণ করা হয়।

বক্তারা বলেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে দায়িত্ববোধ ও ইতিবাচক চিন্তার বিকাশে সহায়ক ভূমিকা রাখবে। সৈয়দপুর ড্রাগ এন্ড কেমিস্ট সমিতির সভাপতি নজরুল ইসলাম মোস্তফা, সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা এ সময় উপস্থিত ছিলেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

সড়ক ও রেল যোগাযোগে বৈষম্য দূর এবং বিমানভাড়া কমানোর দাবিতে সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে নগরে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে

১০ ঘণ্টা আগে

আলু তোলার মৌসুমে ক্ষেতে তেমন পাইকার আসেনি। যা দু-একজন আলুর বেপারি আসে তারা প্রতি কেজি আলুর দাম হাকায় মাত্র ১২ থেকে ১৪ টাকা। উৎপাদন খরচ না উঠায় সেসময় আলু বিক্রি না করে উৎপাদন খরচ পুশিয়ে নিতে, বেশী দামের আশায়,কেজিতে আরো ৯ টাকা খরচ বাড়িয়ে হিমাগারে আলু সংরক্ষণ করেছি

১০ ঘণ্টা আগে

নভেম্বরে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ মাসে বঙ্গোপসাগরে দুই থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে

১০ ঘণ্টা আগে

ময়মনসিংহ জেলা ক্রীড়া অফিস আয়োজিত ও ময়মনসিংহ জেলা পরিষদ এবং ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় চেস একাডেমি প্রফেসর নিতাই-মঞ্জু বাস্তবায়ন সহযোগিতায় অনুষ্ঠিত এ টুর্নাম্যান্টে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলম

১০ ঘণ্টা আগে