রাজধানীতে কাউন্টারভিত্তিক বাস চলাচল শুরু

প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

আগামী কয়েকদিনের মধ্যে ঢাকা মহানগরীতে শুরু হচ্ছে পুরোপুরি কাউন্টারভিত্তিক টিকেটিং পদ্ধতিতে বাস চলাচল। এরই প্রথম পর্ব হিসেবে আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১২টায় রাজধানীর উত্তরার আজমপুর কাঁচাবাজার সংলগ্ন বাসস্ট্যান্ড থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। গাজীপুর, আব্দুল্লাহপুর, উত্তরা হয়ে ঢাকা শহরের বিভিন্ন রুটে চলাচলকারী ২১টি কোম্পানির এসব বাস একক পরিচালনায় চলবে।

ঢাকার বিভিন্ন গন্তব্যে প্রায় ২,৬১০টি বাস চলাচল করবে। এসব বাসে টিকিট ছাড়া কেউ উঠতে পারবেন না। যত্রতত্র বাসে ওঠানামাও করা যাবে না। এসব বাসের রং নির্ধারণ করা হয়েছে গোলাপি। বাসে ভ্রমণ করতে চাইলে যাত্রীদের নির্দিষ্ট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে হবে।

এই পদ্ধতিতে কোন মালিক চালককে দিন চুক্তিতে বাস দিতে পারবে না। চালক এবং হেলপারের বেতন মালিককেই বহন করতে হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, ‘আমাদের বাসগুলো গরু-মহিষের মতো একটা আরেকটার পেছনে ধাক্কাধাক্কি করে। এটি বন্ধ করতে হবে। ডিএমপি থেকে সব ধরনের সহায়তা করা হবে। আমরাও চাই সড়কের শৃঙ্খলা ফিরে আসুক।’

তিনি জানান, পর্যায়ক্রমে প্রত্যেকটি বাসকেই এই পদ্ধতিতে আসতে হবে। শেখ মো. সাজ্জাত আলী বলেন, 'লাভ লোকসান মেনেই মালিকদের রাস্তায় গাড়ি চালাতে হবে।'

এই উদ্যোগকে আপাতত শ্রমিক নেতারা সাধুবাদ জানালেও চালক ও হেলপারের বেতন কত হবে তা এখনো নির্ধারণ হয়নি।

ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. সাইফুল আলম বলেন, ‘প্রথমে আমরা এটি চালু করলাম। সামনে আরও তিনটি রুটে এই ব্যবস্থা চালু করবো। এ ব্যবস্থার কারণে বাস ভাড়া বাড়বে না।’

বাস মালিকরা বলছেন, তাদের আয়ের ৪০ শতাংশ এই খাতে ব্যয় হবে। এই রুটে বর্তমানে প্রায় ২ হাজার ৬০০ বাস চলাচল করে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

রাজধানী নিয়ে আরও পড়ুন

কক্সবাজারের টেকনাফের নাফনদে নৌকা নিয়ে বড়শিতে মাছ ধরতে যাওয়া দুই জেলেকে গুলি করেছে আরাকান আর্মি। সোমবার দুপুরে টেকনাফ পৌরসভার জালিয়া পাড়া সংলগ্ন নাফনদে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা হলেন শাহপরীর দ্বীপ জালিয়া পাড়ার বাসিন্দা মোহাম্মদ হোসেন ও হেদায়েত উল্লাহ।

৯ মিনিট আগে

নোয়াখালী ভাসানচর থেকে তিনটি নৌকায় করে পালিয়ে আসা নারী, পুরুষ এবং শিশুসহ ৪০ জন রহিঙ্গাকে আটক করেছে পুলিশ। পরিত্যাক্ত একটি শিপ ইয়র্ডে অবস্থান করলে পুলিশ গত সোমবার দুপুর আড়াইটায় তাদেরকে আটক করেছে।

২১ মিনিট আগে

রংপুর ব্যুরো: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়াধীন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট (NIMC) এবং ইউএনডিপির সামাজিক নিরাপত্তা কর্মসূচী'র যৌথ উদ্যোগে রংপুরে দুই দিনব্যাপী Capacity Building Workshop on ‘Persons with Disability Inclusive Reporting for the Media Professionals’ বিষয়ক কর্মশালার উদ্বোধন করা হয়।

৩০ মিনিট আগে

সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে তরুণীকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণ মামলার আসামিদের দ্রুত বিচার ট্রাইব্যুনালে সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করেছে শিক্ষাথীরা। সোমবার দুপুরে এমসি কলেজের প্রধান ফটকের সামনে ‘সাধারণ শিক্ষার্থীদের’ ব্যানারে এ মানববন্ধন করা হয়।

৩৮ মিনিট আগে