সম্পত্তি হাতিয়ে নিতে বৃদ্ধা মাকে বাড়িতে ঢুকতে বাধা, ছেলে গ্রেফতার

প্রতিনিধি
নওগাঁ
Thumbnail image
ছবি: প্রতিনিধি

সম্পত্তি হাতিয়ে নিতে বৃদ্ধা মাকে নিজ বাড়িতে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগে মোস্তাফিজুল ইসলাম সোহাগ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে নওগাঁ শহরের কাজীর মোড়ে।

জানা গেছে, বাড়িতে ঢুকতে না পারায় ৭০ বছর বয়সী মা বিলকিল আক্তার দীর্ঘ ছয় ঘণ্টা গ্যারেজে বসে ছিলেন। মায়ের অভিযোগের ভিক্তিতে তাকে গ্রেফতার করা হয়।

মা বিলকিস আক্তার জানান, গতকাল সোমবার বেলা ১১টার দিকে নিজ বাড়ির দ্বিতীয় তলার ফ্ল্যাটে ফিরতে গিয়ে তিনি দেখতে পান, সিঁড়ির মুখে লোহার গেট লাগানো এবং তাতে তালা ঝুলছে। ছেলেকে ফোন করে জানালে সে স্পষ্ট জানিয়ে দেন—‘তুই তো দুই আনার মালিক, রাস্তায় গিয়ে থাক।’

ঘটনার পর বাড়ির নিচতলার গ্যারেজে বসে ছিলেন বিলকিস। তারপর বিকেলে নওগাঁ সদর থানায় গিয়ে ছেলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। এরপরে রাতেই পুলিশ মোস্তাফিজুলকে গ্রেফতার করে।

পরিবার সূত্রে জানা গেছে, প্রায় ৩০ বছর আগে কাজীর মোড়ে ১০ শতক জমির ওপর বিলকিস আক্তার ও তাঁর স্বামী বাড়ি নির্মাণ করেন। স্বামীর মৃত্যুর পর আইন অনুযায়ী জমি ও বসতবাড়ির মালিকানা বিলকিস আক্তার ও তাঁর তিন সন্তান—এক ছেলে ও দুই মেয়ের মধ্যে ভাগ হয়। মেয়েরা তাদের অংশ মায়ের নামে লিখে দেয়। ছেলে মোস্তাফিজুল সম্পত্তি এককভাবে দখলে নিতে চাপ দিতে থাকেন মাকে।

পারিবারিক সূত্রে আরো জানা গেছে, এর আগেও মোস্তাফিজুল তার মাকে নির্যাতন করেছেন। ছেলের সাথে বিবাদের জেরে তিনি ২০২১ সাল থেকে বড় মেয়ের বাসায় থাকছেন। গতকাল সোমবার তিনি নিজের ফ্ল্যাটে ফিরে যেতে চাইলে বাড়ির সিঁড়ির মুখে তালাবদ্ধ লোহার গেট দেখতে পান। ছেলেকে ফোন করলে তিনি স্পষ্ট জানান, তাকে (মাকে) বাড়িতে ঢুকতে দেবেন না। পরে বাড়ির নিচতলায় গ্যারেজে দিনভর বসে থাকেন তিনি।

স্থানীয়রা মায়ের পক্ষ কথা বললে তাদের সাথেও খারাপ আচরণ করেন, সেই সাথে প্রকাশ্যে সকলের সামনে মা বিলকিস আক্তারকে ধাক্কা মেরে বের করে দেন। এরপরই তিনি (মা)স্থানীয় থানায় গিয়ে ছেলের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন।

ঘটনার ভিডিও ও প্রমাণ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জনমনে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় ওঠে। স্থানীয়রা এ ঘটনায় দ্রুত বিচার এবং মায়ের সুরক্ষা নিশ্চিতের দাবি জানিয়েছেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

অপরাধ নিয়ে আরও পড়ুন

টাঙ্গাইলের ঘাটাইলে ছেলে জামিলের (২০) বিরুদ্ধে বাবা রাশিদুল হক খান সুমনকে (৪৭) অতিমাত্রায় ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ উঠেছে।

১ দিন আগে

এঘটনায় সিআইডি ও পিবিআইয়ের সদস্যরা বিভিন্ন আলামত সংগ্রহ করেছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। সোয়েলের পরনে ছিল সাদা স্যান্ডো গেঞ্জি ও লুঙ্গি।

১ দিন আগে

বাগেরহাটের ফকিরহাট এলাকার কাটাখালী মোড় থেকে অভিযান চালিয়ে এক গাঁজা ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

১ দিন আগে

ফেনীর ছাগলনাইয়া থানার পুলিশ ও বিজিবি পৃথক অভিযানে মাদক ও চোরাচালান পণ্য উদ্ধার এবং তিনজনকে আটক করেছে।

১ দিন আগে