সাতক্ষীরায় ৭ মাসে স্বর্ণসহ ৪৫ কোটি টাকার পণ্য জব্দ, আটক- ২৬

প্রতিনিধি
সাতক্ষীরা
Thumbnail image
ছবি: প্রতিনিধি

চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে সাতক্ষীরার বিভিন্ন সীমান্ত ৭ মাসে ৩ কেজির অধিক স্বর্ণসহ ৪৫ কোটি টাকার পণ্য জব্দ এবং ২৬ জনকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার বিকালে এ তথ্য জানান, সাতক্ষীরা -৩৩ ব্যাটেলিয়ান বিজিবি অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় , সাতক্ষীরা সীমান্ত পাড়ে রাত গভীর হলেই সক্রিয় হয়ে ওঠে চোরাচালান চক্র। কখনও নদীপথ, কখনও গোপন সড়ক পথ দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে অবৈধভাবে আনা হচ্ছে ফেনসিডিল, ইয়াবা, গাঁজা, স্বর্ণের বার, রুপা, প্রসাধনী, ওষুধ, কাপড় ইত্যাদি। এতে রাতারাতি কোটিপতি বনে যেতে সক্রিয় রয়েছে স্থানীয় অনেকগুলো শক্তিশালী সিন্ডিকেট। যাদেরকে প্রতিনিয়ত কঠোর নজরদারির মধ্যে রেখে তাদের অবৈধ পণ্যসামগ্রীসহ পণ্য পাচারকারীদের হুমকির মুখে রেখেছেন সাতক্ষীরা বিজিবি।

বিজিবি জানায় , চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই মাস পর্যন্ত মাত্র সাত মাসে সাতক্ষীরা সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ৪৪ কোটি ৯৪ লাখ ২৪ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ করেছে। এ সময় ২৬ জন চোরাকারবারিকে আটক করা হয়েছে। যাদের অনেকেই পেশাদার চোরাকারবারি চক্রের সদস্য বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

সাতক্ষীরা -৩৩ ব্যাটেলিয়ান বিজিবি অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক জানান, গত ৭ মাসে ৩ কেজি ১৭৫ গ্রাম স্বর্ণ, ৯০ পিস ডায়মন্ডের নাকফুল, ২৯ কেজি ৪১৫ গ্রাম রুপা, ২১৮৭ বোতল ফেনসিডিল, ১৩১২ বোতল বিদেশি মদ, ১০.৫ কেজি গাঁজা, ২৫,৯৭০ পিস ইয়াবা, ৩০২১০ হাজারের বেশি নেশাজাতীয় ট্যাবলেট, বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, থ্রি-পিস, কসমেটিকস, ওষুধসহ বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ করেছে সাতক্ষীরা-৩৩ বিজিবির সদস্যরা।যার অনুমান মূল্য ৪৪ কোটি ৯৪ লক্ষ ২৪ হাজার টাকা। এসময় ২৬ জনকে আটক করা হয়েছে ।

সাতক্ষীরা ব্যাটালিয়নের ৫৪ কিলোমিটার সীমান্ত জুড়ে চোরাচালান দমনে দেশের আস্থার প্রতীক হিসেবে কাজ করছে সাতক্ষীরা বিজিবি। তাদের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ওই বিজিবি কর্মকর্তা।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

অপরাধ নিয়ে আরও পড়ুন

সাতক্ষীরার তালা উপজেলায় এক কৃষকের আঙিনায় জন্মেছে এক আশ্চর্য লম্বা বেগুন গাছ, যা এখন সারা এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দু। সাধারণত একটি বেগুন গাছের উচ্চতা এক থেকে দেড় ফুটের বেশি হয় না, কিন্তু এই গাছটির উচ্চতা প্রায় ১২ ফুটেরও বেশি। আশ্চর্যের বিষয়, এত লম্বা হওয়া সত্ত্বেও গাছটি ফলেও ভরপুর।

২ ঘণ্টা আগে

নীলফামারীতে অবস্থিত নীলসাগরের সৌন্দর্য বর্ধণের কাজ শুরু হয়েছে

১ দিন আগে

১১ অক্টোবর সিনিয়র সহকারী জজ আদালতের নাজিরের মাধ্যমে ডিক্রিদার উপস্থিতিতে ৪ শতাংশ নালিশীয় জমির ওপর ৩টি টিনের চালাঘর উচ্ছেদের নির্দেশ দেওয়া হয়েছিল

১ দিন আগে

সাতক্ষীরার কলারোয়া সরকারী হাইস্কুলে ২-৪ নভেম্বর তাফসির মাহফিল আয়োজনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা অবনতির শঙ্কা দেখা দিয়েছে

১ দিন আগে