পদোন্নতির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে বিসিএস হেলথ ফোরাম অবস্থান কর্মসূচি

প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক
আপডেট : ৩০ এপ্রিল ২০২৫, ২২: ২৪
Thumbnail image
ছবি: সংগৃহীত

পদোন্নতির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের চিকিৎসকরা। আজ বুধবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় পুরাতন হাইকোর্ট গেইটের সামনে বিসিএস হেলথ ফোরাম (বিএইচএফ) এই কর্মসূচির আয়োজন করে।

অবস্থান কর্মসূচি থেকে চিকিৎসকরা অতিদ্রুত তাদের পদোন্নতির দাবি জানান। একই সাথে অ্যাডহকে নিয়োগ পাওয়ার পর ক্যাডারভুক্ত হওয়া চিকিৎসকরা ষড়যন্ত্র করছেন বলে অভিযোগ জানিয়ে তার প্রতিবাদ করেন তারা।

প্রতিবাদী অবস্থান ও বিক্ষোভে উপস্থিত ছিলেন ফোরামের সভাপতি অধ্যাপক ডা: মো: মোস্তাফিজুর রহমান এবং সাধারণ সম্পাদক ডা: মোহাম্মদ জাহাঙ্গীর উল আলম সোহেল। আজ সকাল সাড়ে ১০টায় স্বাস্থ্য ক্যাডার এর কর্মকর্তারা হাইকোর্ট মাজার গেটে অবস্থান নিয়ে ব্যানার, ফেস্টুন ও হ্যান্ডমাইক নিয়ে প্রতিবাদী অবস্থান ও বক্তব্য শুরু করেন।

ফোরামের সভাপতি অধ্যাপক ডা: মো: মোস্তাফিজুর রহমান তার বক্তব্যে অত্যন্ত জোরালোভাবে উল্লেখ করেন যে,

ফ্যাসিবাদের সময় আমাদের সকল যোগ্যতা থাকা সত্ত্বেও বারবার আমাদের পদোন্নতি বঞ্চিত করা হয়েছে আমরা আপনাদের ক্ষেত্রে তা চাই না। আমরা চাই আইনের শাসন  প্রতিষ্ঠিত হোক, আপনারা আইনের মধ্যে যদি কিছু পান আমাদের আপত্তি নাই কিন্তু আপনাদের নিয়োগতো এডহক বিধিমালা ১৯৯৪ অনুযায়ী  অবৈধ, এডহকদের যাবতীয় অর্থনৈতিক সুবিধা ও পদোন্নতি অবৈধ। সুতরাং যাদের নিয়োগ - পদোন্নতি অবৈধ ও রাজনৈতিক বিবেচনায় তারা কোনভাবেই স্বাস্থ্য ক্যাডারের চিকিৎসকদের পদোন্নতি ঠেকাতে কোন ধরণের কোন দু:সাহস দেখাবেন না। আপনাদের যেকোনো ধরনের অবৈধ তৎপরতা আমরা আইনগত ও রাজনৈতিকভাবে মোকাবেলা করবো ইনশাআল্লাহ ।

বক্তারা দাবী করেন যে, স্বাস্থ্য ক্যাডার এর কর্মকর্তারা দীর্ঘদিন থেকে পদোন্নতি বঞ্চিত। অনেকের চাকুরী জীবনের প্রায় ১৫ বছর অতিবাহিত হওয়ার পরও এমনকি উচ্চতর ডিগ্রী, সিনিয়র স্কেল পাস, চাকুরী স্থায়ী হওয়াসহ পদোন্নতির সকল শর্ত পূরণ হওয়ার পরেও কর্মকর্তারা পদোন্নতি বঞ্চিত রয়েছেন।

ফোরামের সাধারণ সম্পাদক ডা: মোহাম্মদ জাহাঙ্গীর উল আলম সোহেল বক্তব্যে উল্লেখ করেন যে,

বিসিএস গাইনী ২১ ব্যাচের অনেক কর্মকর্তা ২২ বছর চাকুরীকাল অতিক্রম হওয়ার পর ও সকল ধরণের যোগ্যতার শর্ত পূরণ হওয়ার স্বত্ত্বেও সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পান নাই। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, স্বাস্থ্য উপদেষ্টা ও বিশেষ সহকারীর প্রত্যক্ষ সহযোগিতায় সুপারনিউমারি পদোন্নতিসহ স্বাভাবিক পদোন্নতির জট খুলতে শুরু করেছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

রাজধানী নিয়ে আরও পড়ুন

ঈদুল আযহাকে সামনে রেখে কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভার অস্থায়ী গরু বাজারের দরপত্র ক্রেতাদের মধ্যে পারস্পরিক যোগাযোগের মাধ্যমে কারসাজির অভিযোগে দরপত্র বাতিল করে পুনঃ দরপত্র আহ্বান করা হয়েছে।

১৫ ঘণ্টা আগে

খুলনা মেট্রোপলিটন পুলিশ নগরীকে মাদকমুক্ত করতে তৎপরতা অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় লবণচরা থানা পুলিশ গতকাল বুধবার রাতে সাচিবুনিয়া বিশ্বরোড মোড় এলাকায় তল্লাশি চালিয়ে মাদক কারবারি আলেয়া (৬০), রুহুল আমিন(৩০), ও আনোয়ার হোসেন সোহাগকে (৩৫) গ্রেফতার করে।

১৫ ঘণ্টা আগে

সাংবাদিকদের স্বাধীন ও নিরপেক্ষভাবে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম। বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত ‘গণমাধ্যমের অপ-সাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন’ শীর্ষক সাতক্ষীরা সার্কিট হাউজের সম্মেলন কক্ষে বৃহস্পতিব

১৫ ঘণ্টা আগে

বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ) নির্বাচনকে কেন্দ্র করে মানিকগঞ্জে এক প্রার্থীকে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। অভিযোগকারী মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স মো. জামাল উদ্দিন।

১৫ ঘণ্টা আগে