লোডশেডিংয়ে কাঠগড়া থেকে পালানো আসামি জনতার হাতে ধরা

প্রতিনিধি
নরসিংদী
আপডেট : ১৭ জুলাই ২০২৫, ১৪: ৪০
Thumbnail image
প্রতীকী ছবি

নরসিংদী আদালতের কাঠগড়া থেকে লোডশেডিংয়ের সময় পালিয়ে যাওয়া আসামি রিয়াজুল ইসলাম (২৫) শিবপুরে জনতার সহায়তায় আটক হয়েছেন। এ সময় শিবপুর থানা-পুলিশের সহযোগিতায় তাঁকে আদালত পুলিশের কাছে হস্তান্তর করা হয়। গতকাল বুধবার বিকেলে শিবপুর উপজেলার বাঘাব ইউনিয়নের সৃষ্টিগড় এলাকা থেকে তাঁকে আটক করা হয়।

এর আগে গত সোমবার দুপুরে নরসিংদী জেলা আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রুবায়েত আক্তার শিফার আদালত থেকে রিয়াজুল পালিয়ে যান। তিনি নরসিংদীর রায়পুরা উপজেলার বালুয়াকান্দি গ্রামের দানা মিয়ার ছেলে।

আদালত সূত্রে জানা গেছে, রায়পুরায় অটোরিকশা চুরির মামলায় ৭ জুলাই রিয়াজুলকে গ্রেপ্তার করে পুলিশ। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে মামলার শুনানির সময় হঠাৎ লোডশেডিং হলে তিনি কাঠগড়া থেকে বেরিয়ে পালিয়ে যান। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে আদালত চত্বর ও আশপাশে অভিযান চালানো হলেও তাঁকে ধরা সম্ভব হয়নি।

পুলিশ জানায়, গতকাল বুধবার দুপুরে রিয়াজুল সৃষ্টিগড় বাসস্ট্যান্ডে একটি বাস থেকে নামেন। এ সময় স্থানীয় কয়েকজন তাঁকে চিনে ফেলেন এবং কৌশলে তাঁকে আটক করে শিবপুর থানার পুলিশকে খবর দেন। পুলিশ গিয়ে তাঁকে হেফাজতে নেয়।

নরসিংদী আদালত পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইরুল ইসলাম বলেন, গ্রেফতারের পর বিকেলেই রিয়াজুলকে নরসিংদী মডেল থানায় নেওয়া হয়। আদালত থেকে পালানোর ঘটনায় তাঁর বিরুদ্ধে নতুন একটি মামলা করা হয়েছে। আজ বৃহস্পতিবার তাঁকে আবার আদালতে তোলা হবে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

অপরাধ নিয়ে আরও পড়ুন

টাঙ্গাইলের ঘাটাইলে ছেলে জামিলের (২০) বিরুদ্ধে বাবা রাশিদুল হক খান সুমনকে (৪৭) অতিমাত্রায় ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ উঠেছে।

১ দিন আগে

এঘটনায় সিআইডি ও পিবিআইয়ের সদস্যরা বিভিন্ন আলামত সংগ্রহ করেছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। সোয়েলের পরনে ছিল সাদা স্যান্ডো গেঞ্জি ও লুঙ্গি।

১ দিন আগে

বাগেরহাটের ফকিরহাট এলাকার কাটাখালী মোড় থেকে অভিযান চালিয়ে এক গাঁজা ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

১ দিন আগে

ফেনীর ছাগলনাইয়া থানার পুলিশ ও বিজিবি পৃথক অভিযানে মাদক ও চোরাচালান পণ্য উদ্ধার এবং তিনজনকে আটক করেছে।

১ দিন আগে