নিলক্ষীতে ঝুঁকিপূর্ণ এল জিডি ব্রিজ: বড় দুর্ঘটনার আশঙ্কা, দ্রুত সংস্কারের দাবি স্থানীয়দের

প্রতিনিধি
ফেনী
Thumbnail image
ছবি: প্রতিনিধি

ফেনীর ফুলগাজী উপজেলার উত্তর নিলক্ষী এলাকায় অবস্থিত একটি গুরুত্বপূর্ণ ব্রিজ এখন মারাত্মক ঝুঁকিতে। এলজিইডি কর্তৃক নির্মিত ফুলগাজী-রাজেশপুর সড়কের বাইতুল আমান জামে মসজিদের পূর্ব পাশের এই ব্রিজটি গত ২০২৪ সালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়। দীর্ঘদিনেও মেরামতের উদ্যোগ না নেওয়ায় এখন তা সম্পূর্ণ ভেঙে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

প্রতিদিন এই সড়ক দিয়ে হাজারো মানুষ যাতায়াত করেন। নিলক্ষী, গাবতলা, মনতলা, মান্দারপুর, সোনাপুর ও রাজেশপুর এলাকার বাসিন্দাদের জন্য এটি একমাত্র চলাচলের প্রধান পথ। ব্রিজটির একপাশ দেবে যাওয়ায় ভারী যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। এমনকি হালকা যানবাহন ও পথচারীরাও এখন ঝুঁকি নিয়ে পারাপার করছেন।

নিলক্ষী গ্রামের বাসিন্দা ইসমাইল হোসেন বলেন, “আমাদের ছেলে-মেয়েরা প্রতিদিন এই ভাঙা ব্রিজ পার হয়ে স্কুলে যায়। যে-কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে।” তিনি জানান, নিলক্ষী সরকারি প্রাথমিক বিদ্যালয়, নিলক্ষী অধ্যক্ষ আব্দুল মজিদ উচ্চ বিদ্যালয়, ফুলগাজী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়সহ আশপাশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রতিদিন এই বিপজ্জনক পথে চলাচল করছে।

স্থানীয় বাসিন্দা নাহিদ জানান, “আমরা বারবার জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের কাছে গিয়েছি। সবাই শুধু আশ্বাস দিয়েছে, কিন্তু এখনো কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। শেষ পর্যন্ত সংবাদকর্মীদের দ্বারস্থ হয়েছি।”

ব্রিজের এই অবস্থার কারণে স্থানীয়দের দৈনন্দিন জীবন ও পণ্য পরিবহন ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। জরুরি সেবা বিঘ্নিত হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী আসিফ মোহাম্মদ বলেন, “রাস্তাটি ও ব্রিজের একপাশ দেবে গেছে। আমরা ইতোমধ্যে মেরামতের জন্য প্রস্তাব পাঠিয়েছি। আশা করছি দ্রুত কাজ শুরু করা যাবে। পাশাপাশি আপাতত কোনো অস্থায়ী ব্যবস্থা নেওয়া যায় কিনা, সেটিও বিবেচনা করছি।”

স্থানীয়দের দাবি, দ্রুত ব্রিজটির সংস্কার কাজ শুরু না হলে যে-কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। তাই তারা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচনের জন্য ছয় সদস্যের নির্বাচন কমিশন পুনর্গঠন করা হয়েছে

১৪ ঘণ্টা আগে

সাতক্ষীরার নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক সিরাজুল ইসলামের বিরুদ্ধে ছাত্রীদের ওয়াশরুমে ঢুকে ভয়ভীতি ও অশোভন আচরণের অভিযোগ উঠেছে

১৫ ঘণ্টা আগে

আগামী ১৩ নভেম্বর আওয়ামীলীগের ঢাকা লক-ডাউন কর্মসূচি ঘিরে খাগড়াছড়িতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী

১৫ ঘণ্টা আগে

রাজধানীতে আট ঘণ্টার ব্যবধানে দুই ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার করা হয়েছে। গুলশান থেকে উদ্ধার করা হয়েছে পটুয়াখালীর বাউফল সূর্যমনি ইউনিয়ন ছাত্রদলের সদস্য সৌরভের মরদেহ

১৬ ঘণ্টা আগে