১০ বছরে ক্ষমতা না পেলে রাজনীতি ছাড়বেন নাহিদ

প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক
Thumbnail image
ছবি: সংগৃহীত

নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রথম নির্বাচনে ৩০০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, আগামী ১০ বছরের মধ্যে ক্ষমতায় যেতে চায় দলটি; তা না হলে রাজনীতি ছাড়বে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমরা ১০ বছরের টার্গেট নিচ্ছি এবং আমি মনে করি, ১০ বছরের মধ্যে বাংলাদেশের রাজনীতিতে আমরা প্রতিষ্ঠিত হব, ক্ষমতায় যাব, সরকার গঠন করব।’

জুলাই গণঅভ্যুত্থানের শীর্ষ নেতৃত্বের গঠিত রাজনৈতিক দল এনসিপি দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে রাজনীতিতে এসেছে, স্পষ্ট করেছেন নাহিদ। তিনি বলেন, “আমরা রাজনীতিতে প্রথম দিন থেকেই সামষ্টিক ধারণাকে বিশ্বাস করি, ব্যক্তি বা নিজের জন্য খুব বেশি ভাবি না। বহু মানুষের জীবন এই প্রচেষ্টার সঙ্গে জড়িত। তাই দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়েই রাজনীতিতে নেমেছি।”

তবে সেই দীর্ঘমেয়াদী ভাবনারও একটা মেয়াদ ঠিক করে নিয়েছে এনসিপি। নাহিদ বলেন, ‘১০ বছরের মধ্যে যদি (ক্ষমতায়) যেতে না পারি, তাহলে আমি আর রাজনীতি করব না। ১০ বছরের এই টাইমলাইনটা হচ্ছে আমার টার্গেট। এই সময়ের মধ্যে আমি রাজনৈতিক দলটাকে (এনসিপি) প্রতিষ্ঠিত করতে চাই, সরকার গঠন করতে চাই এবং আমাদের লক্ষ্য বাস্তবায়ন করতে চাই। জনগণকে ক্ষমতায়িত করতে চাই।’

নসিপি তাদের যাত্রা শুরু করেছে চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি। নাহিদের বিশ্বাস, এই স্বল্প সময়েই দল অনেক পথ পাড়ি দিয়েছে। তিনি বলেন, “আমরা অনেকদূর এগিয়ে গেছি। একটি রাজনৈতিক দল সাধারণত ১৫-২০ বছরে যে অবস্থানে পৌঁছায়, আমরা ১০ বছরে সেটিতে পৌঁছেছি। তাই আমি ১০ বছরের কথা বলছি। গণভ্যুত্থান আমাদের ১০–১৫ বছর এগিয়ে দিয়েছে। এখন বাকিটা আমাদের দক্ষতা, যোগ্যতা, সততা ও নিষ্ঠার উপর নির্ভর করছে। জনগণ আমাদের সুযোগ ও দায়িত্ব দিয়েছে, বাকিটা আমাদের অর্জন করতে হবে।”

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

অন্যান্য দল নিয়ে আরও পড়ুন

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্যবিষয়ক সম্পাদক ও ধানের শীষ প্রার্থী আজিজুল বারী হেলাল বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া কোনো একটি দলের সীমাবদ্ধ নন, তিনি সমগ্র বাংলাদেশের জনগণের অধিকারভোগী। ওয়ান-ইলেভেন সরকার এবং বর্তমান ফ্যাসিস্ট সরকার যে দীর্ঘকালীন নির্যাতন চালি

৯ ঘণ্টা আগে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর এ টি এম আজহারুল ইসলাম বলেছেন, গত ৫৪ বছরে ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ বা সমাজতন্ত্রের মাধ্যমে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি। তিনি বলেন, আমরা নৌকা, ধানের শীষ, লাঙ্গল দেখেছি। তারা কিছু অর্জন করেছে, তবে সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারেনি।

১৩ ঘণ্টা আগে

খুলনা-১ (বটিয়াঘাটা–দাকোপ) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী কৃষ্ণ নন্দীকে ঘিরে রাজনৈতিক ও সামাজিক আলোচনার মাত্রা বৃদ্ধি পেয়েছে। হিন্দু ধর্মাবলম্বী হওয়া সত্ত্বেও জামায়াতের প্রার্থী হওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা দেখা দিয়েছে

১৪ ঘণ্টা আগে

রাজধানীতে রাজনৈতিক মহলের দৃষ্টি আকর্ষণ করেছে একটি নতুন নির্বাচনী জোটের গঠন, যেখানে অংশ নিচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) এবং বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন

১৪ ঘণ্টা আগে