নোয়াখালী
নোয়াখালীর চর মটুয়া ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আহমদ উল্লাহ রিংকুর বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ তুলেছেন এক সৌদি প্রবাসী। ভুক্তভোগীর দাবি, ৫০ হাজার টাকার পাশাপাশি ওই ছাত্রদল নেতা একটি মোটরসাইকেল চেয়েছেন। না দিলে দেশে ফিরলে তাকে মারধরের হুমকি দিয়েছেন। তবে অভিযোগ অস্বীকার করছেন অভিযুক্ত ছাত্রদল নেতা।
ভুক্তভোগী জুয়েল উপজেলার ১৯ নম্বর পূর্ব চর মটুয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। একই ওয়ার্ডের বাসিন্দা অভিযুক্ত ছাত্রদল নেতা রিংকু।
এদিকে, ছাত্রদল নেতার চাঁদা দাবির একটি অডিও সোশ্যাল প্ল্যাটফর্ম ফেসবুকে ভাইরাল হয়েছে। এক মিনিট পাঁচ সেকেন্ডের ওই অডিওতে রিংকু জুয়েলকে বন্ধু সম্বোধন করে বলেন, ‘বন্ধু তুই আর সাথে আওয়ামী লীগ বিএনপি মিলাইচ্ছা। টেয়া (টাকা) পঞ্চাশ হাজার হাডা (পাঠা)। সাদ্দামের থেকে টেয়া কিছু লও। তোরে আই জীবনেও কিছু করি নাই। সাদ্দামরে আই আজায়ালামু (গুম করমু)। মার্কেট আউট করি হালামু। কালকে সকালে আর সেনাবাহিনীর লগে ডিউটি আছে কলেজের সামনে। হিয়ানে যামু। আই অন ঘুম যামু। সকালে ৮টা বাজে উঠি যাইতে অইবো। চারটা ইউনিয়নের মধ্যে একটি কলেজ। ঢাকার যে সভাপতি ছাত্রদলে হিগা আরে না করলেও প্রতিদিন কল দিব একবার।’
সৌদি প্রবাসীর জুয়েল অভিযোগ করে বলেন, ‘ছয় মাস আগে জীবিকার তাগিদে সৌদিতে আসি। আমাদের ওয়ার্ডের ইউপি সদস্য সাদ্দাম আমার চাচা। তিনি আওয়ামী রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। চাচাকে এলাকা থেকে তাড়ানোর হুমকি দিয়ে আমার কাছে ৫০ হাজার টাকা দাবি করে ফেসবুক মেসেঞ্জারের ভয়েস রের্কড পাঠায় রিংকু। এছাড়া আমার কাছে একটি মোটরসাইকেল দাবি করে। না হলে দেশে আসলে আমাকে মারধর করার হুমকি দেয়।’
অভিযোগের বিষয়ে জানতে ছাত্রদল নেতার রিংকুর মোবাইলে বার বার কল দেওয়া হলেও তিনি তা রিসিভ করেননি।
এ বিষয়ে চর মটুয়া ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি সাজ্জাদুর রহমান শাহীন বলেন, ‘এটা রিংকুর ভয়েস এটা ঠিক। লুকানোর কিছু নেই। ভাইরাল হওয়া ভয়েস রের্কড প্রায় ১০ থেকে ১৫ জনে আমার কাছে পাঠিয়েছে। এরপর আমি রিংকুকে অনেকবার কল দিয়েছি। সে কল রিসিভ করেনি। শুক্রবার দুপুরে রিংকু ফোন রিসিভ করলে আমি তাকে বিষয়টি জিজ্ঞাসা করি। জবাবে সে বলে, ‘‘ভাইয়া আমি এখন কি করতাম।’’ এরপর সে ফোন কেটে দেয়।
নোয়াখালীর চর মটুয়া ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আহমদ উল্লাহ রিংকুর বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ তুলেছেন এক সৌদি প্রবাসী। ভুক্তভোগীর দাবি, ৫০ হাজার টাকার পাশাপাশি ওই ছাত্রদল নেতা একটি মোটরসাইকেল চেয়েছেন। না দিলে দেশে ফিরলে তাকে মারধরের হুমকি দিয়েছেন। তবে অভিযোগ অস্বীকার করছেন অভিযুক্ত ছাত্রদল নেতা।
ভুক্তভোগী জুয়েল উপজেলার ১৯ নম্বর পূর্ব চর মটুয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। একই ওয়ার্ডের বাসিন্দা অভিযুক্ত ছাত্রদল নেতা রিংকু।
এদিকে, ছাত্রদল নেতার চাঁদা দাবির একটি অডিও সোশ্যাল প্ল্যাটফর্ম ফেসবুকে ভাইরাল হয়েছে। এক মিনিট পাঁচ সেকেন্ডের ওই অডিওতে রিংকু জুয়েলকে বন্ধু সম্বোধন করে বলেন, ‘বন্ধু তুই আর সাথে আওয়ামী লীগ বিএনপি মিলাইচ্ছা। টেয়া (টাকা) পঞ্চাশ হাজার হাডা (পাঠা)। সাদ্দামের থেকে টেয়া কিছু লও। তোরে আই জীবনেও কিছু করি নাই। সাদ্দামরে আই আজায়ালামু (গুম করমু)। মার্কেট আউট করি হালামু। কালকে সকালে আর সেনাবাহিনীর লগে ডিউটি আছে কলেজের সামনে। হিয়ানে যামু। আই অন ঘুম যামু। সকালে ৮টা বাজে উঠি যাইতে অইবো। চারটা ইউনিয়নের মধ্যে একটি কলেজ। ঢাকার যে সভাপতি ছাত্রদলে হিগা আরে না করলেও প্রতিদিন কল দিব একবার।’
সৌদি প্রবাসীর জুয়েল অভিযোগ করে বলেন, ‘ছয় মাস আগে জীবিকার তাগিদে সৌদিতে আসি। আমাদের ওয়ার্ডের ইউপি সদস্য সাদ্দাম আমার চাচা। তিনি আওয়ামী রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। চাচাকে এলাকা থেকে তাড়ানোর হুমকি দিয়ে আমার কাছে ৫০ হাজার টাকা দাবি করে ফেসবুক মেসেঞ্জারের ভয়েস রের্কড পাঠায় রিংকু। এছাড়া আমার কাছে একটি মোটরসাইকেল দাবি করে। না হলে দেশে আসলে আমাকে মারধর করার হুমকি দেয়।’
অভিযোগের বিষয়ে জানতে ছাত্রদল নেতার রিংকুর মোবাইলে বার বার কল দেওয়া হলেও তিনি তা রিসিভ করেননি।
এ বিষয়ে চর মটুয়া ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি সাজ্জাদুর রহমান শাহীন বলেন, ‘এটা রিংকুর ভয়েস এটা ঠিক। লুকানোর কিছু নেই। ভাইরাল হওয়া ভয়েস রের্কড প্রায় ১০ থেকে ১৫ জনে আমার কাছে পাঠিয়েছে। এরপর আমি রিংকুকে অনেকবার কল দিয়েছি। সে কল রিসিভ করেনি। শুক্রবার দুপুরে রিংকু ফোন রিসিভ করলে আমি তাকে বিষয়টি জিজ্ঞাসা করি। জবাবে সে বলে, ‘‘ভাইয়া আমি এখন কি করতাম।’’ এরপর সে ফোন কেটে দেয়।
২০২২ সালে মহালয়ার দিন উপজেলার মারিয়া আউলিয়া ঘাটে নৌকা যোগে করোতোয়া নদী পার হয়ে শ্রী শ্রী বরদেশ্বরী মন্দির যাওয়ার সময় দেশের ইতিহাসে স্মরণীয় নৌকাডুবিতে ৭২ জন মানুষের মৃত্যু ঘটে
২৬ মিনিট আগেমামুন লস্কর ও সাইফুল লস্করসহ বেশ কয়েকজন তারা হোটেলে মোগলাই পরোটা কাটা দা দিয়ে তারা মাথায় ও হাতে উপর্যুপুরি কুপিয়ে জখম করে। স্থানীয় লোকজন সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ফরিদপুরে রেফার্ড করেন
১ ঘণ্টা আগেবোদা নাট্যদল ভূমিজের আয়োজনে ‘ পাখিদের বৈঠক’ পরিবেশিত হয়। গত কয়েক বছর ধরে নাটকটি দেশে বিদেশে মঞ্চস্থ হয়েছে। বোদা শিল্পকলা একাডেমি মঞ্চে নাটকটির ২১ তম প্রদর্শনী। নাটকটি রচনা ও নির্মাণ করেছেন সরকার হায়দার
২ ঘণ্টা আগেখাঁটি ছানার তৈরি হওয়ায় মুখে দিলেই গলে যায়। এতে নেই কোনো ভেজাল, কৃত্রিম রং বা অতিরিক্ত ঘ্রাণ; কেবল খাঁটি দুধের স্বাদ
২ ঘণ্টা আগে২০২২ সালে মহালয়ার দিন উপজেলার মারিয়া আউলিয়া ঘাটে নৌকা যোগে করোতোয়া নদী পার হয়ে শ্রী শ্রী বরদেশ্বরী মন্দির যাওয়ার সময় দেশের ইতিহাসে স্মরণীয় নৌকাডুবিতে ৭২ জন মানুষের মৃত্যু ঘটে
মামুন লস্কর ও সাইফুল লস্করসহ বেশ কয়েকজন তারা হোটেলে মোগলাই পরোটা কাটা দা দিয়ে তারা মাথায় ও হাতে উপর্যুপুরি কুপিয়ে জখম করে। স্থানীয় লোকজন সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ফরিদপুরে রেফার্ড করেন
বোদা নাট্যদল ভূমিজের আয়োজনে ‘ পাখিদের বৈঠক’ পরিবেশিত হয়। গত কয়েক বছর ধরে নাটকটি দেশে বিদেশে মঞ্চস্থ হয়েছে। বোদা শিল্পকলা একাডেমি মঞ্চে নাটকটির ২১ তম প্রদর্শনী। নাটকটি রচনা ও নির্মাণ করেছেন সরকার হায়দার
খাঁটি ছানার তৈরি হওয়ায় মুখে দিলেই গলে যায়। এতে নেই কোনো ভেজাল, কৃত্রিম রং বা অতিরিক্ত ঘ্রাণ; কেবল খাঁটি দুধের স্বাদ