নোয়াখালী
নোয়াখালীর চর মটুয়া ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আহমদ উল্লাহ রিংকুর বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ তুলেছেন এক সৌদি প্রবাসী। ভুক্তভোগীর দাবি, ৫০ হাজার টাকার পাশাপাশি ওই ছাত্রদল নেতা একটি মোটরসাইকেল চেয়েছেন। না দিলে দেশে ফিরলে তাকে মারধরের হুমকি দিয়েছেন। তবে অভিযোগ অস্বীকার করছেন অভিযুক্ত ছাত্রদল নেতা।
ভুক্তভোগী জুয়েল উপজেলার ১৯ নম্বর পূর্ব চর মটুয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। একই ওয়ার্ডের বাসিন্দা অভিযুক্ত ছাত্রদল নেতা রিংকু।
এদিকে, ছাত্রদল নেতার চাঁদা দাবির একটি অডিও সোশ্যাল প্ল্যাটফর্ম ফেসবুকে ভাইরাল হয়েছে। এক মিনিট পাঁচ সেকেন্ডের ওই অডিওতে রিংকু জুয়েলকে বন্ধু সম্বোধন করে বলেন, ‘বন্ধু তুই আর সাথে আওয়ামী লীগ বিএনপি মিলাইচ্ছা। টেয়া (টাকা) পঞ্চাশ হাজার হাডা (পাঠা)। সাদ্দামের থেকে টেয়া কিছু লও। তোরে আই জীবনেও কিছু করি নাই। সাদ্দামরে আই আজায়ালামু (গুম করমু)। মার্কেট আউট করি হালামু। কালকে সকালে আর সেনাবাহিনীর লগে ডিউটি আছে কলেজের সামনে। হিয়ানে যামু। আই অন ঘুম যামু। সকালে ৮টা বাজে উঠি যাইতে অইবো। চারটা ইউনিয়নের মধ্যে একটি কলেজ। ঢাকার যে সভাপতি ছাত্রদলে হিগা আরে না করলেও প্রতিদিন কল দিব একবার।’
সৌদি প্রবাসীর জুয়েল অভিযোগ করে বলেন, ‘ছয় মাস আগে জীবিকার তাগিদে সৌদিতে আসি। আমাদের ওয়ার্ডের ইউপি সদস্য সাদ্দাম আমার চাচা। তিনি আওয়ামী রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। চাচাকে এলাকা থেকে তাড়ানোর হুমকি দিয়ে আমার কাছে ৫০ হাজার টাকা দাবি করে ফেসবুক মেসেঞ্জারের ভয়েস রের্কড পাঠায় রিংকু। এছাড়া আমার কাছে একটি মোটরসাইকেল দাবি করে। না হলে দেশে আসলে আমাকে মারধর করার হুমকি দেয়।’
অভিযোগের বিষয়ে জানতে ছাত্রদল নেতার রিংকুর মোবাইলে বার বার কল দেওয়া হলেও তিনি তা রিসিভ করেননি।
এ বিষয়ে চর মটুয়া ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি সাজ্জাদুর রহমান শাহীন বলেন, ‘এটা রিংকুর ভয়েস এটা ঠিক। লুকানোর কিছু নেই। ভাইরাল হওয়া ভয়েস রের্কড প্রায় ১০ থেকে ১৫ জনে আমার কাছে পাঠিয়েছে। এরপর আমি রিংকুকে অনেকবার কল দিয়েছি। সে কল রিসিভ করেনি। শুক্রবার দুপুরে রিংকু ফোন রিসিভ করলে আমি তাকে বিষয়টি জিজ্ঞাসা করি। জবাবে সে বলে, ‘‘ভাইয়া আমি এখন কি করতাম।’’ এরপর সে ফোন কেটে দেয়।
নোয়াখালীর চর মটুয়া ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আহমদ উল্লাহ রিংকুর বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ তুলেছেন এক সৌদি প্রবাসী। ভুক্তভোগীর দাবি, ৫০ হাজার টাকার পাশাপাশি ওই ছাত্রদল নেতা একটি মোটরসাইকেল চেয়েছেন। না দিলে দেশে ফিরলে তাকে মারধরের হুমকি দিয়েছেন। তবে অভিযোগ অস্বীকার করছেন অভিযুক্ত ছাত্রদল নেতা।
ভুক্তভোগী জুয়েল উপজেলার ১৯ নম্বর পূর্ব চর মটুয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। একই ওয়ার্ডের বাসিন্দা অভিযুক্ত ছাত্রদল নেতা রিংকু।
এদিকে, ছাত্রদল নেতার চাঁদা দাবির একটি অডিও সোশ্যাল প্ল্যাটফর্ম ফেসবুকে ভাইরাল হয়েছে। এক মিনিট পাঁচ সেকেন্ডের ওই অডিওতে রিংকু জুয়েলকে বন্ধু সম্বোধন করে বলেন, ‘বন্ধু তুই আর সাথে আওয়ামী লীগ বিএনপি মিলাইচ্ছা। টেয়া (টাকা) পঞ্চাশ হাজার হাডা (পাঠা)। সাদ্দামের থেকে টেয়া কিছু লও। তোরে আই জীবনেও কিছু করি নাই। সাদ্দামরে আই আজায়ালামু (গুম করমু)। মার্কেট আউট করি হালামু। কালকে সকালে আর সেনাবাহিনীর লগে ডিউটি আছে কলেজের সামনে। হিয়ানে যামু। আই অন ঘুম যামু। সকালে ৮টা বাজে উঠি যাইতে অইবো। চারটা ইউনিয়নের মধ্যে একটি কলেজ। ঢাকার যে সভাপতি ছাত্রদলে হিগা আরে না করলেও প্রতিদিন কল দিব একবার।’
সৌদি প্রবাসীর জুয়েল অভিযোগ করে বলেন, ‘ছয় মাস আগে জীবিকার তাগিদে সৌদিতে আসি। আমাদের ওয়ার্ডের ইউপি সদস্য সাদ্দাম আমার চাচা। তিনি আওয়ামী রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। চাচাকে এলাকা থেকে তাড়ানোর হুমকি দিয়ে আমার কাছে ৫০ হাজার টাকা দাবি করে ফেসবুক মেসেঞ্জারের ভয়েস রের্কড পাঠায় রিংকু। এছাড়া আমার কাছে একটি মোটরসাইকেল দাবি করে। না হলে দেশে আসলে আমাকে মারধর করার হুমকি দেয়।’
অভিযোগের বিষয়ে জানতে ছাত্রদল নেতার রিংকুর মোবাইলে বার বার কল দেওয়া হলেও তিনি তা রিসিভ করেননি।
এ বিষয়ে চর মটুয়া ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি সাজ্জাদুর রহমান শাহীন বলেন, ‘এটা রিংকুর ভয়েস এটা ঠিক। লুকানোর কিছু নেই। ভাইরাল হওয়া ভয়েস রের্কড প্রায় ১০ থেকে ১৫ জনে আমার কাছে পাঠিয়েছে। এরপর আমি রিংকুকে অনেকবার কল দিয়েছি। সে কল রিসিভ করেনি। শুক্রবার দুপুরে রিংকু ফোন রিসিভ করলে আমি তাকে বিষয়টি জিজ্ঞাসা করি। জবাবে সে বলে, ‘‘ভাইয়া আমি এখন কি করতাম।’’ এরপর সে ফোন কেটে দেয়।
নকল ওষুধে সয়লাব কিশোরগঞ্জ জেলা শহর, সাথে জড়িত চিকিৎসক, কোম্পানির প্রতিনিধি, ব্যবসায়িসহ অনেকেই। নকল ওষুধসহ প্রতারক চক্রের এক সদস্য আটকের পর কারাগারে পাঠনো হয়েছে।
৯ ঘণ্টা আগেসাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে আদালতে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ১৯ জুন তাকে ও উপস্থাপক নাহিদ হেলালকে আদালতে হাজিরের নির্দেশ দেওয়া হয়।
১০ ঘণ্টা আগেগ্রাহকদের পরিমাণে জ্বালানি তেল (পেট্রোল, অকটেন) কম দেওয়ার অপরাধে টাঙ্গাইল ফিলিং স্টেশনে ৭০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর।
১০ ঘণ্টা আগেনকল ওষুধে সয়লাব কিশোরগঞ্জ জেলা শহর, সাথে জড়িত চিকিৎসক, কোম্পানির প্রতিনিধি, ব্যবসায়িসহ অনেকেই। নকল ওষুধসহ প্রতারক চক্রের এক সদস্য আটকের পর কারাগারে পাঠনো হয়েছে।
সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে আদালতে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ১৯ জুন তাকে ও উপস্থাপক নাহিদ হেলালকে আদালতে হাজিরের নির্দেশ দেওয়া হয়।
গ্রাহকদের পরিমাণে জ্বালানি তেল (পেট্রোল, অকটেন) কম দেওয়ার অপরাধে টাঙ্গাইল ফিলিং স্টেশনে ৭০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর।