প্রাইভেটকারে গাঁজা সরবরাহ : ময়মনসিংহে ২৬ কেজি গাঁজাসহ আটক দুই

প্রতিনিধি
ময়মনসিংহ
Thumbnail image
ছবি: সংগৃহীত

ময়মনসিংহে প্রাইভেটকারে গাঁজা সরবরাহ করার অপরাধে নেত্রকোনার দুর্গাপুরে অভিযান চালিয়ে তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব। এসময় তাদের কাছ থেকে ২৬ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এছাড়াও মাদক সরবরাহে ব্যবহার করা একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

আজ রোববার দুপুরে ময়মনসিংহ র‌্যাব-১৪ এর সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে গতকাল শনিবার রাত ৯টার দিকে দুর্গাপুরের বুরুঙ্গা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- মাদারীপুরের রাজৈর উপজেলার মোচরকান্দি গ্রামের মো. সালাম শেখের ছেলে রমজান শেখ (৩০), মাদারীপুর সদর উপজেলার পূর্ব শিলারচর গ্রামের মৃত মো. সেকান্দার ওরফে মাতুব্বারের ছেলে মো. পলাশ ওরফে মাতুব্বার (৪২) ও চর লক্ষিপুর গ্রামের মৃত মো. তারা মিয়ার ছেলে মো. আবুল কাশেম বারি (৬৯)।

র‌্যাব জানায়, নেত্রকোনার দুর্গাপুর থেকে একটি প্রাইভেটকারে অভিনব কায়দায় লুকিয়ে রাখা গাঁজা ময়মনসিংহে নিয়ে আসার প্রস্তুতি চলছে এমন গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। রাতে দুর্গাপুর-ময়মনসিংহ সড়কের বুরুঙ্গা এলাকায় ওই প্রাইভেটকারটি আটকে তল্লাশি করলে চার কেজি গাঁজা পাওয়া যায়। এসময় তিনজনকে গ্রেফতার করে প্রাইভেটকারটি জব্দ করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই এলাকার একটি বসতঘরে অভিযান চালিয়ে ঘরের মেঝের নিচে প্লাস্টিকের ড্রামের মধ্যে লুকিয়ে রাখা ২২ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এসব গাঁজার আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ৩০ হাজার টাকা।

এ বিষয়ে ময়মনসিংহ র‌্যাব-১৪ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল চাকমা বলেন, গ্রেফতাররা দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত। বিভিন্ন জেলা-উপজেলায় প্রাইভেটকারসহ বিভিন্ন যানবাহনের মাধ্যমে লুকিয়ে গাঁজাসহ অন্যান্য মাদক বিক্রি করতো। গ্রেফতার তিনজনের বিরুদ্ধে মামলা দিয়ে দুর্গাপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এই চক্রের সঙ্গে জড়িত অন্যদেরও শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

অপরাধ নিয়ে আরও পড়ুন

কোস্টগার্ডের বিশেষ অভিযানে সুন্দরবন থেকে এক হরিণ শিকারিকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১১০ কেজি হরিণের মাংস।

১ ঘণ্টা আগে

সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানাধীন চোমরখালি বিলের আমতলাডাঙ্গা মোড়ের সরকারি চান্দার খাল দখল করে পাকা স্থাপনা নির্মাণ করছে ওয়ার্কার্স পার্টির ক্যাডার বাকী বিল্লাহ সহ লোকজন।।

১ ঘণ্টা আগে

ময়মনসিংহের ভালুকা উপজেলার কাচিনা গ্রামে এক ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। মুখোশধারী এক নারীসহ ৮ সদস্যের সশস্ত্র দল সোমবার রাতে স্থানীয় এক পরিবারের গৃহকর্ত্রীকে দড়ি দিয়ে বেঁধে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়।

২ ঘণ্টা আগে

পঞ্চগড়ে জমির বাটোয়ারা মামলা করায় প্রতিপক্ষের হামলা, মামলা, ভাঙচুর ও হুমকিতে নিজ বাড়িতে প্রবেশ করতে পারছেন না বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী ৮টি পরিবার। ঘটনাটি পঞ্চগড়ের বোদা উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের বনগ্রাম ঠাকুরপাড়া এলাকায় ঘটেছে।

৩ ঘণ্টা আগে