‘দেশের মানুষ বিএনপির দিকে তাকিয়ে স্বপ্ন দেখছে’

প্রতিনিধি
জামালপুর
Thumbnail image
ছবি: প্রতিনিধি

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন বলেছেন, আওয়ামী লীগের মত একটি রাজনৈতিক দল স্বৈরাচার, অন্যায়, জুলুম, নির্যাতন, দুর্নীতি দু:শাসনের কারণে আজ বাংলাদেশ থেকে নিষিদ্ধ হয়েছে। সে জন্য বাংলাদেশের মানুষ বিএনপি নামক একমাত্র রাজনৈতিক দলের দিকে তাকিয়ে স্বপ্ন দেখছে।

বৃহস্পতিবার (১৯জুন)জামালপুর অডিটরিয়ামে জামালপুর সদর উপজেলা বিএনপি আয়োজিত বিশেষ সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নির্বাচন প্রসঙ্গে ওয়ারেছ আলী মামুন বলেন, বাংলাদেশের মানুষ আমাদের নিয়ে স্বপ্ন দেখছে আগামী দিনে দুর্নীতিমুক্ত, দু:শাসনমুক্ত একটি বাংলাদেশ গড়ার। আর উন্নত সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হলে আমাদেরকে সঠিক পথচলা ছাড়া বিকল্প কোনো রাস্তা খোলা নাই। যদি বিএনপি আগামী দিনে পথচলায় ভুল করে, যদি বিএনপির নেতাকর্মীরা ভুল করে, তাহলে রাজনৈতিকভাবে শুধু বিএনপি মুখ থুবড়ে পড়বেনা এই বাংলাদেশের অগ্রযাত্রাও মুখ থুবড়ে পড়বে।

তিনি আরও বলেন, আওয়ামী দু:শাসনের অবসান একদিকে যেমন এই জাতিকে কলঙ্কমুক্ত করেছে, বিএনপিকে রাজনৈতিকভাবে সমৃদ্ধ করেছে, একইভাবে আওয়ামী দু:শাসনের এই অবসান বিএনপি নেতাকর্মীদের শিক্ষা দিয়ে গিয়েছে। আমরা যদি সেই শিক্ষা নিয়ে চলি তাহলে আমাদের কেউ ভুল ধরতে পারবে না। আর যদি আওয়ামী দু:শাসনের মত আমরাও একই ভুল করি তাহলে আমাদের পরিণতিও একই হবে। কিন্তু আমরা সেই ভুল করতে চাইনা। তিনি আগামী দিনে নেতাকর্মীদের জনগণের কথা চিন্তা করে পথচলার আহ্বান জানান।

জামালপুর সদর উপজেলা বিএনপির সভাপতি সফিউর রহমান শফির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলনের সঞ্চালনায় বিশেষ সাধারণ সভায় সদর উপজেলা বিএনপির আওতাধীন ১৫টি ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

বাগেরহাটের রামপাল উপজেলায় অভিযান চালিয়ে ৩ মাদক কারবারিকে আটক করা হয়েছে। আদাঘাট এলাকায় শনিবার সকালে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহীনির অভিযানে হেরোইন, হেরোইন মাপার মেশিন ও নগদ টাকাসহ তাদের আটক করা হয়েছে

৬ ঘণ্টা আগে

খুলনা নগরীর বয়রা পূজা খোলা মোড়ে অতিরিক্ত বিষাক্ত মদ (বাংলা মদ) পানে ৫ জনের মৃত্যু হয়েছে। শনিবার (১৯ জুলাই) বিকেল সোয়া চারটা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে এ ঘটনা ঘটে।

৬ ঘণ্টা আগে

ইটাখোলার মোড়ে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন।

৭ ঘণ্টা আগে

আবু ছায়েদের প্রথম মৃত্যু বার্ষিকীতে বিএনপির নেতা ফরহাদ হোসেন আজাদ

৯ ঘণ্টা আগে