এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কা, নিহত ৪

প্রতিনিধি
মুন্সীগঞ্জ
Thumbnail image
ছবি: সংগৃহীত

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৪ থেকে ১৫ জন। গতকাল শুক্রবার দিনগত রাত তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

উপজেলার সিংপাড়া-নওয়াপাড়া ও হাঁসাড়া ব্রিজ-২–এর মাঝামাঝি লন্ডন স্কুলের সামনে ট্রাকের পেছনে যাত্রীবাহী একটি বাস সজোরে ধাক্কা দেয়। বাস ও ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়ের সড়কদ্বীপের রেলিংয়ে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে বাসের দুই যাত্রী নিহত হন। হাসপাতালে নেওয়ার পর মারা যান আরও দুজন। বাসের আরও ১৪ থেকে ১৫ জন যাত্রী আহত হয়েছেন।

নিহতরা হলেন- যশোর সদর উপজেলার জালাল উদ্দিন ও জিল্লুর রহমান এবং আব্দুল হালিম ও ট্রাকের হেলপার হাসিব।

প্রত্যক্ষদর্শী, ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা যায়, যশোর থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘হামদান পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাস চলন্ত একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এ সময় দুই গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়ের মাঝখানের সড়ক দ্বীপের রেলিংয়ের সঙ্গে আলাদাভাবে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান।

দুর্ঘটনার খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠায়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজন মারা যায়। এতে মোট মৃতের সংখ্যা দাঁড়ায় চারজনে। এ ঘটনায় আরও অন্তত ১৫ জন আহত হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ দেওয়ান আজাদ হোসেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানান তিনি।

ঘটনার পর হাইওয়ে পুলিশ, স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী বাহিনী একযোগে কাজ করে দুর্ঘটনাকবলিত যান দুটি সরিয়ে নেয়। কিছু সময় যান চলাচল বিঘ্নিত হলেও পরে তা স্বাভাবিক হয়। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

অপরাধ নিয়ে আরও পড়ুন

শনিবার (৩০ আগস্ট) দুপুরে বোদা উপজেলার ঝলইশালশিরি ইউনিয়নের মোকরারি পাড়া জামে মসজিদের সামনে কামারহাট-ডাবরভাঙ্গা সড়কের উপর দাড়িয়ে ঘন্টাব্যাপী এই মানববন্ধন হয়

১০ মিনিট আগে

এ ঘটনায় ট্রাকের ‌ড্রাইভার ও হেলপার পলাতক আছে। দুর্ঘটনায় কবলিত বাস -ট্রাক ‌ করিমপুর হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়েছে

৩৭ মিনিট আগে

গুমের সাথে জড়িতদের অবিলম্বে বিচারের সম্মুখীন কর, গুমের সাথে ভিকটিম পরিবারের পূর্নবাসন কর, গুমের ভিকটিমদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার কর, বাংলাদেশ থেকে গুম চিরতরে নির্মুল কর শ্লোগান সম্বিলিত বিভিন্ন প্লেকার্ড নিয়ে মানববন্ধনে দাঁড়ান গুম হওয়া স্বজনরা

১ ঘণ্টা আগে

সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

২ ঘণ্টা আগে