ক্র্যাবের ফল উৎসবে দেশীয় নানা ফলের সমাহার

প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক
Thumbnail image
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন ( ক্র্যাব)'র উদ্যোগে ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে ক্র্যাব মিলনায়তনে ফল উৎসব অনুষ্ঠিত হয়।

ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকিস্তানি হাই কমিশনের কাউন্সিলর (প্রেস) ফসিউল্লাহ খান।

স্বাগত বক্তব্য রাখেন ক্র্যাবের সাধারণ সম্পাদক এম এম বাদশাহ্। এ সময় জাতীয় প্রেসক্লাব, ঢাকা রিপোর্টার্স ইউনিটি ও ক্র্যাবের সিনিয়র সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

দেশীয় ফলের এ সমাহার দেখে প্রধান অতিথি ও বিশেষ অতিথি উচ্ছ্বাস প্রকাশ করেন।

হাসান হাফিজ বলেন,ক্রাইম রিপোর্টাররা শুধু অপরাধের সংবাদ নিয়েই থাকেনা জাতীয় উৎসবেও তাদের অবদান অনস্বীকার্য। আজকের এই দেশীয় ফলের আয়োজনের মাধ্যমে দেশীয় সংস্কৃতি আন্তর্জাতিক অঙ্গনে ছড়িয়ে পড়বে। এ আয়োজনের জন্য বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনকে তিনি ধন্যবাদ জানান।

পাকিস্তান হাই কমিশনের কাউন্সিলর (প্রেস) ফসিউল্লাহ খান বলেন, দু'দেশের ফলের প্রদর্শনী আয়োজনের মাধ্যমে ঐতিহ্য ও শেকড়ের সন্ধান পাবে নতুন প্রজন্ম। আগামীতে যৌথভাবে এ আয়োজনের ঘোষণা দেন তিনি।

ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল বলেন,ব্যস্ত নাগরিক জীবনে সাংবাদিকদের এক টেবিলে মৌসুমি ফলের স্বাদ উপস্থাপনের জন্য ক্র্যাবের এ আয়োজন।

ক্র্যাব সাধারণ সম্পাদক এম এম বাদশাহ্ বলেন, আনন্দ মুখর পরিবেশে এই ফল উৎসব ক্র্যাব সদস্যদের মিলন মেলায় পরিণত হয়।

এসময়ে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ক্র্যাবের সহ সভাপতি উমর ফারুক আল হাদী, যুগ্ম সম্পাদক নিয়াজ আহমেদ লাবু, প্রচার ও প্রকাশনা সম্পাদক নিহাল হাসনাইন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রকিবুল ইসলাম মানিক, আইন ও কল্যাণ সম্পাদক মাহমুদুল হাসান, আন্তর্জাতিক সম্পাদক হাবিবুল্লাহ মিজান, কার্যনির্বাহী সদস্য ইমরান রহমান ও ক্র্যাবের সাবেক নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের স্পন্সর প্রতিষ্ঠান অল ক্রাইমস.টিভি এবং দৈনিক আমার বার্তার প্রতি কৃতজ্ঞতা জানান ক্র্যাব নেতৃবৃন্দ।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

রাজধানী নিয়ে আরও পড়ুন

রাসেল নামে এক যুবকের নামসহ অজ্ঞাত একজনকে আসামি করে মামলা করা হয়েছে। এতে মাজহারুল ইসলামের বাবা মিজানুর রহমান বাদী হয়ে মামলাটি করেন। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে

৯ ঘণ্টা আগে

এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ৭০ হাজার ৫১৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ২৭৮ জনের

৯ ঘণ্টা আগে

বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করে বৈষম্যের শিকার হওয়ার অভিযোগ এনে শাহবাগে কর্মসূচি পালন করছিলেন

১০ ঘণ্টা আগে

‘সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়’ এই প্রতিপাদ্যকে নিয়ে নীলফামারীতে শনিবার পালিত হলো জাতীয় সমবায় দিবস

১০ ঘণ্টা আগে