সাতক্ষীরায় চাঁদা না পেয়ে ব্যবসায়ীরে বিরুদ্ধে মামলা

প্রতিনিধি
সাতক্ষীরা
Thumbnail image
ছবি: সংগৃহীত

৫ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ব্যবসায়ি মোঃ মশিউর রহমানসহ বিভিন্ন ব্যক্তিকে মিথ্যে মামলায় জড়িয়ে হয়রানি করার অভিযোগ উঠেছে প্রতিবেশী আব্দুল করিমের বিরেুদ্ধে।

বুধবার (১৪ মে) সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন,কালিগঞ্জ উপজেলার গাঙ্কুলিয়া গ্রামের মৃত ফেরজতুল্লাহ গাজীর ছেলে মোঃ মশিউর রহমান।

লিখিত বক্তব্যে মশিউর রহমান জানান, গাঙ্কুলিয়া গ্রামে দোকান নিয়ে সার ও কীটনাশক ব্যবসা রয়েছে। এক ই গ্রামের আশরাফ হোসেন গাইনের ছেলে আব্দুল করিম (৪০) তার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। আব্দুল করিম একজন চাঁদাবাজ হিসেবে সবাই তাকে চেনে। আব্দুল করিম কে চাঁদা না দেয়ায় সে গত ১১ মার্চ এক অসামাজিক কাজে লিপ্ত মহিলাকে দিয়ে ব্যবসায়ী মশিউর রহমান সহ ৮ জনের বিরুদ্ধে সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে মামলা (নং-১৭০/২৫ (কালিঃ) দায়ের করায়। যা পিবিআই তদন্ত করছে।

এটাতে ক্ষ্যান্ত না হয়ে আব্দুল করিম সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, আমলি আদালত, মানিকগঞ্জে ব্যবসায়ী আব্দুল করিম সহ ৪ জনের বিরুদ্ধে সিআর মামলা(নং-৪৮০/২৫) দায়ের করে। সেটিও পিবিআই তদন্ত করছে।

এছাড়া গত ৬ মে করিম সহ ৪ জনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন তমন ট্রাইবুন্যাল, চুয়াডাঙ্গায় এবং গত ৮মে ওই ব্যবসায়ী আব্দুল করিম সহ ৮ জনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনাল, ঝিনাইদহ আদালতে আরো একটি মিথ্যে মামলা দায়ের করেছে।

মশিউর রহমান বলেন, এভাবে একর পর এক মিথ্যে মামলা দায়ের করায় আমরা সামাজিক ও মানসিক ভাবে হেয় প্রতিপন্ন হচ্ছি।

চাঁদাবাজ আব্দুল করিম অসামাজিক কাজে লিপ্ত বিভিন্ন মহিলাদের সংগ্রহ করে তাদের বাদী করে এলাকার নিরীহ ব্যক্তিদের নামে মিথ্যে ও হয়রানি মূলক মামলা দায়ের করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে। তার দাবিকৃত চাঁদার টাকা না দিলে আরো মিথ্যে মামলা দিয়ে হয়রানি করে আমাদের ভিটা ছাড়া করবে বলে হুমকি ধামকি প্রদান করছে।

উক্ত চাঁদাবাজ চক্র ও তাদের সহযোগীদের উৎপাতে ব্যবসায়ী আব্দুল করিম সহ এলাকার সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

অপরাধ নিয়ে আরও পড়ুন

নেতৃবৃন্দ অবিলম্বে ছাত্র নেতা শাহরিয়ার আলম সম্য হত্যার সাথে জড়িতদের গ্রেফতারের দাবি জানান।

৪ ঘণ্টা আগে

৫ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ব্যবসায়ি মোঃ মশিউর রহমানসহ বিভিন্ন ব্যক্তিকে মিথ্যে মামলায় জড়িয়ে হয়রানি করার অভিযোগ উঠেছে প্রতিবেশী আব্দুল করিমের বিরেুদ্ধে।

৪ ঘণ্টা আগে

ব্যবসা প্রতিষ্ঠানে হামলা,ভাংচুর,মারপিট ও লুটপাটের সাথে জড়িত থাকার অভিযোগে খুলনার তেরখাদা উপজেলার সাচিয়াদহ ইউনিয়ন বিএনপি'র সম্মেলন প্রস্তুত আহ্বায়ক কমিটির দুই সদস্যকে কারণ দর্শাও নোটিশ দেওয়া হয়েছে। এছাড়া এ ঘটনায় তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

৪ ঘণ্টা আগে