জামালপুর
জামালপুরের মেলান্দহে জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মকর্তা পরিচয়ে চাঁদা দাবির অভিযোগে সাজ্জাদ হোসেন সাকিব নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার বিকেলে উপজেলার নাংলা ইউনিয়নের হরিপুর এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। অভিযুক্ত সাজ্জাদ হোসেন সাকিব জামায়াতে ইসলামীর নেতা সামিউল হক ফারুকীর ভাতিজা বলে দাবি করেছেন। তবে এ বিষয়ে জামায়াত নেতার কোনো মন্তব্য পাওয়া যায়নি।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার হরিপুর এলাকয় মাটি উত্তোলন করে বিক্রি কর আসছিলেন রেজাউলসহ কয়েকজন মাটি ব্যবসায়ী। কয়েকদিন আগে মনির হোসেন জুয়েল মাটি উত্তোলন করতে ডিসি অফিসে টাকা দিতে হবে বলে ব্যবসায়ীদের জানান। প্রতি সপ্তাহে ডিসি অফিস ও এসপি অফিসে ৩৩ হাজার টাকা দিতে চুক্তি করেন মাটি ব্যবসায়ীরা। এর আগেও ডিসি অফিসের কর্মকর্তা পরিচয় দিয়ে তারা মো. রেজাউল করিমের কাছ থেকে সাড়ে ৪ হাজার টাকা নিয়ে যান। সোমবার বিকেলে সাজ্জাদ হোসেন সাকিব ও মানির হোসেন জুয়েল চুক্তির টাকা নিতে গেলে মাটি ব্যবসায়ীদের সন্দেহ হয়। একপর্যায়ে ওই এলাকার লোকজন দুজনকে ঘেরাও করে রাখেন। সেখান থেকে মনির হোসেন জুয়েল কৌশলে পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে সাজ্জাদ হোসেন সাকিবকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
এ বিষয়ে জামায়াতের প্রেস ও মিডয়া সেক্রেটারি জাকিউল ইসলাম ও জেলা ছাত্র শিবিরের সভাপতি আবু বক্কর সিদ্দিক বলেন, ‘সাজ্জাদ হোসেন সাকিব নামে তাদের কোনো সদস্য বা কর্মী নেই। তার সঙ্গে ইসলামী ছাত্রশিবিরেরও কোনো সম্পর্ক নেই।’
বক্তব্য জানতে জামায়াত নেতা ড. সামিউল হক ফারুকীর ফোনে একাধিকবার ফোন করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।
এদিকে ভুক্তভোগী মো. রেজাউল করিম জানান, জামায়াত নেতার ভাতিজা প্রশাসনের কর্মকর্তা পরিচয় দিয়ে মো. সাজ্জাদ হোসেন সাকিব ও তার সহযোগী মো. মনির হোসেন জুয়েল চাঁদার জন্য চাপ দিয়ে আসছিল। একপর্যায়ে তারা এক লাখ টাকা দাবি করে এবং প্রতি সপ্তাহে চাঁদা দেওয়ার শর্ত দেয়। আজ (সোমবার) তারা টাকার জন্য এলে আমাদের সন্দেহ হয়। পরে গ্রামের লোকজন তাদের দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করে।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, চাঁদাবাজির অভিযোগে সোমবার রাত ১০টার দিকে সাজ্জাদ হোসেন সাকিবকে গ্রেপ্তার করা হয়। অন্য আসামিদের গ্রেপ্তারের অভিযান চলছে।
জামালপুরের মেলান্দহে জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মকর্তা পরিচয়ে চাঁদা দাবির অভিযোগে সাজ্জাদ হোসেন সাকিব নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার বিকেলে উপজেলার নাংলা ইউনিয়নের হরিপুর এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। অভিযুক্ত সাজ্জাদ হোসেন সাকিব জামায়াতে ইসলামীর নেতা সামিউল হক ফারুকীর ভাতিজা বলে দাবি করেছেন। তবে এ বিষয়ে জামায়াত নেতার কোনো মন্তব্য পাওয়া যায়নি।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার হরিপুর এলাকয় মাটি উত্তোলন করে বিক্রি কর আসছিলেন রেজাউলসহ কয়েকজন মাটি ব্যবসায়ী। কয়েকদিন আগে মনির হোসেন জুয়েল মাটি উত্তোলন করতে ডিসি অফিসে টাকা দিতে হবে বলে ব্যবসায়ীদের জানান। প্রতি সপ্তাহে ডিসি অফিস ও এসপি অফিসে ৩৩ হাজার টাকা দিতে চুক্তি করেন মাটি ব্যবসায়ীরা। এর আগেও ডিসি অফিসের কর্মকর্তা পরিচয় দিয়ে তারা মো. রেজাউল করিমের কাছ থেকে সাড়ে ৪ হাজার টাকা নিয়ে যান। সোমবার বিকেলে সাজ্জাদ হোসেন সাকিব ও মানির হোসেন জুয়েল চুক্তির টাকা নিতে গেলে মাটি ব্যবসায়ীদের সন্দেহ হয়। একপর্যায়ে ওই এলাকার লোকজন দুজনকে ঘেরাও করে রাখেন। সেখান থেকে মনির হোসেন জুয়েল কৌশলে পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে সাজ্জাদ হোসেন সাকিবকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
এ বিষয়ে জামায়াতের প্রেস ও মিডয়া সেক্রেটারি জাকিউল ইসলাম ও জেলা ছাত্র শিবিরের সভাপতি আবু বক্কর সিদ্দিক বলেন, ‘সাজ্জাদ হোসেন সাকিব নামে তাদের কোনো সদস্য বা কর্মী নেই। তার সঙ্গে ইসলামী ছাত্রশিবিরেরও কোনো সম্পর্ক নেই।’
বক্তব্য জানতে জামায়াত নেতা ড. সামিউল হক ফারুকীর ফোনে একাধিকবার ফোন করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।
এদিকে ভুক্তভোগী মো. রেজাউল করিম জানান, জামায়াত নেতার ভাতিজা প্রশাসনের কর্মকর্তা পরিচয় দিয়ে মো. সাজ্জাদ হোসেন সাকিব ও তার সহযোগী মো. মনির হোসেন জুয়েল চাঁদার জন্য চাপ দিয়ে আসছিল। একপর্যায়ে তারা এক লাখ টাকা দাবি করে এবং প্রতি সপ্তাহে চাঁদা দেওয়ার শর্ত দেয়। আজ (সোমবার) তারা টাকার জন্য এলে আমাদের সন্দেহ হয়। পরে গ্রামের লোকজন তাদের দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করে।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, চাঁদাবাজির অভিযোগে সোমবার রাত ১০টার দিকে সাজ্জাদ হোসেন সাকিবকে গ্রেপ্তার করা হয়। অন্য আসামিদের গ্রেপ্তারের অভিযান চলছে।
অভিযোগ করে প্রতিকার না পেয়ে তারা ফসলি জমি রক্ষার দাবিতে মানববন্ধনে অংশ নিতে যাওয়ার পথে কৃষকদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা ও ককটেলের বিস্ফোরণ করা হয়। এতে চারজন কৃষক আহত হন
১ দিন আগেঘোষণা অনুযায়ী, আগামী শুক্র ও শনিবার অবরোধ কর্মসূচি স্থগিত থাকবে। দাবি আদায় না হলে রোববার ভোর ৬ টা থেকে দাবি না মানা পর্যন্ত লাগাতার অবরোধ চলবে
১ দিন আগেদুর্নীতিকে না বলতে হবে সব পর্যায় থেকে। শিক্ষা জীবন থেকে এর চর্চা শুরু করতে হবে। শিক্ষা জীবনে যদি একজন শিক্ষার্থী দুর্নীতি প্রতিরোধের চেতনা ধারণ করতে পারেন তাহলে ভবিষ্যতে কখনো সে দুর্নীতিতে জড়াবে না
১ দিন আগেচন্দনবাড়ি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান তইবুর রহমান ২০২৫-২৬ অর্থবছরে উপকারভোগীদের মধ্যে ভালনারেবল উইম্যান বেনিফিট ভিডাব্লিউবি কার্ড বিতরণে ব্যাপক অনিয়ম, জালিয়াত ও দুর্নীতি করেছেন। সচ্ছল ও অনেক সম্পদশালী ব্যক্তিরা কার্ড পেয়েছেন। প্রতিকার্ডে ৭ হাজার টাকা পর্যন্ত নিয়েছেন তিনি
১ দিন আগেঅভিযোগ করে প্রতিকার না পেয়ে তারা ফসলি জমি রক্ষার দাবিতে মানববন্ধনে অংশ নিতে যাওয়ার পথে কৃষকদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা ও ককটেলের বিস্ফোরণ করা হয়। এতে চারজন কৃষক আহত হন
ঘোষণা অনুযায়ী, আগামী শুক্র ও শনিবার অবরোধ কর্মসূচি স্থগিত থাকবে। দাবি আদায় না হলে রোববার ভোর ৬ টা থেকে দাবি না মানা পর্যন্ত লাগাতার অবরোধ চলবে
দুর্নীতিকে না বলতে হবে সব পর্যায় থেকে। শিক্ষা জীবন থেকে এর চর্চা শুরু করতে হবে। শিক্ষা জীবনে যদি একজন শিক্ষার্থী দুর্নীতি প্রতিরোধের চেতনা ধারণ করতে পারেন তাহলে ভবিষ্যতে কখনো সে দুর্নীতিতে জড়াবে না
চন্দনবাড়ি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান তইবুর রহমান ২০২৫-২৬ অর্থবছরে উপকারভোগীদের মধ্যে ভালনারেবল উইম্যান বেনিফিট ভিডাব্লিউবি কার্ড বিতরণে ব্যাপক অনিয়ম, জালিয়াত ও দুর্নীতি করেছেন। সচ্ছল ও অনেক সম্পদশালী ব্যক্তিরা কার্ড পেয়েছেন। প্রতিকার্ডে ৭ হাজার টাকা পর্যন্ত নিয়েছেন তিনি