সুনামি সতর্কতা নেই

আলাস্কা– কানাডার সীমান্তে ৭ মাত্রার ভূমিকম্প

প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক
Thumbnail image
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের আলাস্কা ও কানাডার ইউকন অঞ্চলের প্রত্যন্ত সীমান্তবর্তী এলাকায় রবিবার প্রায় ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছেন, তীব্র কম্পনের পরও এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

কেন্দ্র ও বিস্তার

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) অনুযায়ী, ভূমিকম্পের কেন্দ্র আলাস্কার জুনেউ থেকে প্রায় ২৩০ মাইল (৩৭০ কিলোমিটার) উত্তর-পশ্চিমে এবং ইউকনের হোয়াইটহর্স থেকে ১৫৫ মাইল (২৫০ কিলোমিটার) পশ্চিমে অবস্থান করছিল। কম্পনের মাত্রা এতটাই অনুভূত হয়েছিল যে স্থানীয়রা তা স্পষ্টভাবে টের পেয়েছেন।

হোয়াইটহর্সের রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের সার্জেন্ট ক্যালিস্টা ম্যাকলিয়ড জানান, ভূমিকম্পের সময় তাঁদের কাছে ৯১১-এ দুটি কল আসে। তিনি বলেন, “কম্পনটি স্পষ্টভাবে অনুভূত হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও মানুষ এটি নিয়ে আলোচনা করছেন।”

আলাস্কার কাছে অবস্থিত হাবার্ড হিমবাহ
আলাস্কার কাছে অবস্থিত হাবার্ড হিমবাহ

মানব বসতি ও প্রভাব

কানাডার সিসমোলজিস্ট অ্যালিসন বার্ড বলেন, ভূমিকম্পের সবচেয়ে বেশি প্রভাব পড়েছে পাহাড়ি এলাকায়, যেখানে মানুষের বসবাস সীমিত। বার্ড জানান, “অধিকাংশ মানুষই তাক বা দেয়ালের জিনিসপত্র পড়ে যাওয়ার খবর দিয়েছেন। তবে কাঠামোগত ক্ষতি দেখা যায়নি।”

ভূমিকম্পের কেন্দ্রের কাছাকাছি কানাডার জনবসতি হলো হেইনস জাংশন, যা কেন্দ্র থেকে প্রায় ৮০ মাইল (১৩০ কিলোমিটার) দূরে। ২০২২ সালের তথ্য অনুযায়ী, এই অঞ্চলের জনসংখ্যা ছিল ১,০১৮ জন। এছাড়া, আলাস্কার ইয়াকুটাট শহরও প্রায় ৫৬ মাইল (৯১ কিলোমিটার) দূরে অবস্থান করছে, যেখানে ৬২২ জন বাসিন্দা বসবাস করেন।

ভূমিকম্পের প্রকৃতি

USGS জানিয়েছে, ভূমিকম্পটি প্রায় ৬ মাইল (১০ কিলোমিটার) গভীরে সংঘটিত হয়েছে এবং এর পরপরই একাধিক ছোট ছোট পরাঘাত অনুভূত হয়েছে।

তবে এই তীব্রতা থাকা সত্ত্বেও, স্থানীয় ও জাতীয় কর্তৃপক্ষ কোনো সুনামি সতর্কতা জারি করেনি, এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

যুক্তরাষ্ট্র নিয়ে আরও পড়ুন

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ব্যবসায়িক সাফল্য এবং অর্থনৈতিক অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশি তরুণ উদ্যোক্তা মো. শাকিব উদ্দিনকে সম্মানসূচক ‘গোল্ডেন ভিসা’ প্রদান করা হয়েছে।

৪ ঘণ্টা আগে

যুক্তরাষ্ট্রের আলাস্কা ও কানাডার ইউকন অঞ্চলের প্রত্যন্ত সীমান্তবর্তী এলাকায় রবিবার প্রায় ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছেন, তীব্র কম্পনের পরও এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

১০ ঘণ্টা আগে

সংযুক্ত আরব আমিরাতের ৫৪তম জাতীয় দিবস উদযাপনকে কেন্দ্র করে দুবাইয়ের মুশরিফ পার্কে অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান উৎসব। শুক্রবার (৫ ডিসেম্বর) হাটহাজারী সমিতি, ইউএই’র উদ্যোগে আয়োজিত দিনব্যাপী এ অনুষ্ঠানে আমিরাতের সাতটি প্রদেশ থেকে ২৫০০ এর বেশি প্রবাসী অংশ নেন।

১ দিন আগে

ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্থায়ীভাবে সেখানে থাকা বা না থাকা সম্পূর্ণরূপে তাঁর ব্যক্তিগত সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এই মন্তব্য করেছেন।

১ দিন আগে