নিজস্ব প্রতিবেদক
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করছেন সাধারণ মানুষ। আজ রোববার কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকীতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে কবির সমাধিসৌধে ভোর থেকেই ছুটে আসেন শহরের নানা প্রান্তের মানুষ। জাতীয় কবির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন কবির পরিবারের সদস্যরা, নানা সামাজিক সাংস্কৃতিক সংগঠন এবং ব্যক্তিবর্গ।
এ দিন সকাল ছয়টায় উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা এবং কর্মচারীরা অপরাজেয় বাংলার পাদদেশে সমবেত হন এবং শোভাযাত্রা সহকারে কবি’র সমাধিতে গমন, পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করেন।
বিএনপির পক্ষ থেকে সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ নেতাকর্মীরা।
শ্রদ্ধা জানিয়ে রুহুল কবির রিজভী বলেন, কবি কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্ম যুগ যুগ ধরে আমাদের উদ্বুদ্ধ করেছে, অনুপ্রাণিত করেছে। জুলাই আন্দোলন এবং বিগত ১৫ বছরের আন্দোলনে তার লেখনী আমাদের উদ্বুদ্ধ করেছে। শত আঘাতের মধ্যেও তিনি আমাদের প্রেরণার উৎস।
রিজভী বলেন, ‘শৃঙ্খলমুক্ত হওয়ার জন্য নজরুল আমাদের তাগিদ দিয়েছেন। জাতীয় ও ব্যক্তিগত জীবনের প্রতিটি পরতে পরতে তিনি আমাদের অঙ্গীকারবদ্ধ করেন, অনুপ্রাণিত করেন। সে কারণে আজও তিনি অত্যন্ত প্রাসঙ্গিক।’
সমসাময়িক রাজনীতি নিয়ে তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টা চলমান সংকটকে ঘনীভূত করার চেষ্টা করছেন। তারা নিজেদের দায়িত্ব বাদ দিয়ে অন্য কোনো এজেন্ডা বাস্তবায়নে কাজ করলে আমরা তার প্রতিবাদ করবই।’
রিজভী বলেন, ‘অন্তর্বর্তী সরকারের কাছে জনগণ নিরপেক্ষ আচরণ আশা করে। কোনো দলকে প্রতিষ্ঠিত করার দায়িত্ব তাদের না। এমনটি হলে জনগণ মানবে না।’
তিনি বলেন, ‘ফ্যাসিবাদের দোসররা এখনও ঘাপটি মেরে বসে আছে। তারা সুযোগ পেলেই আঘাত করবে। এ জন্য যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে নির্বাচন আয়োজন করা। নইলে স্বৈরাচারের দোসররা সুযোগ গ্রহণ করবে।’
জাতীয় কবির নাতনী খিলখিল কাজীসহ পরিবারের সদস্যরা। এ সময় তার সঙ্গে ছিলেন তার বোন মিষ্টি কাজী ও নজরুল ইনস্টিটিউটের সদস্যরা।
শ্রদ্ধা জানিয়ে খিলখিল কাজী বলেন, কাজী নজরুল ইসলাম যা দিয়ে গেছেন বাঙালি জাতিকে, তা অনস্বীকার্য। তিনি শিখিয়ে গেছেন সবসময় সত্যের পক্ষে থাকবো, অত্যাচারের বিরুদ্ধে কথা বলবো। এসবগুলো যদি আমরা পালন করতে পারি, ধারণ করতে পারি তা হবে আমাদের স্বার্থকতা।
খিলখিল কাজী আরও বলেন, তিনিই তো আমাদেরকে দিয়েছেন গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নেই। মানুষকে বড় করে দেখেছেন। সমাজের যত অত্যাচার অবিচারের বিরুদ্ধে তার লেখনী নিয়ে কাজ করেছেন। স্বদেশী আন্দোলনকারীরা তার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে পরাধীনতার শৃঙ্খল ভেঙেছেন।
শ্রদ্ধা জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদ খান বলেন, তার জীবন ও সাহিত্যকর্ম অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রাখার শিক্ষা দেয়। সর্বাবস্থায় সাম্য ও শান্তি বজায় রেখে নিজেদের মধ্যে ইস্পাত কঠিন ঐক্য ধরে রাখার শিক্ষাও আমরা নজরুলের সাহিত্যকর্ম থেকেই পাই।
শ্রদ্ধা জ্ঞাপনের পর সমাধির পাশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে কবি’র সমাধি প্রাঙ্গণে স্মরণসভায় অংশ নেন উপাচার্য।
স্মরণসভায় উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী বক্তব্য রাখেন।
বাংলা একাডেমির মহাপরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আজম ‘চব্বিশের গণ অভ্যুত্থান: কাজী নজরুলের উত্তরাধিকার’ শীর্ষক স্মারক বক্তৃতা প্রদান করেন। বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সিরাজুল ইসলাম (সিরাজ সালেকীন) অনুষ্ঠান সঞ্চালন করেন। সংগীত বিভাগের শিক্ষক-শিক্ষার্থীগণ অনুষ্ঠানে নজরুল সংগীত পরিবেশন করেন।
এ ছাড়াও কবির সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, প্রত্নতত্ত্ব অধিদপ্তর, গণগ্রন্থাগার অধিদপ্তর, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটসহ নানা সংগঠন।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করছেন সাধারণ মানুষ। আজ রোববার কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকীতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে কবির সমাধিসৌধে ভোর থেকেই ছুটে আসেন শহরের নানা প্রান্তের মানুষ। জাতীয় কবির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন কবির পরিবারের সদস্যরা, নানা সামাজিক সাংস্কৃতিক সংগঠন এবং ব্যক্তিবর্গ।
এ দিন সকাল ছয়টায় উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা এবং কর্মচারীরা অপরাজেয় বাংলার পাদদেশে সমবেত হন এবং শোভাযাত্রা সহকারে কবি’র সমাধিতে গমন, পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করেন।
বিএনপির পক্ষ থেকে সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ নেতাকর্মীরা।
শ্রদ্ধা জানিয়ে রুহুল কবির রিজভী বলেন, কবি কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্ম যুগ যুগ ধরে আমাদের উদ্বুদ্ধ করেছে, অনুপ্রাণিত করেছে। জুলাই আন্দোলন এবং বিগত ১৫ বছরের আন্দোলনে তার লেখনী আমাদের উদ্বুদ্ধ করেছে। শত আঘাতের মধ্যেও তিনি আমাদের প্রেরণার উৎস।
রিজভী বলেন, ‘শৃঙ্খলমুক্ত হওয়ার জন্য নজরুল আমাদের তাগিদ দিয়েছেন। জাতীয় ও ব্যক্তিগত জীবনের প্রতিটি পরতে পরতে তিনি আমাদের অঙ্গীকারবদ্ধ করেন, অনুপ্রাণিত করেন। সে কারণে আজও তিনি অত্যন্ত প্রাসঙ্গিক।’
সমসাময়িক রাজনীতি নিয়ে তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টা চলমান সংকটকে ঘনীভূত করার চেষ্টা করছেন। তারা নিজেদের দায়িত্ব বাদ দিয়ে অন্য কোনো এজেন্ডা বাস্তবায়নে কাজ করলে আমরা তার প্রতিবাদ করবই।’
রিজভী বলেন, ‘অন্তর্বর্তী সরকারের কাছে জনগণ নিরপেক্ষ আচরণ আশা করে। কোনো দলকে প্রতিষ্ঠিত করার দায়িত্ব তাদের না। এমনটি হলে জনগণ মানবে না।’
তিনি বলেন, ‘ফ্যাসিবাদের দোসররা এখনও ঘাপটি মেরে বসে আছে। তারা সুযোগ পেলেই আঘাত করবে। এ জন্য যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে নির্বাচন আয়োজন করা। নইলে স্বৈরাচারের দোসররা সুযোগ গ্রহণ করবে।’
জাতীয় কবির নাতনী খিলখিল কাজীসহ পরিবারের সদস্যরা। এ সময় তার সঙ্গে ছিলেন তার বোন মিষ্টি কাজী ও নজরুল ইনস্টিটিউটের সদস্যরা।
শ্রদ্ধা জানিয়ে খিলখিল কাজী বলেন, কাজী নজরুল ইসলাম যা দিয়ে গেছেন বাঙালি জাতিকে, তা অনস্বীকার্য। তিনি শিখিয়ে গেছেন সবসময় সত্যের পক্ষে থাকবো, অত্যাচারের বিরুদ্ধে কথা বলবো। এসবগুলো যদি আমরা পালন করতে পারি, ধারণ করতে পারি তা হবে আমাদের স্বার্থকতা।
খিলখিল কাজী আরও বলেন, তিনিই তো আমাদেরকে দিয়েছেন গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নেই। মানুষকে বড় করে দেখেছেন। সমাজের যত অত্যাচার অবিচারের বিরুদ্ধে তার লেখনী নিয়ে কাজ করেছেন। স্বদেশী আন্দোলনকারীরা তার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে পরাধীনতার শৃঙ্খল ভেঙেছেন।
শ্রদ্ধা জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদ খান বলেন, তার জীবন ও সাহিত্যকর্ম অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রাখার শিক্ষা দেয়। সর্বাবস্থায় সাম্য ও শান্তি বজায় রেখে নিজেদের মধ্যে ইস্পাত কঠিন ঐক্য ধরে রাখার শিক্ষাও আমরা নজরুলের সাহিত্যকর্ম থেকেই পাই।
শ্রদ্ধা জ্ঞাপনের পর সমাধির পাশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে কবি’র সমাধি প্রাঙ্গণে স্মরণসভায় অংশ নেন উপাচার্য।
স্মরণসভায় উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী বক্তব্য রাখেন।
বাংলা একাডেমির মহাপরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আজম ‘চব্বিশের গণ অভ্যুত্থান: কাজী নজরুলের উত্তরাধিকার’ শীর্ষক স্মারক বক্তৃতা প্রদান করেন। বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সিরাজুল ইসলাম (সিরাজ সালেকীন) অনুষ্ঠান সঞ্চালন করেন। সংগীত বিভাগের শিক্ষক-শিক্ষার্থীগণ অনুষ্ঠানে নজরুল সংগীত পরিবেশন করেন।
এ ছাড়াও কবির সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, প্রত্নতত্ত্ব অধিদপ্তর, গণগ্রন্থাগার অধিদপ্তর, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটসহ নানা সংগঠন।
খুলনার যুবক নাঈম মোল্লা হত্যাকাণ্ডে গ্রেপ্তার টিকটকার নুসরাত আমিন সুমনা নিজের সম্পৃক্ততার কথা জানিয়ে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। তার জবানবন্দি রেকর্ড করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত- ২ এর বিচারক মো. আল আমিন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।
১ ঘণ্টা আগেজামালপুরের মেলান্দহ উপজেলায় আওয়ামী লীগের নেতাকে নিয়ে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন করা হয়েছে। এ মেলার আয়োজন করেন উপজেলা ভূমি অফিস।
৪ ঘণ্টা আগেএখানে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন জেলা কৃষক লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও স্থানীয় বিতর্কিত সামাজিক প্রতিষ্ঠান "পরস্পর"-এর ম্যানেজার আমিনুন্নাহার পিয়া। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অতীতে একাধিক দুর্নীতির অভিযোগ থাকা সত্ত্বেও এমন একজনকে বিচারক নির্বাচনের ঘটনায় বিতর্ক সৃষ্টি হয়েছে।
৪ ঘণ্টা আগেখুলনার যুবক নাঈম মোল্লা হত্যাকাণ্ডে গ্রেপ্তার টিকটকার নুসরাত আমিন সুমনা নিজের সম্পৃক্ততার কথা জানিয়ে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। তার জবানবন্দি রেকর্ড করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত- ২ এর বিচারক মো. আল আমিন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।
জামালপুরের মেলান্দহ উপজেলায় আওয়ামী লীগের নেতাকে নিয়ে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন করা হয়েছে। এ মেলার আয়োজন করেন উপজেলা ভূমি অফিস।
এখানে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন জেলা কৃষক লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও স্থানীয় বিতর্কিত সামাজিক প্রতিষ্ঠান "পরস্পর"-এর ম্যানেজার আমিনুন্নাহার পিয়া। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অতীতে একাধিক দুর্নীতির অভিযোগ থাকা সত্ত্বেও এমন একজনকে বিচারক নির্বাচনের ঘটনায় বিতর্ক সৃষ্টি হয়েছে।