সরকারি রাস্তা দখল করে সীমানা প্রাচীর নির্মাণ: জনদুর্ভোগ চরমে

প্রতিনিধি
মানিকগঞ্জ
Thumbnail image
ছবি: প্রতিনিধি

মানিকগঞ্জের ঘিওর উপজেলার পয়লা ইউনিয়নে একটি বহু পুরনো সরকারি রাস্তা দখল করে বাড়ির সীমানা প্রাচীর নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালী পরিবারের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। অভিযোগ উঠেছে, দখলের ফলে শত শত মানুষের চলাচলের পথ বন্ধ হয়ে গেছে এবং জনজীবনে দেখা দিয়েছে চরম দুর্ভোগ।

জানা যায়, উপজেলার ঐতিহাসিক তেরশ্রী স্মৃতিস্তম্ভ থেকে বীর মুক্তিযোদ্ধা তারা মিয়ার বাড়ি হয়ে বিস্তৃত রাস্তাটি প্রায় ২০০ বছর ধরে এ অঞ্চলের জনগণের চলাচলের প্রধান মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এ সড়ক দিয়ে ঘিওর উপজেলার অন্তত ১৫০টি গ্রামের মানুষ নিয়মিত চলাফেরা করে থাকেন। বিভিন্ন সময়ে সরকারিভাবে উন্নয়ন প্রকল্পের মাধ্যমে রাস্তাটি সংস্কার ও মেরামত করা হয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, সম্প্রতি পয়লা ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রবিউল কাজীর পিতা রেজাউল কাজী বিজয় শীল নামে এক সংখ্যালঘু হিন্দু ব্যক্তির পরিত্যক্ত বসতবাড়ি ক্রয় করেন। অভিযোগ রয়েছে, ওই বাড়ি ক্রয়ের পর রেজাউল কাজী সরকারিভাবে চিহ্নিত রাস্তাটির প্রায় ১০০ গজ এলাকা জুড়ে সীমানা নির্ধারণ করে দেয়াল নির্মাণ শুরু করেন, যার ফলে চলাচলের পথ প্রায় পুরোপুরি বন্ধ হয়ে গেছে। একইসাথে কাটাখালী খালের জায়গাও দখলের চেষ্টার অভিযোগ উঠেছে।

স্থানীয়রা জানান, বিজয় শীল নামের ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে ভয়ভীতি ও রাজনৈতিক চাপে এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য হন। এরপরই তার সম্পত্তি নিয়ে জটিলতা সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে দীর্ঘদিন যাবৎ এলাকাবাসীর মাঝে উদ্বেগ ও আলোচনা চলছিল। তবে সম্প্রতি সরাসরি রাস্তা দখল করে দেয়াল নির্মাণ শুরু করায় ক্ষোভ চরমে উঠেছে।

এলাকাবাসীর পক্ষে মো. মামুন মিয়া নামের এক ব্যক্তি জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। একইসঙ্গে ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী কমিশনার (ভূমি) ও ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে অভিযোগের অনুলিপি দেওয়া হয়েছে।

অভিযোগপত্রে বলা হয়, “সরকারি রাস্তা দখল করে বাড়ির সীমানা নির্ধারণ করায় সাধারণ জনগণের চলাচলে চরমভাবে বাধা সৃষ্টি হয়েছে। দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের মাধ্যমে রাস্তাটি পুনরুদ্ধার এবং পরিমাপ নির্ধারণ করে জনসাধারণের চলাচলের সুষ্ঠু ব্যবস্থা নিশ্চিত করতে হবে। অন্যথায় এলাকাবাসীর ক্ষোভ আরও বাড়বে এবং জনশান্তি বিঘ্নিত হতে পারে।”

এ বিষয়ে অভিযুক্ত রেজাউল কাজীর সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এলাকাবাসী দ্রুত তদন্ত ও আইনানুগ ব্যবস্থার জন্য জেলা প্রশাসন ও স্থানীয় প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।

তবে এ বিষয়ে কিছু জানেন না বলে জানান ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা সুলতানা নাসরিন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

অপরাধ নিয়ে আরও পড়ুন

রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যা চেস্টা মামলায় জেলা আওয়ামী লীগের সদস্য এবং সাবেক জেলা পরিষদ সদস্য আলতাফ হোসেনকে গ্রেফতার করেছে মহানগর পুলিশ।

৩৫ মিনিট আগে

বিড়ি শিল্পের উপর থেকে শুল্ক ও অগ্রিম আয়কর প্রত্যাহারসহ চার দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন বৃহত্তর রংপুর অঞ্চল।

৪৩ মিনিট আগে

ময়মনসিংহ নগরের টাউন হল এলাকায় জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের স্ত্রী ও সাবেক বিরোধীদলীয় নেত্রী রওশন এরশাদের পৈতৃক বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

২ ঘণ্টা আগে

সাতক্ষীরার তালায় অপ্রাপ্ত বয়স্ক এক কলেজ ছাত্রীর বাল্যবিবাহে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বৃহস্পতিবার (১৫মে) তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার এ আদেশ জারি করেন।

২ ঘণ্টা আগে