বাবার পাশেই সমাধিস্থ হবেন শহীদকন্যা, কবর খুঁড়লেন দাদা

প্রতিনিধি
নিখাদ খবর ডেস্ক
Thumbnail image
ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলনের শহীদ জসিম উদ্দিনের কিশোরী মেয়ের দাফনের জন্য এরই মধ্যে কবর খোঁড়ার কাজ সম্পন্ন হয়েছে। পটুয়াখালীর দুমকীতে বাবার কবরের পাশেই তাকে সমাধিস্থ করা হবে। আর সবচেয়ে করুণ ছিল যে দৃশ্য তা হলো নিজ হাতে ওই কিশোরীর দাদা সোবাহান হাওলাদার নাতনীকে দাফনের জন্য কবর খোঁড়েন। এর আগে ছেলে জসিমের মরদেহ দাফনের জন্যও কবর খুঁড়েছিলেন তিনিই।

এদিকে পাংগাশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তার জানাযা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। এরপর ধোপারহাট গ্রামে নিজ বাড়ি সংলগ্ন বাবার কবরের পাশেই দাফন করা হবে তাকে।

তার মৃত্যুর খবরে এলাকায় শোকাচ্ছন্ন পরিবেশ বিরাজ করছে। স্বজন ও এলাকাবাসী বাড়িতে ভিড় জমিয়েছেন। বাবার মৃত্যুর পর মেয়ের এমন মৃত্যু কিছুতেই মানতে পারছেন না তারা। ধর্ষণের ঘটনায় জড়িতদের দ্রুত বিচার করে সর্বোচ্চ সাজা নিশ্চিতের দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী।

উল্লেখ্য, শনিবার (২৭ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে ঢাকার বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে ওই কিশোরী, এমন দাবি করে পরিবার। শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের ফরেনসিক বিভাগে ময়নাতদন্ত হয় তার।

এর আগে, গত ১৮ মার্চ পটুয়াখালীর দুমকী উপজেলার পাঙ্গাসিয়া ইউনিয়নে শহীদের ওই কিশোরী মেয়েকে রাস্তা থেকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠে। এরপর ভুক্তভোগী তার মা ও পরিবারের সঙ্গে আলোচনা করে ২০ মার্চ থানায় গিয়ে অভিযোগ করে। সন্ধ্যায় অভিযোগটি মামলা হিসেবে দায়ের হয়। মামলার এজাহারে উপজেলার একটি ইউনিয়নের দুজনের নাম উল্লেখ করা হয়। মামলা হওয়ার দিন রাতে এজাহারভুক্ত ১৭ বছর বয়সী কিশোরকে গ্রেফতার করা হয়। পরে ২১ মার্চ অন্য আসামিকে পিরোজপুরের নাজিরপুর উপজেলা থেকে গ্রেফতার করে পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

অপরাধ নিয়ে আরও পড়ুন

সৈয়দপুর শহরের কাজীপাড়া এলাকার সামিউল (১০) নামে ওই শিশু বর্তমানে সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে শহরের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করে এর সুষ্ঠু বিচার দাবি করেছেন ওই শিশুর বাবা মো. আনারুল ইসলাম ও মা সাথী বেগম

১১ ঘণ্টা আগে

রোগীবাহি অ্যাম্বুলেন্স ছাড়া চলাচল করতে দেওয়া হয়নি কোনো ধরনের যানবাহন। পাবলিক ট্রান্সপোর্ট না থাকার কারণে বিপাকে পড়েছেন যাত্রীরা। কখনও পায়ে হেঁটে কখনও ভ্যান রিক্সায় তাদেরকে দূর দূরান্তে পৌঁছাতে হচ্ছে

১২ ঘণ্টা আগে

টাইফয়েড টিকায় কোন ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া নেই। টিকা নেওয়ার পরে বমিভাব, টিকা গ্রহণের স্থানে লালচে রং ধারণ ও জ্বর হতে পারে। এটি কোন স্বাস্থ্য ঝুঁকির কারণ নয়। তবে যে কোন ধরনের অসুস্থতা, গর্ভবতী ও দুগ্ধদানকারী মা টাইফয়েড টিকা গ্রহণ করতে পারবেন না বলে জানানো হয়

১২ ঘণ্টা আগে

যাত্রীদের ভোগান্তির দিকে লক্ষ্য করে আমরা প্রতিদিন সকাল-সন্ধ্যা অবরোধের ডাক দিয়েছি। দাবি একটাই, গেজেট বাতিল করে আমাদেরকে ফেরত না দেওয়া পর্যন্ত আমরা দুই ইউনিয়নবাসী ঘরে ফিরে যাব না

১২ ঘণ্টা আগে