নিজস্ব প্রতিবেদক

রাজধানীর উত্তরায় র্যাব সদস্য পরিচয়ে মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান ‘নগদ’-এর পরিবেশকের ১ কোটি ৮ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার সকাল ৯টার দিকে উত্তরা ১৩ নম্বর সেক্টরের ১২ নম্বর সড়কে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।
সিসিটিভি ফুটেজ অনুযায়ী, ভুক্তভোগী ব্যক্তি মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। ঠিক সেই সময় একটি কালো রঙের মাইক্রোবাস এসে তার গতিরোধ করে। মাইক্রোবাস থেকে র্যাবের পোশাক পরিহিত কয়েকজন ব্যক্তি বেরিয়ে এসে তাকে ধরার চেষ্টা করেন। ভুক্তভোগী পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তারা তাকে ধাওয়া করেন এবং একপর্যায়ে ধরে ফেলেন। এরপর জোরপূর্বক তাকে মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়া হয়।
ভুক্তভোগী জানান, ব্যাংকে টাকা জমা দিতে যাওয়ার পথে একটি কালো মাইক্রোবাসে করে আসা একদল ব্যক্তি নিজেদের র্যাব সদস্য পরিচয় দিয়ে তার পথরোধ করে। পরে টাকাভর্তি ব্যাগসহ তাদের গাড়িতে তুলে নেয়। এরপর ব্যাগটি ছিনিয়ে নিয়ে তাকে উত্তরার ১৭ নম্বর সেক্টরে ফেলে রেখে চলে যায়।
আইনশৃঙ্খলা বাহিনী জানায়, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। প্রকৃত ঘটনার অনুসন্ধানে কাজ চলছে।
নগদ-এর সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নিয়ম অনুযায়ী প্রতিদিনের কালেকশন নির্ধারিত ব্যাংকে জমা দিতে প্রতিনিধি রওনা দিয়েছিল। এ সময় অস্ত্রের মুখে জিম্মি করে গাড়ীতে তুলে নগদ টাকা ছিনিয়ে নেয়।
ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) মহিদুল ইসলাম জানান, ভুক্তভোগীরা জানিয়েছেন, তারা ‘নগদ’-এর পরিবেশক এবং ঘটনার সময় কর্মীরা মালিকের বাসা থেকে ১ কোটি ৮ লাখ টাকা নিয়ে অফিসে যাচ্ছিলেন। পথে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। বিষয়টি তদন্তে কাজ করছে পুলিশ।
ঘটনার পরপরই উত্তরা পশ্চিম থানা পুলিশ চার প্রতিনিধিকে হেফাজতে নিয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ শুরু করেছে। পুলিশ জানায়, ওই বিপুল পরিমাণ অর্থ সকালবেলা বহন করা হচ্ছিল কেন, এবং নগদ পরিবেশক নয়নের বাসায় এত টাকা কেন রাখা হয়েছিল এসব প্রশ্নের উত্তর জানার চেষ্টা করছে তদন্তকারী কর্মকর্তা।
এদিকে, র্যাব-১-এর কার্যালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এ বিষয়ে বলেন, ‘যদি কেউ র্যাব সদস্য হয়ে থাকে, তাহলেও তারা ছাড়া পাবে না। আবার কেউ র্যাব-পুলিশের পোশাক পরে অপকর্ম করলেও তারাও রেহাই পাবে না।’

রাজধানীর উত্তরায় র্যাব সদস্য পরিচয়ে মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান ‘নগদ’-এর পরিবেশকের ১ কোটি ৮ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার সকাল ৯টার দিকে উত্তরা ১৩ নম্বর সেক্টরের ১২ নম্বর সড়কে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।
সিসিটিভি ফুটেজ অনুযায়ী, ভুক্তভোগী ব্যক্তি মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। ঠিক সেই সময় একটি কালো রঙের মাইক্রোবাস এসে তার গতিরোধ করে। মাইক্রোবাস থেকে র্যাবের পোশাক পরিহিত কয়েকজন ব্যক্তি বেরিয়ে এসে তাকে ধরার চেষ্টা করেন। ভুক্তভোগী পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তারা তাকে ধাওয়া করেন এবং একপর্যায়ে ধরে ফেলেন। এরপর জোরপূর্বক তাকে মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়া হয়।
ভুক্তভোগী জানান, ব্যাংকে টাকা জমা দিতে যাওয়ার পথে একটি কালো মাইক্রোবাসে করে আসা একদল ব্যক্তি নিজেদের র্যাব সদস্য পরিচয় দিয়ে তার পথরোধ করে। পরে টাকাভর্তি ব্যাগসহ তাদের গাড়িতে তুলে নেয়। এরপর ব্যাগটি ছিনিয়ে নিয়ে তাকে উত্তরার ১৭ নম্বর সেক্টরে ফেলে রেখে চলে যায়।
আইনশৃঙ্খলা বাহিনী জানায়, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। প্রকৃত ঘটনার অনুসন্ধানে কাজ চলছে।
নগদ-এর সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নিয়ম অনুযায়ী প্রতিদিনের কালেকশন নির্ধারিত ব্যাংকে জমা দিতে প্রতিনিধি রওনা দিয়েছিল। এ সময় অস্ত্রের মুখে জিম্মি করে গাড়ীতে তুলে নগদ টাকা ছিনিয়ে নেয়।
ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) মহিদুল ইসলাম জানান, ভুক্তভোগীরা জানিয়েছেন, তারা ‘নগদ’-এর পরিবেশক এবং ঘটনার সময় কর্মীরা মালিকের বাসা থেকে ১ কোটি ৮ লাখ টাকা নিয়ে অফিসে যাচ্ছিলেন। পথে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। বিষয়টি তদন্তে কাজ করছে পুলিশ।
ঘটনার পরপরই উত্তরা পশ্চিম থানা পুলিশ চার প্রতিনিধিকে হেফাজতে নিয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ শুরু করেছে। পুলিশ জানায়, ওই বিপুল পরিমাণ অর্থ সকালবেলা বহন করা হচ্ছিল কেন, এবং নগদ পরিবেশক নয়নের বাসায় এত টাকা কেন রাখা হয়েছিল এসব প্রশ্নের উত্তর জানার চেষ্টা করছে তদন্তকারী কর্মকর্তা।
এদিকে, র্যাব-১-এর কার্যালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এ বিষয়ে বলেন, ‘যদি কেউ র্যাব সদস্য হয়ে থাকে, তাহলেও তারা ছাড়া পাবে না। আবার কেউ র্যাব-পুলিশের পোশাক পরে অপকর্ম করলেও তারাও রেহাই পাবে না।’

রাসেল নামে এক যুবকের নামসহ অজ্ঞাত একজনকে আসামি করে মামলা করা হয়েছে। এতে মাজহারুল ইসলামের বাবা মিজানুর রহমান বাদী হয়ে মামলাটি করেন। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে
৯ ঘণ্টা আগে
এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ৭০ হাজার ৫১৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ২৭৮ জনের
৯ ঘণ্টা আগে
বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করে বৈষম্যের শিকার হওয়ার অভিযোগ এনে শাহবাগে কর্মসূচি পালন করছিলেন
১০ ঘণ্টা আগে
‘সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়’ এই প্রতিপাদ্যকে নিয়ে নীলফামারীতে শনিবার পালিত হলো জাতীয় সমবায় দিবস
১০ ঘণ্টা আগেরাসেল নামে এক যুবকের নামসহ অজ্ঞাত একজনকে আসামি করে মামলা করা হয়েছে। এতে মাজহারুল ইসলামের বাবা মিজানুর রহমান বাদী হয়ে মামলাটি করেন। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে
এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ৭০ হাজার ৫১৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ২৭৮ জনের
বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করে বৈষম্যের শিকার হওয়ার অভিযোগ এনে শাহবাগে কর্মসূচি পালন করছিলেন
‘সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়’ এই প্রতিপাদ্যকে নিয়ে নীলফামারীতে শনিবার পালিত হলো জাতীয় সমবায় দিবস