সাজেকে জুম ক্ষেতে ইঁদুরের উপদ্রব ; খাদ্য সংকটের শঙ্কা

প্রতিনিধি
রাঙামাটি
Thumbnail image
ছবি: প্রতিনিধি

বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে ফের ইঁদুরের উপদ্রব দেখা দিয়েছে। ফলে ওই এলাকায় খাদ্য সংকটের আশঙ্কা করছেন জুমিয়াসহ স্থানীয়রা। এতে সব মিলিয়ে কয়েক হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হতে পারে। এর আগে ২০২২ সালে সাজেক ইউনিয়নে ইঁদুরের উপদ্রব দেখা দিয়েছিল। ওই সময়ে পাঁচ হাজারের বেশি জুমিয়া পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাজেক ইউনিয়নের দুর্গম শিয়ালদাই মৌজার ত্রিপুরা সম্প্রদায়ের বসবাস। এসব জনগোষ্ঠী একমাত্র জুম চাষের ওপর নির্ভরশীল। গত আগস্ট মাসের শেষের দিকে জুমের ধান পাকা শুরু হয়। এরই মধ্যে রাতের বেলায় ঝাঁকে ঝাঁকে ইঁদুর ক্ষেতে গিয়ে ধান খেয়ে নষ্ট করে ফেলে।

সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অতুলাল চাকমা জানান, দুর্গম পাঁচটি গ্রামে জুম ধানের ক্ষেতে ফের ইঁদুরের উপদ্রব দেখা দিয়েছে। এতে প্রায় ২৩২ পরিবারের জুম ধান নষ্ট হয়েছে। এ ধান তারা ঘরে তুলতে পারছেন না। সবচেয়ে ক্ষতিগ্রস্ত গ্রামগুলোর মধ্যে রয়েছে শিয়ালদাই লুইপাড়ায় ৫৮টি পরিবার, হাচ্চ্যাপাড়ায় ৭০, জামপাড়ায় ১৬, অরুণপাড়ায় ৪০ ও লুংতিয়ানপাড়ায় ৪৮টি পরিবার। এছাড়া সাজেক ইউনিয়নের বিভিন্ন এলাকায় জুম ধান ক্ষেতে ইঁদুরের উপদ্রব দেখা দিয়েছে বলে জানিয়েছেন স্থানীয় লোকজন ও জনপ্রতিনিধিরা।

fe95f25a-cec8-444b-ae40-4273c0e1274d

সাজেক ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড মেম্বার বনবিহারী চাকমা জানান, এ ইউনিয়নে সব মিলিয়ে কয়েক হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন। কয়েকটি স্থানে আগস্ট মাসের শেষে দিকে জুমের ধান পাকা শুরু হলে ঝাঁকে ঝাঁকে ইঁদুর ক্ষেতে গিয়ে ধান নষ্ট করে ফেলে। এছাড়া কোনো কোনো এলাকায় ধানে ফুল এসেছে, কোনো কোনো জুম ক্ষেতে ধানে শীষ এসেছে। সে সব স্থানে ইঁদুর ধান গাছের গোড়া কেটে নষ্ট করে দিয়েছে।

বাঘাইছড়ি উপজেলায় ১ হাজার ৫৪৭ টি পাহাড়ের জমিতে জুমের আবাদ করা হয়েছে। এতে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ দশমিক ৭৮ টন চাল।

রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ বাঘাইছড়ি উপজেলায় একটি সভায় জুম ধান ক্ষেতে ইঁদুরের উপদ্রবের কথা বিস্তারিত তুলে ধরেন। জেলা প্রশাসক এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করবেন বলে আশ্বস্ত করেন।

রাঙামাটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ মনিরুজ্জামানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে এখনও অবগত নন বলে জানান।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

কৃষি ও পরিবেশ নিয়ে আরও পড়ুন

বরিশাল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের “বাকসু” নাম অনুমোদনের প্রতিবাদে বিএম কলেজের শিক্ষার্থীরা সংবাদ সম্মেলন করেছেন

৯ ঘণ্টা আগে

নীলফামারী জেলা তথ্য অফিসের উদ্যোগে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শীর্ষক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে, যা তারুণ্যভিত্তিক বাংলাদেশের গঠনকে কেন্দ্র করে আয়োজন করা হয়। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে নীলফামারী সরকারি কলেজ অডিটোরিয়ামে সভার আয়োজন করা হয়।

৯ ঘণ্টা আগে

পটুয়াখালীর কলাপাড়ায় আন্দোলনরত শিক্ষকদের অনুপস্থিতির কারণে মঙ্গলসুখ সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে তালা ভেঙে পরীক্ষা নেওয়া হয়েছে

১০ ঘণ্টা আগে

খাগড়াছড়ির মহালছড়িতে টাইফয়েড টিকা নিয়ে অভিভাবকদের অনীহা দূর করতে বিশেষ উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। দূর্গম এলাকা থেকে পড়তে আসা শিক্ষার্থীদের যৌথ খামার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টিকাদান টিম রেজিস্ট্রেশন করতে গেলে কিছু অভিভাবক কুসংস্কার ও ভুল ধারণার কারণে টিকা নিতে অস্বীকৃতি জানান

১০ ঘণ্টা আগে