যশোর
যশোর শহরের সার্কিট হাউজ পাড়ায় নির্মাণাধীন ভবনের পঞ্চম তলার বারান্দা ধসে দুই প্রকৌশলীসহ তিনজন নিহত হয়েছেন।
মঙ্গলবার (১ জুলাই) দুপুর পৌনে ১২টার দিকে শহরের সার্কিট হাউজপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ডিপ্লোমা ইঞ্জিনিয়ার মিজানুর রহমান কুষ্টিয়া, ইঞ্জিনিয়ার আজিজুর রহমান দিনাজপুর এবং সাব কন্টাক্টর কাম মিস্ত্রি নুরু মিয়া চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা। তারা ৫ বছরের অধিক সময় ধরে এ ভবন নির্মাণের কাজ করছেন।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শহরের খড়কি সার্কিট হাউজ পাড়ায় নয়তলা একটি ভবনের নির্মাণকাজ চলছিল। বেলা সাড়ে ১১টার দিকে ভবনটির ছয়তলার নির্মাণাধীন বারান্দার অংশ ভেঙে পড়ে। এ সময় সেখানে উপস্থিত থাকা প্রকৌশলী মিজানুর রহমান, আজিজুল ও ঠিকাদার নুরু গুরুতর আহত হন।
ওসি আবুল হাসনাত আরও জানান, স্থানীয়রা আহতদের উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে আসে। সেখানে চিকিৎসক তাঁদেরকে মৃত ঘোষণা করেন। নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাঁরা কুষ্টিয়া, দিনাজপুর ও চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা। তাঁরা সকলেই সার্কিট হাউজপাড়ার নির্মাণাধীন ভবন ‘ফর ফিউচার’–এ কর্মরত ছিলেন।
স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ও নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এই দুর্ঘটনা ঘটেছে। পৌর কর্তৃপক্ষ এ ঘটনায় তদন্ত করে ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে।
এদিকে দুর্ঘটনার পর ঘটনাস্থলে কন্সট্রাকশন কোম্পানি বিল্ডিং ফর ফিউচারের কোনো প্রতিনিধিকে পাওয়া যায়নি।
এ বিষয়ে যশোর পৌরসভার নির্বাহী প্রকৌশলী এস এম শরীফ হাসান বলেন, ‘আমরা দুর্ঘটনার খবর শুনে একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে পাঠিয়েছি। নির্মাণ সংক্রান্ত বিষয়ে কোনো ত্রুটি পেলে ভবন মালিকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
যশোর শহরের সার্কিট হাউজ পাড়ায় নির্মাণাধীন ভবনের পঞ্চম তলার বারান্দা ধসে দুই প্রকৌশলীসহ তিনজন নিহত হয়েছেন।
মঙ্গলবার (১ জুলাই) দুপুর পৌনে ১২টার দিকে শহরের সার্কিট হাউজপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ডিপ্লোমা ইঞ্জিনিয়ার মিজানুর রহমান কুষ্টিয়া, ইঞ্জিনিয়ার আজিজুর রহমান দিনাজপুর এবং সাব কন্টাক্টর কাম মিস্ত্রি নুরু মিয়া চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা। তারা ৫ বছরের অধিক সময় ধরে এ ভবন নির্মাণের কাজ করছেন।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শহরের খড়কি সার্কিট হাউজ পাড়ায় নয়তলা একটি ভবনের নির্মাণকাজ চলছিল। বেলা সাড়ে ১১টার দিকে ভবনটির ছয়তলার নির্মাণাধীন বারান্দার অংশ ভেঙে পড়ে। এ সময় সেখানে উপস্থিত থাকা প্রকৌশলী মিজানুর রহমান, আজিজুল ও ঠিকাদার নুরু গুরুতর আহত হন।
ওসি আবুল হাসনাত আরও জানান, স্থানীয়রা আহতদের উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে আসে। সেখানে চিকিৎসক তাঁদেরকে মৃত ঘোষণা করেন। নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাঁরা কুষ্টিয়া, দিনাজপুর ও চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা। তাঁরা সকলেই সার্কিট হাউজপাড়ার নির্মাণাধীন ভবন ‘ফর ফিউচার’–এ কর্মরত ছিলেন।
স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ও নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এই দুর্ঘটনা ঘটেছে। পৌর কর্তৃপক্ষ এ ঘটনায় তদন্ত করে ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে।
এদিকে দুর্ঘটনার পর ঘটনাস্থলে কন্সট্রাকশন কোম্পানি বিল্ডিং ফর ফিউচারের কোনো প্রতিনিধিকে পাওয়া যায়নি।
এ বিষয়ে যশোর পৌরসভার নির্বাহী প্রকৌশলী এস এম শরীফ হাসান বলেন, ‘আমরা দুর্ঘটনার খবর শুনে একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে পাঠিয়েছি। নির্মাণ সংক্রান্ত বিষয়ে কোনো ত্রুটি পেলে ভবন মালিকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
টাঙ্গাইলের ঘাটাইলে ছেলে জামিলের (২০) বিরুদ্ধে বাবা রাশিদুল হক খান সুমনকে (৪৭) অতিমাত্রায় ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ উঠেছে।
২ দিন আগেএঘটনায় সিআইডি ও পিবিআইয়ের সদস্যরা বিভিন্ন আলামত সংগ্রহ করেছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। সোয়েলের পরনে ছিল সাদা স্যান্ডো গেঞ্জি ও লুঙ্গি।
২ দিন আগেবাগেরহাটের ফকিরহাট এলাকার কাটাখালী মোড় থেকে অভিযান চালিয়ে এক গাঁজা ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
২ দিন আগেফেনীর ছাগলনাইয়া থানার পুলিশ ও বিজিবি পৃথক অভিযানে মাদক ও চোরাচালান পণ্য উদ্ধার এবং তিনজনকে আটক করেছে।
২ দিন আগেটাঙ্গাইলের ঘাটাইলে ছেলে জামিলের (২০) বিরুদ্ধে বাবা রাশিদুল হক খান সুমনকে (৪৭) অতিমাত্রায় ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ উঠেছে।
এঘটনায় সিআইডি ও পিবিআইয়ের সদস্যরা বিভিন্ন আলামত সংগ্রহ করেছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। সোয়েলের পরনে ছিল সাদা স্যান্ডো গেঞ্জি ও লুঙ্গি।
বাগেরহাটের ফকিরহাট এলাকার কাটাখালী মোড় থেকে অভিযান চালিয়ে এক গাঁজা ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
ফেনীর ছাগলনাইয়া থানার পুলিশ ও বিজিবি পৃথক অভিযানে মাদক ও চোরাচালান পণ্য উদ্ধার এবং তিনজনকে আটক করেছে।