নিকোটিন পাউচ উৎপাদনের অনুমতির প্রতিবাদে স্টেট ইউনিভার্সিটিতে সেমিনার

প্রতিনিধি
নিখাদ খবর ডেস্ক
Thumbnail image
ছবি: প্রতিনিধি

নিকোটিন পাউচ উৎপাদনে অনুমতি দেওয়ার প্রতিবাদে স্টেট ইউনিভার্সিটিতে বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ১১ পায় ইউনিভার্সিটির সেমিনার কক্ষে “নিকোটিন পাউচ: তামাক ব্যবহারের এক নতুন রূপ - একটি গুরুতর জনস্বাস্থ্য সংকট” শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, স্টপ টোব্যাকো বাংলাদেশ এর টেকনিকাল এডভাইজার, ভাইটাল স্ট্রাটেজিএস এন্ড মডারেটর আমিনুল ইসলাম সুজন । এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক ও শিক্ষার্থীরা এবং পার্শ্ববর্তী এলাকার জনসাধারণসহ স্টেট কলেজ অফ হেলথ সাইন্সেস এর বিভিন্ন বিভাগের শিক্ষকমন্ডলী ও ছাত্র ছাত্রীরাও ।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়য়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ আক্তার হোসেন খান এবং বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ডাঃ নওজিয়া ইয়াসমিন এবং স্টেট কলেজ অব হেলথ সায়েন্স-এর অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডাঃ মোহাম্মদ আফজালুর রহমান ।

আমিনুল ইসলাম সুজন বাংলাদেশে তামাক ব্যবহারের নতুন হুমকি হিসেবে নিকোটিন পাউচের আবির্ভাব এবং এর ভয়াবহতার চিত্র তুলে ধরেন। তিনি বলেন, “ফিলিপ মরিসের মতো বহুজাতিক তামাক কোম্পানিকে বাংলাদেশে এই আসক্তিমূলক পণ্য উৎপাদনের অনুমতি দেওয়া আমাদের জনস্বাস্থ্যের জন্য একটি মারাত্মক হুমকি।”

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মোঃ আক্তার হোসেন খান তামাকমুক্ত বাংলাদেশ গড়ার আন্দোলনে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি শিক্ষার্থীদের এই নতুন তামাকপণ্যের বিরুদ্ধে সামাজিক সচেতনতা তৈরিতে এবং নীতি নির্ধারকদের কাছে সম্মিলিত প্রতিবাদ পৌঁছে দিতে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য প্রফেসর ডাঃ নওজিয়া ইয়াসমিন শিক্ষার্থীদেরকে দেশের জনস্বাস্থ্য সুরক্ষায় ‘চেঞ্জ মেকার’ হিসেবে ভূমিকা রাখার পরামর্শ দেন। সম্মানিত অতিথি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডাঃ মোহাম্মদ আফজালুর রহমান স্বাস্থ্যখাতে এই ধরনের নতুন চ্যালেঞ্জ মোকাবেলায় সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।

স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের পাবলিক হেলথ ডিপার্টমেন্টের আয়োজনে অনুষ্ঠিত এ সেমিনারে সভাপতিত্ব করেন পাবলিক হেলথ ডিপার্টমেন্টের চেয়ারম্যান অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ার হোসেন। তিনি বলেন, “জনস্বাস্থ্য বান্ধব বিশ্ববিদ্যালয় হিসেবে এই ধরনের জনস্বার্থ বিরোধী পদক্ষেপের বিরুদ্ধে আমরা সর্বদা সোচ্চার থাকবো।” তিনি সেমিনারে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জার্নালিজম, কমিউনিকেশন এন্ড মিডিয়া স্টাডিস ডিপার্টমেন্টের লেকচারার তাসফিয়া নাহিয়ান হাফিজ এবং সমন্বয় করেন পাবলিক হেলথ ডিপার্টমেন্টের লেকচারার ও কো-অর্ডিনেটর মোঃ আল্লামা ফয়সাল।

সেমিনার শেষে নিকোটিন পাউচের উৎপাদন ও বিপণনের অনুমোদনের প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা একটি মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

রাজধানী নিয়ে আরও পড়ুন

রাজধানীর শাহবাগ চত্বর অবরোধ করে ইনকিলাব মঞ্চের নেতা-কর্মী ও শিক্ষার্থীরা শহীদ শরীফ ওসমান হাদির হত্যার ন্যায়বিচারের দাবি জানাচ্ছেন।

৩ মিনিট আগে

কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্স খোলা হলে এবার ৩৫ বস্তা টাকা পাওয়া গেছে, যার গণনা এখন চলছে। শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ৭টায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: এরশাদুল আহমেদের তত্ত্বাবধানে জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা ও পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন উপস্থিত ছিলেন।

৪২ মিনিট আগে

কক্সবাজারের নুনিয়াছড়া এলাকায় বিআইডব্লিউটিএ ঘাটের কাছে বাঁকখালী নদীতে সেন্টমার্টিনগামী একটি পর্যটকবাহী জাহাজে আগুন লাগার ঘটনা ঘটেছে। ‘দ্যা আটলান্টিক ক্রুজ’ নামের জাহাজটিতে শনিবার (২৭ ডিসেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে হঠাৎ ধোঁয়া বের হতে দেখে স্থানীয়রা বিষয়টি লক্ষ্য করেন।

২ ঘণ্টা আগে

বান্দরবানজুড়ে সন্ধ্যার দিকে হালকা ভূকম্পন অনুভূত হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটে রিখটার স্কেলে ৩ দশমিক ৯ মাত্রার এই ভূমিকম্পটি রেকর্ড করা হয়।

২ ঘণ্টা আগে