সৈয়দপুরে অনলাইন জুয়ায় আসক্ত তরুণরা, গড়ে উঠেছে একাধিক কিশোর গ্যাং

প্রতিনিধি
সৈয়দপুর, নীলফামারি
Thumbnail image
ছবি: প্রতিনিধি

নীলফামারীর সৈয়দপুরে ছড়িয়ে পড়েছে অনলাইন জুয়ার দৌরাত্ম্য। অল্প সময়ে বিপুল টাকার মালিক হওয়ার নেশায় বুদ এখানকার শহর গ্রামের শত শত তরুণেরা। আর তাঁদের খপ্পরে পড়ে নি:স্ব হচ্ছেন শত শত প্রবাসী, হারাচ্ছেন লাখ লাখ টাকা।
থাই, কালিয়ান, কেসিনো নামে এসব অনলাইন জুয়ার মাধ্যমে চলে অনলাইন জুয়ার আসর। শহর ছাপিয়ে এই জুয়ার ব্যবহার চলে গেছে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত। পাড়া-মহল্লার অলিগলিতে কিশোর-তরুণদের অনলাইন জুয়ার এইসব সাইটে বুঁদ থাকতে দেখা যায়। সচেতন মহল ও অভিভাবকরা বলছেন, উঠতি বয়সী ছেলেদের সারা দিন মোবাইল নিয়ে একসঙ্গে বসে থাকতে দেখা যায়। শুরুর দিকে বিষয়টি স্বাভাবিক মনে হলেও পরে জানা যায় তারা মোবাইলের মাধ্যমে বেটিং (ভার্চ্যূয়াল জুয়া) করছে। জুয়া খেলে অনেকে এখন বিশাল টাকার মালিক। করেছেন বাড়ি গাড়ি আর অনেক জমিজমা।
আবার এই জুয়ার টাকা পেয়ে অনেক তরুণ মাদকসেবনসহ নানা অপরাধমূলক কর্মকান্ডে জড়িয়ে যাচ্ছে। বাড়ছে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য। তবে পুলিশ জানিয়েছে, জুয়ার বিস্তার রোধে তাদের নিয়মিত অভিযান চলমান আছে।
খোঁজ নিয়ে জানা গেছে, সৈয়দপুর উপজেলার কাশিরাম, খাতামধুপুর, বোতলাগাড়ী, কামারপুকুর, বাঙ্গালিপুর ইউনিয়নসহ শহরের কাজীপাড়া, মিস্ত্রিপাড়া, হাতিখানা, মুন্সিপাড়া, সহ উপজেলার গ্রামীণ জনপদ প্রত্যন্ত এলাকায় জুয়ার প্রসার ঘটেছে।
ভার্চ্যূয়াল এই জুয়াকে কেন্দ্র করে শহরের বিভিন্ন পাড়া-মহল্লায় গড়ে উঠেছে একাধিক কিশোর গ্যাং। তারা জুয়ার টাকা জোগাড় করতে জড়িয়ে পড়ছে মাদক বেচাকেনাসহ নানা অপরাধমূলক কর্মকান্ডের সঙ্গে। দলবল নিয়ে দাপটের সাথে চলে তাঁদের মোটরসাইকেল মহড়া।
অনলাইন জুয়া সম্পর্কে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ বলেন, ‘সৈয়দপুরে অনলাইন জুয়ার বিরুদ্ধে আমরা নিয়মিত অভিযানও চালাচ্ছি। বেশ কিছু জুয়াড়িদের আইনের আওতায় আনা হয়েছে।’ তিনি আরও জানান, শুধু পুলিশি অভিমানে এ জুয়া প্রতিরোধ করা সম্ভব না। এ জন্য এলাকাভিত্তিক সামাজিক প্রতিরোধ প্রয়োজন। যারা অনলাইন জুয়ার সঙ্গে জড়িত তাদের অনেকেই মাদককারবারি ও ভিসা প্রতারণার সঙ্গে জড়িত। আমরা নিয়মিত অভিযান চালাচ্ছি। অনেককেই আইনের আওতায় আনা হয়েছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

অপরাধ নিয়ে আরও পড়ুন

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার মেয়ে জাইমা রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগে জামালপুরের সরিষাবাড়ী আমলী আদালত সোমবার (১৫ ডিসেম্বর) সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানসহ দুই আসামীর আদালতে হাজির হওয়ার জন্য পত্রিকা

১৩ ঘণ্টা আগে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নিরাপত্তা ও নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে সাতক্ষীরা জেলা প্রশাসনের উদ্যোগে সোমবার (১৫ ডিসেম্বর) একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

১৪ ঘণ্টা আগে

চাঁপাইনবাবগঞ্জের মনোহরপুর সীমান্তে বিশেষ অভিযানে ৪টি বিদেশি পিস্তল, ৯টি ম্যাগাজিন এবং ২৪ রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি।

১৪ ঘণ্টা আগে

চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ লাইন্সে সোমবার (১৫ ডিসেম্বর) সকালে মাস্টার প্যারেড ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। সকালেই পুলিশ লাইন্সের মাঠে প্যারেডে সালাম গ্রহণের পর সভা শুরু হয়।

১৪ ঘণ্টা আগে