নিজস্ব প্রতিবেদক
রাজধানী বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ২৪ বছর বয়সী শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় আট জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলায় আরও ২০-৩০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে। নিহতের চাচাতো ভাই হুমায়ুন কবির রোববার বনানী থানায় এ মামলা দায়ের করেছেন বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার।
এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট কোনো আসামিকে গ্রেপ্তার করা হয়নি। তবে, পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, সন্দেহভাজনদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
জাহিদুল ইসলাম ছিলেন প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। ময়মনসিংহের ভালুকা উপজেলার বাসিন্দা এই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে গতকাল বিকেল ৪টার দিকে নাস্তা করতে গেলে হঠাৎ কয়েকজন ছাত্র তার উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়।
প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি জানান, হামলাকারীরা এক দল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ছিল যারা জাহিদুলকে প্রকাশ্যে ছুরিকাঘাত করে।
এদিকে, বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থী আল মামুন অপু জানিয়েছেন, ঘটনার দিন সকাল ১০টায় জাহিদুলসহ কয়েকজন ছাত্র ক্যাম্পাসে আড্ডা দিচ্ছিলেন। সে সময় আরেক দল শিক্ষার্থী তাদের বিরুদ্ধে অভিযোগ তোলে যে, তারা নাকি কিছু নারী শিক্ষার্থীকে উদ্দেশ্য করে হাসাহাসি করছিলেন। এর ফলস্বরূপ, দু’পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। তবে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টির সুরাহা করতে হস্তক্ষেপ করে।
কিন্তু এর কয়েক ঘণ্টা পরেই জাহিদুলকে হত্যার শিকার হতে হয়।
নিহতের চাচাতো ভাই হুমায়ুন কবির জানান, আমার ভাই ছিল খুব শান্ত স্বভাবের। কখনও কোনো ঝগড়া বা বিবাদে জড়াত না। আমরা বুঝতেই পারছি না কেন তাকে হত্যা করা হলো। আমরা তার হত্যার বিচার চাই।
এদিকে, ছাত্রদল এক সংবাদ সম্মেলনে দাবি করেছে, জাহিদুল তাদের সংগঠনের কর্মী ছিলেন এবং হত্যার বিচার দাবি করেছে।
রাজধানী বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ২৪ বছর বয়সী শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় আট জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলায় আরও ২০-৩০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে। নিহতের চাচাতো ভাই হুমায়ুন কবির রোববার বনানী থানায় এ মামলা দায়ের করেছেন বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার।
এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট কোনো আসামিকে গ্রেপ্তার করা হয়নি। তবে, পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, সন্দেহভাজনদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
জাহিদুল ইসলাম ছিলেন প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। ময়মনসিংহের ভালুকা উপজেলার বাসিন্দা এই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে গতকাল বিকেল ৪টার দিকে নাস্তা করতে গেলে হঠাৎ কয়েকজন ছাত্র তার উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়।
প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি জানান, হামলাকারীরা এক দল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ছিল যারা জাহিদুলকে প্রকাশ্যে ছুরিকাঘাত করে।
এদিকে, বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থী আল মামুন অপু জানিয়েছেন, ঘটনার দিন সকাল ১০টায় জাহিদুলসহ কয়েকজন ছাত্র ক্যাম্পাসে আড্ডা দিচ্ছিলেন। সে সময় আরেক দল শিক্ষার্থী তাদের বিরুদ্ধে অভিযোগ তোলে যে, তারা নাকি কিছু নারী শিক্ষার্থীকে উদ্দেশ্য করে হাসাহাসি করছিলেন। এর ফলস্বরূপ, দু’পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। তবে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টির সুরাহা করতে হস্তক্ষেপ করে।
কিন্তু এর কয়েক ঘণ্টা পরেই জাহিদুলকে হত্যার শিকার হতে হয়।
নিহতের চাচাতো ভাই হুমায়ুন কবির জানান, আমার ভাই ছিল খুব শান্ত স্বভাবের। কখনও কোনো ঝগড়া বা বিবাদে জড়াত না। আমরা বুঝতেই পারছি না কেন তাকে হত্যা করা হলো। আমরা তার হত্যার বিচার চাই।
এদিকে, ছাত্রদল এক সংবাদ সম্মেলনে দাবি করেছে, জাহিদুল তাদের সংগঠনের কর্মী ছিলেন এবং হত্যার বিচার দাবি করেছে।
ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে, সেপ্টেম্বর বিকেলে জেলার প্রতিটি উপজেলায় বিক্ষোভ মিছিল, ৮ সেপ্টেম্বর হরতাল-অবরোধ ও নির্বাচন কমিশন কার্যালয় এবং জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান,৯ সেপ্টেম্বর বিক্ষোভ মিছিল, ১০ ও ১১ সেপ্টেম্বর টানা হরতাল
৯ ঘণ্টা আগেবরাদ্দ পাওয়া প্রতিটি এতিমের বিপরীতে আরও দ্বিগুণ সংখ্যক শিক্ষার্থী থাকার কথা। কিন্তু অনুসন্ধানে দেখা গেছে, নিবন্ধিত ৫০ জনের বেশি থাকার কথা থাকলেও নিয়মিত বসবাস করে মাত্র ৮ থেকে ১০ জন শিশু
৯ ঘণ্টা আগেবাগেরহাট পল্লি বিদ্যুতের কয়েকজন কর্মচারী জানান, কর্মচারীরা চার দফা দাবি নিয়ে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন। এর মধ্যে রয়েছে—আরইবি ও পল্লি বিদ্যুৎ সমিতির একীভূতকরণ বা অন্য বিতরণ সংস্থার মতো কোম্পানি গঠনের প্রজ্ঞাপন জারি, সব চুক্তিভিত্তিক কর্মীদের স্থায়ী করা, চাকরিচ্যুত ও বরখাস্তদের পুনর্বহাল
৯ ঘণ্টা আগেসম্প্রতি প্রকাশিত গেজেটে ৯নং ওয়ার্ডকে রংপুর-১ আসনে অন্তর্ভুক্ত করা হয়, যা স্থানীয় বাসিন্দারা অযৌক্তিক ও অগ্রহণযোগ্য দাবি করে এর প্রতিবাদ জানাচ্ছেন
১০ ঘণ্টা আগেঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে, সেপ্টেম্বর বিকেলে জেলার প্রতিটি উপজেলায় বিক্ষোভ মিছিল, ৮ সেপ্টেম্বর হরতাল-অবরোধ ও নির্বাচন কমিশন কার্যালয় এবং জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান,৯ সেপ্টেম্বর বিক্ষোভ মিছিল, ১০ ও ১১ সেপ্টেম্বর টানা হরতাল
বরাদ্দ পাওয়া প্রতিটি এতিমের বিপরীতে আরও দ্বিগুণ সংখ্যক শিক্ষার্থী থাকার কথা। কিন্তু অনুসন্ধানে দেখা গেছে, নিবন্ধিত ৫০ জনের বেশি থাকার কথা থাকলেও নিয়মিত বসবাস করে মাত্র ৮ থেকে ১০ জন শিশু
বাগেরহাট পল্লি বিদ্যুতের কয়েকজন কর্মচারী জানান, কর্মচারীরা চার দফা দাবি নিয়ে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন। এর মধ্যে রয়েছে—আরইবি ও পল্লি বিদ্যুৎ সমিতির একীভূতকরণ বা অন্য বিতরণ সংস্থার মতো কোম্পানি গঠনের প্রজ্ঞাপন জারি, সব চুক্তিভিত্তিক কর্মীদের স্থায়ী করা, চাকরিচ্যুত ও বরখাস্তদের পুনর্বহাল
সম্প্রতি প্রকাশিত গেজেটে ৯নং ওয়ার্ডকে রংপুর-১ আসনে অন্তর্ভুক্ত করা হয়, যা স্থানীয় বাসিন্দারা অযৌক্তিক ও অগ্রহণযোগ্য দাবি করে এর প্রতিবাদ জানাচ্ছেন