বার্ন ইনস্টিটিউট থেকে লাফিয়ে পড়ে রোগীর আত্মহত্যা

প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক
Thumbnail image
ফাইল ছবি

রাজধানীতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ছাদ থেকে পড়ে চিকিৎসাধীন এক রোগীর মৃত্যু হয়েছে। আজ বুধবার ভোরের দিকে তার মরদেহ হাসপাতাল চত্বরে পড়ে থাকতে দেখা যায়। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, তিনি নিজেই বিছানা থেকে উঠে ১৬ তলার ছাদে গিয়ে লাফিয়ে আত্মহত্যা করেছেন।

ওই ব্যক্তির নাম পলাশ বিশ্বাস (৩২)। তিনি মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার শিবপুর গ্রামের জয়ন্ত কুমার বিশ্বাসের ছেলে। তিনি গাজীপুর টঙ্গী এলাকায় থাকতেন এবং সেখানে একটি ওয়াশিং প্লান্টে কাজ করতেন।

সিসিটিভি ফুটেজের বর্ণনা দিয়ে বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বলেন, ‘ওই রোগী গত ৬ মার্চ শ্বাসনালি দগ্ধ নিয়ে ইনস্টিটিউটে ভর্তি হন। এরপর থেকে আইসিইউতে ভর্তি ছিলেন। গত ১৭ মার্চ তাকে ছয়তলায় এইচডিইউতে দেওয়া হয়। বুধবার ভোরে তিনি একাই তিনতলার দিকে যান। এরপর জরুরি ভিত্তিতে বের (ইমারজেন্সি এক্সিট) হওয়ার দরজা দিয়ে বের হয়ে লিফটে ১৬ তলার ছাদে চলে যান। সেখান থেকে লাফিয়ে পড়লে ঘটনাস্থলেই মারা যান।’

হাসপাতালে নিহত পলাশ বিশ্বাসের ছোট ভাই অলোক বিশ্বাস বলেন, গত ৬ মার্চ ওয়াশিং প্লান্টে অগ্নিকাণ্ডের ঘটনায় তার ভাইয়ের শ্বাসনালি পুড়ে যায়। এরপর তাকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। পলাশ ছয় তলায় ৬০২ নম্বর ওয়ার্ডের ১৮ নম্বর বেডে ছিলেন।

এ বিষয়ে শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) আসাদুল ইসলাম বলেন, সকালে খবর পেয়ে বার্ন ইনস্টিটিউটে যাই। সেখানে গিয়ে জানতে পারি পলাশ বিশ্বাস নামে ওই রোগী ইনস্টিটিউটে ভর্তি ছিলেন। ভোরে ইনস্টিটিউটের ১৬ তলার ছাদ থেকে লাফিয়ে পড়ে ঘটনাস্থলে মারা যান। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছ।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

রাজধানী নিয়ে আরও পড়ুন

ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে, সেপ্টেম্বর বিকেলে জেলার প্রতিটি উপজেলায় বিক্ষোভ মিছিল, ৮ সেপ্টেম্বর হরতাল-অবরোধ ও নির্বাচন কমিশন কার্যালয় এবং জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান,৯ সেপ্টেম্বর বিক্ষোভ মিছিল, ১০ ও ১১ সেপ্টেম্বর টানা হরতাল

১৩ ঘণ্টা আগে

বরাদ্দ পাওয়া প্রতিটি এতিমের বিপরীতে আরও দ্বিগুণ সংখ্যক শিক্ষার্থী থাকার কথা। কিন্তু অনুসন্ধানে দেখা গেছে, নিবন্ধিত ৫০ জনের বেশি থাকার কথা থাকলেও নিয়মিত বসবাস করে মাত্র ৮ থেকে ১০ জন শিশু

১৩ ঘণ্টা আগে

বাগেরহাট পল্লি বিদ্যুতের কয়েকজন কর্মচারী জানান, কর্মচারীরা চার দফা দাবি নিয়ে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন। এর মধ্যে রয়েছে—আরইবি ও পল্লি বিদ্যুৎ সমিতির একীভূতকরণ বা অন্য বিতরণ সংস্থার মতো কোম্পানি গঠনের প্রজ্ঞাপন জারি, সব চুক্তিভিত্তিক কর্মীদের স্থায়ী করা, চাকরিচ্যুত ও বরখাস্তদের পুনর্বহাল

১৩ ঘণ্টা আগে

সম্প্রতি প্রকাশিত গেজেটে ৯নং ওয়ার্ডকে রংপুর-১ আসনে অন্তর্ভুক্ত করা হয়, যা স্থানীয় বাসিন্দারা অযৌক্তিক ও অগ্রহণযোগ্য দাবি করে এর প্রতিবাদ জানাচ্ছেন

১৪ ঘণ্টা আগে