পুলিশকে চাকরিচ্যুতির হুমকি দেওয়া ছাত্রদল নেতা গ্রেপ্তার

প্রতিনিধি
মানিকগঞ্জ
Thumbnail image
গ্রেপ্তার ছাত্রদল নেতা ফজলুল করিম শামীম। ছবি : সংগৃহীত

উল্টো পথে রিকশা নিতে বাধা দেওয়ায় মানিকগঞ্জে দায়িত্বরত ট্রাফিক পুলিশকে চাকরিচ্যুত করা ও মারধরের হুমকি দেওয়ার অভিযোগে ফ্রান্স শাখা যুবদলের সভাপতি ফজলুল করিম শামীমকে আটক করেছে পুলিশ। তিনি ফ্রান্স শাখা ছাত্রদলের সাবেক সভাপতি ও বর্তমান জেলা যুবদলের কর্মী।

আজ সোমবার সকালে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে। মানিকগঞ্জ সদর থানার ওসি এসএম আমান উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গতকাল রোববার সন্ধ্যায় মানিকগঞ্জ শহরের শহীদ রফিক সড়কের উত্তরা ব্যাংক মোড়ে ট্রাফিক পুলিশের সঙ্গে ছাত্রদল নেতার বাগবিতণ্ডার ঘটনা ঘটে।

পুলিশ জানায়, রোববার বিকেলে শহরের উত্তরা এলাকায় ট্রাফিক পুলিশের দায়িত্বে ছিলেন কনস্টেবল শাহীন। ফজলুল করিম শামীম নিজেকে জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক পরিচয় দিয়ে ওয়ান-ওয়ে সড়ক দিয়ে রিকশা নিয়ে যেতে চান। ট্রাফিক পুলিশ সদস্য শাহীন তাকে নিয়ম মানতে বললে শামীম ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং চাকরিচ্যুত করার হুমকি দেন। ঘটনার একপর্যায়ে ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছলে শামীম তাদের সঙ্গেও অশালীন আচরণ করতে থাকেন। শামীমের আচরণ উগ্র হয়ে ওঠায় ট্রাফিক পুলিশ সদস্যরা তাকে আটক করে থানায় সোপর্দ করেন।

ঘটনাস্থলে উপস্থিত জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জিয়াউদ্দিন আহমেদ কবির জানান, শামীম জেলা যুবদলের কোনো নেতা নন। তিনি যুবদলের একজন কর্মী মাত্র। তিনি বিষয়টি মীমাংসা করে শামীমকে ছেড়ে দেওয়ার অনুরোধ করেন ট্রাফিক পুলিশকে।

এ বিষয়ে জেলা যুবদলের সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন বলেন, ফজলুল করিম শামীম ফ্রান্স শাখা ছাত্রদলের সভাপতি। ঘটনাটি ইফতারের আগ মুহূর্তে ঘটেছে। এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা, যা ভুল বোঝাবুঝির কারণে ঘটেছে। দলীয়ভাবে আমরা বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছি। তারেক রহমানের নির্দেশনা এবং জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার দিকনির্দেশনা অনুসরণ করে আমরা যথাযথ পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব।

মানিকগঞ্জ সদর থানার উপপুলিশ পরিদর্শক দেবদুলাল জানান, দায়িত্বরত ট্রাফিক পুলিশের সঙ্গে খারাপ আচরণ করার অভিযোগে শামীম নামে একজনকে আটক করা হয়েছে।

মানিকগঞ্জ সদর থানার ওসি এসএম আমান উল্লাহ জানান, দায়িত্বরত ট্রাফিক পুলিশের সঙ্গে খারাপ আচরণ ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে শামীম নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পুলিশের সরকারি কাজে বাধা দেওয়ায় তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। আজ তাকে আদালতে পাঠানো হয়েছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

অপরাধ নিয়ে আরও পড়ুন

চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার আতুরার ডিপো এলাকায় রোববার ভোরে ঘটে গেল এক ভয়াবহ ঘটনা। চলন্ত সিএনজিচালিত অটোরিকশায় হঠাৎ করে নিক্ষেপ করা হয় পেট্রোলবোমা। মুহূর্তেই দাউদাউ করে জ্বলে ওঠে আগুন, দগ্ধ হন দুই নারী যাত্রী।

১ few সেকেন্ড আগে

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে গঠিত কনসালট্যান্ট কমিটির মতে, সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়ন করতে গেলে শিক্ষকদের আলাদা বেতনকাঠামো প্রয়োজন। এ মুহূর্তে সহকারী শিক্ষকদের দশম গ্রেড প্রদান সম্ভব নয়।

২ মিনিট আগে

গত বছরের ৫ আগস্টের আগ পর্যন্ত জামসেদুল ইসলাম টুটুল ছিলেন নোয়াখালীর হাতিয়া উপজেলার হরণী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক। তবে, আওয়ামী লীগ সরকারের পতনের পর নিজের রাজনীতির অবস্থান পরিবর্তন করে তিনি এখন জিয়া মঞ্চের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

৬ মিনিট আগে

সাংবাদিকতার আড়ালে রাজশাহীতে চলছে প্রকাশ্যে চাঁদাবাজি। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে এ চাঁদাবাজি শুরু হলেও এখন চলছে সমানতালে।

৯ মিনিট আগে