ফুলগাজীর দেবীপুরে কালভার্ট ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, দুর্ভোগে হাজারো মানুষ

প্রতিনিধি
ফেনী
আপডেট : ২১ অক্টোবর ২০২৫, ১৪: ৫০
Thumbnail image
ছবি: প্রতিনিধি

ফেনী জেলার ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের খাজুরিয়া–দেবীপুর সংযোগস্থলে রুস্তম মেম্বার বাড়ির পাশে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ কালভার্ট সম্পূর্ণভাবে ধসে পড়েছে। সাম্প্রতিক ভারী বর্ষণ ও বন্যার চাপে দুর্বল কাঠামোটি ভেঙে যাওয়ায় দেবীপুর গ্রামের সঙ্গে খাজুরিয়া ও আশপাশের এলাকার সড়ক যোগাযোগ একেবারে বন্ধ হয়ে গেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয়রা জানান, বহু বছর ধরে কালভার্টটি জরাজীর্ণ অবস্থায় ছিল। এলাকাবাসী ও জনপ্রতিনিধিদের বারবার অবগত করা সত্ত্বেও সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। অবশেষে মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে একটি বালু বোঝাই ট্রাক কালভার্টটির ওপর দিয়ে যাওয়ার সময় এটি সম্পূর্ণভাবে ধসে পড়ে। ফলে যান চলাচল বন্ধ হয়ে পড়ে এবং দুই পাশের মানুষ কার্যত বিচ্ছিন্ন হয়ে যায়।

দেবীপুর এলাকার বাসিন্দা ও আমজাদহাট ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আকবর হোসেন মজুমদার বলেন, “এ কালভার্টটি ভেঙে পড়ায় আমরা একেবারে বিপাকে পড়েছি। শিক্ষার্থী থেকে শুরু করে রোগী— সবার চলাচল বন্ধ। কোনো জরুরি প্রয়োজনে গাড়ি চলাচলও সম্ভব নয়। দ্রুত নতুন কালভার্ট নির্মাণ ছাড়া কোনো সমাধান নেই।”

স্থানীয় ইঞ্জিনিয়ার মো. শাহীন জানান, “দেবীপুর ও খাজুরিয়া দুই এলাকার হাজার হাজার মানুষ প্রতিদিন এই কালভার্ট ব্যবহার করতেন। এটি ভেঙে পড়ায় তাদের জীবনযাত্রা স্থবির হয়ে গেছে। এলাকাবাসীর সহযোগিতায় আপাতত হেঁটে পারাপারের জন্য বাঁশ ও কাঠের অস্থায়ী ব্যবস্থা করা হয়েছে, তবে এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ।”

এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, কালভার্ট ধসে পড়ার পর উপজেলা প্রকৌশল অধিদপ্তরের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কবে নাগাদ সংস্কার কাজ শুরু হবে তা এখনও নিশ্চিত নয়।

এলাকাবাসীর দাবি— দ্রুত সময়ের মধ্যে নতুন করে টেকসই কালভার্ট নির্মাণ না করা হলে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়বে এবং স্থানীয় অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

সড়ক ও রেল যোগাযোগে বৈষম্য দূর এবং বিমানভাড়া কমানোর দাবিতে সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে নগরে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে

১০ ঘণ্টা আগে

আলু তোলার মৌসুমে ক্ষেতে তেমন পাইকার আসেনি। যা দু-একজন আলুর বেপারি আসে তারা প্রতি কেজি আলুর দাম হাকায় মাত্র ১২ থেকে ১৪ টাকা। উৎপাদন খরচ না উঠায় সেসময় আলু বিক্রি না করে উৎপাদন খরচ পুশিয়ে নিতে, বেশী দামের আশায়,কেজিতে আরো ৯ টাকা খরচ বাড়িয়ে হিমাগারে আলু সংরক্ষণ করেছি

১০ ঘণ্টা আগে

নভেম্বরে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ মাসে বঙ্গোপসাগরে দুই থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে

১০ ঘণ্টা আগে

ময়মনসিংহ জেলা ক্রীড়া অফিস আয়োজিত ও ময়মনসিংহ জেলা পরিষদ এবং ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় চেস একাডেমি প্রফেসর নিতাই-মঞ্জু বাস্তবায়ন সহযোগিতায় অনুষ্ঠিত এ টুর্নাম্যান্টে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলম

১০ ঘণ্টা আগে