অনলাইন ডেস্ক
রাজধানীর সেতু ভবন থেকে এয়ারপোর্ট পর্যন্ত বন্ধ রয়েছে রাস্তা। এতে থেমে গেছে ওই এলাকার যান চলাচল। রোববার (১৩ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে এ চিত্র দেখা যায়। অনেকেই হেঁটে রওনা দিচ্ছেন। সিএনজি অটোরিকশা চালকদের ধর্মঘটের কারণে মূলত যান চলাচল বন্ধ রয়েছে।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাসেল সারওয়ার বলেন, সকাল থেকেই রাস্তা অবরোধ করে রেখেছেন সিএনজি চালকরা। তারা সেতু ভবনের সামনে অবস্থান নিয়েছেন। এতে এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। তারা সকাল থেকেই মাঠে রয়েছেন, জনদুর্ভোগ কমাতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
এর আগে দুপুর ১২টার দিকে চালকরা বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ(বিআরটিএ) ভবনের সামনে সড়কে অবস্থান নেন।
অবরোধকারীরা জানান, তারা সিএনজিচালকদের নির্দিষ্ট রুট নির্ধারণের দাবি জানিয়ে এই কর্মসূচিতে নেমেছেন। এর আগেও একাধিকবার বিআরটিএর কাছে দাবি জানানো হয়েছে, কিন্তু কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।
বিক্ষোভে অংশ নেওয়া চালকদের অনেকেই কাফনের কাপড় পরে আন্দোলনে যোগ দিয়েছেন। চালকদের ঘোষণা, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
আন্দোলনকারীরা জানান, ঢাকা মহানগরে সিএনজি অটোরিকশা চালানোর অনুমতি না দেওয়া পর্যন্ত রাস্তা ছাড়বেন না। তাদের সঙ্গে এখন পর্যন্ত বিআরটিএ-এর কোনো কর্মকর্তা যোগাযোগ করেননি বলেও জানান।
রাজধানীর সেতু ভবন থেকে এয়ারপোর্ট পর্যন্ত বন্ধ রয়েছে রাস্তা। এতে থেমে গেছে ওই এলাকার যান চলাচল। রোববার (১৩ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে এ চিত্র দেখা যায়। অনেকেই হেঁটে রওনা দিচ্ছেন। সিএনজি অটোরিকশা চালকদের ধর্মঘটের কারণে মূলত যান চলাচল বন্ধ রয়েছে।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাসেল সারওয়ার বলেন, সকাল থেকেই রাস্তা অবরোধ করে রেখেছেন সিএনজি চালকরা। তারা সেতু ভবনের সামনে অবস্থান নিয়েছেন। এতে এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। তারা সকাল থেকেই মাঠে রয়েছেন, জনদুর্ভোগ কমাতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
এর আগে দুপুর ১২টার দিকে চালকরা বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ(বিআরটিএ) ভবনের সামনে সড়কে অবস্থান নেন।
অবরোধকারীরা জানান, তারা সিএনজিচালকদের নির্দিষ্ট রুট নির্ধারণের দাবি জানিয়ে এই কর্মসূচিতে নেমেছেন। এর আগেও একাধিকবার বিআরটিএর কাছে দাবি জানানো হয়েছে, কিন্তু কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।
বিক্ষোভে অংশ নেওয়া চালকদের অনেকেই কাফনের কাপড় পরে আন্দোলনে যোগ দিয়েছেন। চালকদের ঘোষণা, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
আন্দোলনকারীরা জানান, ঢাকা মহানগরে সিএনজি অটোরিকশা চালানোর অনুমতি না দেওয়া পর্যন্ত রাস্তা ছাড়বেন না। তাদের সঙ্গে এখন পর্যন্ত বিআরটিএ-এর কোনো কর্মকর্তা যোগাযোগ করেননি বলেও জানান।
বিশেষ করে এই বর্ষায় এই রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। ফলে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে এই সড়ক ব্যবহারকারী জনসাধারণের।স্থানীয়দের অভিযোগ, রহস্যজনক কারণে ঠিকাদার কাজ শেষ করছেন না।
৪ ঘণ্টা আগেরোববার দিনভর জেলার মাদরা, কালিয়ানী, হিজলদী, চান্দুরিয়া, কাকডাঙ্গা, তলুইগাছা, সুলতানপুর, পদ্মশাখরা এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব মালামাল আটক করা হয় । এ তথ্য জানান সাতক্ষীরা -৩৩ ব্যাটেলিয়ান বিজিবি অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক ।
৫ ঘণ্টা আগেপঞ্চগড় সদর উপজেলার বলেয়াপাড়া গ্রামে অভিযান চালানোর নামে চাঁদা দাবির অভিযোগে এক পুলিশ সদস্যসহ এক ভুয়া পুলিশ সদস্যকে আটক করেছে স্থানীয় জনতা। পরে পুলিশ ও সেনাবাহিনীর সহায়তায় তাঁদের থানায় হস্তান্তর করা হয়।
৭ ঘণ্টা আগেবিশেষ করে এই বর্ষায় এই রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। ফলে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে এই সড়ক ব্যবহারকারী জনসাধারণের।স্থানীয়দের অভিযোগ, রহস্যজনক কারণে ঠিকাদার কাজ শেষ করছেন না।
রোববার দিনভর জেলার মাদরা, কালিয়ানী, হিজলদী, চান্দুরিয়া, কাকডাঙ্গা, তলুইগাছা, সুলতানপুর, পদ্মশাখরা এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব মালামাল আটক করা হয় । এ তথ্য জানান সাতক্ষীরা -৩৩ ব্যাটেলিয়ান বিজিবি অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক ।
পঞ্চগড় সদর উপজেলার বলেয়াপাড়া গ্রামে অভিযান চালানোর নামে চাঁদা দাবির অভিযোগে এক পুলিশ সদস্যসহ এক ভুয়া পুলিশ সদস্যকে আটক করেছে স্থানীয় জনতা। পরে পুলিশ ও সেনাবাহিনীর সহায়তায় তাঁদের থানায় হস্তান্তর করা হয়।