বিরোধ মেটাতে বিএনপির প্রার্থী তালিকা যাচাইয়ে নিরপেক্ষ সংস্থা

প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক
Thumbnail image
ছবি: সংগৃহীত

সোমবার (৩ নভেম্বর) ২৩৭টি আসনের বিএনপির প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তখন দলের পক্ষ থেকে জানানো হয়, বাকী ৬৩টি আসনে পরে প্রার্থীদের নাম পরে ঘোষণা করা হবে।

এরপর একটি আসনে মনোনয়ন স্থগিত করা হয়। প্রার্থীদের এ তালিকা প্রকাশের পর সারাদেশে দলের মধ্যে তৈরি হওয়া বিরোধ গত কয়েকদিনে প্রকাশ্যে আসে। এরপর ঘোষিত প্রার্থীদের অবস্থান কোন নিরপেক্ষ প্রতিষ্ঠান দিয়ে যাচাই করা হচ্ছে বলে জানা গেছে। আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কেউ কোনো মন্তব্য না করলেও, যাচাই বাছাইয়ের পর ঘোষিত 'প্রাথমিক প্রার্থী তালিকাতে' কিছু পরিবর্তন আসতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন দলটির সিনিয়র নেতারা।

মনোনয়নকে কেন্দ্র করে সহিংসতায় জড়িয়ে প্রাণহানির ঘটনাও ঘটেছে দুটি জেলায়। এছাড়া আরও অনেকগুলো জেলায় ঘোষিত মনোনয়ন পরিবর্তনের দাবি করে মিছিল সমাবেশ, মানববন্ধন, সড়ক অবরোধ কিংবা বিক্ষোভের মতো ঘটনা ঘটেই চলেছে। যেসব আসনগুলোতে মনোনয়ন দেওয়া হয়নি সে সব আসনগুলোতেও উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে।

তবে সংঘাত বা সহিংসতার ঘটনায় যারা জড়িয়েছে ইতোমধ্যে তাদের অনেককেই দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানা গেছে।

এসব আসনের মধ্যে বেশিরভাগই সমমনা বা মিত্র দলকে ছেড়ে দেওয়া হতে পারে বলে দলীয় সূত্রগুলো জানিয়েছে।

রাজনৈতিক বিশ্লেষক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কেএম মহিউদ্দিন বলছেন, মনোনয়ন ঘোষণার ক্ষেত্রে বিএনপি নিজেও যথাযথ পদ্ধতি অনুসরণ করেনি, আবার দলটি ক্ষমতায় আসবে মনে করে প্রতিটি আসনেই একাধিক প্রার্থী মরিয়া হয়ে উঠেছে। তাই সহিংসতা হচ্ছে বলে মনে করেন তিনি।

"দলটির পার্লামেন্টারি বোর্ড বসে প্রার্থী তালিকা করার নিয়ম রয়েছে। কিন্তু তা করা হয়নি। আবার যারা প্রাথমিক তালিকায় নেই তারাও নিজেদের রাজনীতির কথা ভেবে দলীয় সিদ্ধান্ত মানতে রাজি নন। এ কারণেই সংঘাত সহিংসতা হচ্ছে এবং নির্বাচনেও এর বহি:প্রকাশ দেখা যেতে পারে," বিবিসি বাংলাকে বলছিলেন তিনি।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

বিএনপি নিয়ে আরও পড়ুন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর এ টি এম আজহারুল ইসলাম বলেছেন, গত ৫৪ বছরে ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ বা সমাজতন্ত্রের মাধ্যমে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি। তিনি বলেন, আমরা নৌকা, ধানের শীষ, লাঙ্গল দেখেছি। তারা কিছু অর্জন করেছে, তবে সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারেনি।

২ ঘণ্টা আগে

খুলনা-১ (বটিয়াঘাটা–দাকোপ) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী কৃষ্ণ নন্দীকে ঘিরে রাজনৈতিক ও সামাজিক আলোচনার মাত্রা বৃদ্ধি পেয়েছে। হিন্দু ধর্মাবলম্বী হওয়া সত্ত্বেও জামায়াতের প্রার্থী হওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা দেখা দিয়েছে

২ ঘণ্টা আগে

রাজধানীতে রাজনৈতিক মহলের দৃষ্টি আকর্ষণ করেছে একটি নতুন নির্বাচনী জোটের গঠন, যেখানে অংশ নিচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) এবং বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন

৩ ঘণ্টা আগে

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নিয়ে যাওয়ার জন্য কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত আছে। তবে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবার আগে মেডিকেল বোর্ডের সবুজ সংকেতের অপেক্ষা করতে হবে।

১ দিন আগে