মহাসড়কে প্রবাসীর মাইক্রোবাসে ডাকাতি: গুলি করে টাকা ও মালামাল লুট

প্রতিনিধি
টাঙ্গাইল
আপডেট : ৩১ মে ২০২৫, ১৪: ৫৭
Thumbnail image

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের টাঙ্গাইলের মির্জাপুরে নারী প্রবাসীর মাইক্রোবাসে ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার(৩১ মে) ভোরে মহাসড়কের মির্জাপুর উপজেলার পুষ্টকামুরী চরপাড়া বাইপাস এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে।

এ সময় গোড়াই হাইওয়ে থানার রেকারের চালক তুহিনকে গুলি করা হয়। তাকে গুরুতর আহত অবস্থায় মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ডাকাত দলের সদস্যরা প্রবাসী ও তাদের স্বজনদের নিকট থেকে নগদ টাকা, মোবাইল ফোন ও মালামাল লুট করে নেয়।

পুলিশ ডাকাত দলের ব্যবহৃত একটি হাইয়েজ ও প্রবাসীর মাইক্রোবাস এবং ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন অস্ত্র উদ্ধার করেছে।

মাইক্রোবাসের যাত্রী সুমাইয়া আক্তার জানান, তার ননদ বিউটি আক্তার জর্ডান প্রবাসী। তিনি জর্ডান থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে নামেন। রাতে তারা টঙ্গি এলাকা থেকে একটি মাইক্রোবাস ভাড়া করেন। মাইক্রোবাসে তার ননদ বিউটি, সম্পা, শ্বশুর আব্দুল হামিদ ও তাদের শিশু সন্তান ছিল। রাত আড়াইটার দিকে তাদের মাইক্রোবাসটি মহাসড়কের পুষ্টকামুরী চরপাড়া নামক স্থানে এলে পিছন দিক থেকে আসা একটি হাইয়েজ এসে তাদের মাইক্রোবাসটি গতিরোধ করে ৭-৮ জনের ডাকাত দল অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে। তাদের কাছে পিস্তল, পুলিশের ওয়াকি-টকি, পুলিশের হ্যান্ড কাপ, বন্ধুক, চাপাতি, ছুরি, লাঠি ও দা ছিল। সবাইকে জিম্মি করে ৫-৬ টি মোবাইল ফোন, নগদ ৭০ হাজার টাকাসহ তাদের মালামাল লুটে নেয়।

এ সময় তারা আর্তচিৎকার করলে গুলি করার হুমকি দেয়। মহাসড়ক দিয়ে টহল পুলিশ ও হাইওয়ে পুলিশের একদল সদস্য ঘটনা দেখে ডাকাতদের ধাওয়া করলে ডাকাতরা গুলি ছুড়ে । ডাকাতের গুলিতে হাইওয়ে থানার রেকার চালক তুহিন মিয়া গুলিবিদ্ধ হন। ডাকাত দলের সদস্যরা পালিয়ে যায়।

অপর দিকে, প্রবাসী বিউটির শশুর আব্দুল হামিদ ও সুমাইয়া অভিযোগ করেন, তাদের ভাড়া নেওয়া মাইক্রোবাসের চালক মুস্তাকিন ও হেলপার জুয়েলকে তাদের সন্দেহ হচ্ছে। শুরু থেকেই তারা মাইক্রোবাসিটি বিভিন্ন এলাকায় তাদের ঘুরিয়েছে। ডাকাতির সঙ্গে তারা জড়িত বলে মনে হচ্ছে।

এদিকে ডাকাতির খবর রাতে ছড়িয়ে পরলে পুলিশ বাহিনীর সদস্যগণ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসেন। গুলিবিদ্ধ তুহিনকে স্থানীয় কুমুদিনী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন তুহিন বলেন, ডাকাত দলে কমপক্ষে ১০-১২ জন ছিল। তারা এলোপাথাড়ি গুলি ছুঁড়েছে। গুলি তার হাতে লেগেছে। অস্ত্রোপচার করে গুলি বের করা হয়েছে। অল্পের জন্য তিনি প্রাণে বেঁচেছেন

এ ব্যাপারে মির্জাপুর অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাসেদুল ইসলাম বলেন, ডাকাতির ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে ডাকাত দলের ফেলে যাওয়া একটি হাইয়েজ ও প্রবাসীর মাইক্রোবাস উদ্ধার করা হয়েছে। গুলিবিদ্ধ একজনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

এদিকে, বৃহস্পতিবার রাতে মির্জাপুরে একটি ট্রাক ছিনতাই করে ডাকাতরা। সয়াবিন ভর্তি ট্রাক থামিয়ে হেলপার ও চালককে হাত পা বেঁধে ৬০ ড্রাম তেলসহ ট্রাকটি নিয়ে যায়। রাত তিনটার দিকে মহাসড়কে একটি ওভার ব্রিজের উপর এই ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলের কাছ থেকে হাত-পা বাঁধা অবস্থায় ট্রাকের চালক ও হেলপারকে উদ্ধার করে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

অপরাধ নিয়ে আরও পড়ুন

অবশেষে সোমবার (১ সেপ্টেম্বর) দিনভর অভিযান চালিয়ে গাজীপুরের শ্রীপুর উপজেলার সাতখামাইর বিট এলাকার ওই ৩০ বিঘা বনভূমি উদ্ধার করেছে বন বিভাগ। যার আনুমানিক মূল্য প্রায় ২০ কোটি টাকা।

১৪ ঘণ্টা আগে

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে জেলাবাসীর বহুল প্রতীক্ষিত জরুরি বিভাগে সার্বক্ষণিক চিকিৎসা সেবা চালু করা হয়েছে।

১৪ ঘণ্টা আগে

জামালপুরের মাদারগঞ্জে পারিবারিক কলহের জেরে চিরকুট লিখে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। সোমবার (২সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার বালিজুড়ী পশ্চিম পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

১৪ ঘণ্টা আগে

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে ডুয়েট ক্যাম্পাস থেকে শুরু হয় একটি বিক্ষোভ মিছিল। তারা মহানগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শিববাড়ি মোড়ে এসে ঢাকা-জয়দেবপুর সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেন।

১৫ ঘণ্টা আগে