তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ছাত্রদল নেতাসহ আটক ৪

প্রতিনিধি
যশোর
Thumbnail image
পুলিশের হাতে আটক ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক, দপ্তর সম্পাদকসহ চার যুবক। ছবি : সংগৃহীত

যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী ইউনিয়নের পটুয়াপাড়া গ্রামে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ইউনিয়ন ছাত্রদলের দুই নেতাসহ চার যুবককে আটক করেছে পুলিশ।

গতকাল রোববার বিকেল সাড়ে ৩টায় উপজেলার গদখালী ইউনিয়নের পটুয়াপাড়া গ্রামের একটি লিচু বাগানে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ওই নারী ৯৯৯-এ কল দিলে তাকে উদ্ধার করে পুলিশ। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় সন্ধ্যায় অভিযুক্ত চার যুবককে আটক করা হয়।

আটকরা হলো ঝিকরগাছার গদখালী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন (বাপ্পী) ও দপ্তর সম্পাদক ইয়াসিন আরাফাত, তাদের দুই সহযোগী জাবেদ হোসেন ও আমিনুর রহমান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকেলে গদখালী বাজারে আমিনুরের দোকানে ২০ বছর বয়সী ওই তরুণী ফুল কিনতে যান। এ সময় আমিনুর মিথ্যা তথ্য দিয়ে মেয়েটিকে নাটুয়াপাড়া গ্রামে জাবেদের লিচুবাগানে নিয়ে যায়। সেখানে আমিনুল, জাবেদের সঙ্গে আবদুল্লাহ ও ইয়াসিন যোগ দেয়। পরে চারজনে মিলে তাকে ধর্ষণ করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই তরুণী বেনাপোলে তার এক স্বজনের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। ফেরার পথে গদখালী বাজারে নামেন। এরপর গদখালী বাজারের ফুলের দোকানি আমিনুর রহমানের দোকানে গেলে তার চার বন্ধুর সঙ্গে পরিচয় হয় তরুণীর। এ সময় তারা তরুণীকে গদখালী এলাকায় ফুলবাগান দেখাতে নিয়ে যাওয়ার কথা বলে কৌশলে পটুয়াপাড়া গ্রামের জাবেদ হোসেনের লিচুবাগানে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করে।

এ বিষয়ে জানতে চাইলে ঝিকরগাছা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আশরাফুল আলম বলেন, কোনো ব্যক্তির দায় সংগঠন নেবে না। জাতীয়তাবাদী ছাত্রদলে কোনো অপরাধীর ঠাঁই নেই। অভিযুক্ত দুজনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

ঝিকরগাছা থানার ওসি বাবলুর রহমান খান বলেন, বিকেলে তরুণী ফোন করে জানান চারজন মিলে তাকে ধর্ষণ করেছে। পরে তাকে উদ্ধার করে থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়। অভিযুক্ত চারজনকে আটক করা হয়েছে। তরুণীর স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

অপরাধ নিয়ে আরও পড়ুন

সাংবাদিকতার আড়ালে রাজশাহীতে চলছে প্রকাশ্যে চাঁদাবাজি। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে এ চাঁদাবাজি শুরু হলেও এখন চলছে সমানতালে।

১ few সেকেন্ড আগে

নরসিংদীর বিলাসদী এলাকায় প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে ট্রেনের ধাক্কায় নিহত হয়েছেন সুমাইয়া আক্তার (১৬) নামের এক স্কুলছাত্রী। রোববার (২০ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে।

২৯ মিনিট আগে

বৈশাখের খরতাপ উপেক্ষা করে এখন যেন উপকূলজুড়ে এক অন্যরকম উৎসবের আবহ। বাগেরহাটের মোংলা, মোরেলগঞ্জ, শরণখোলা, রামপাল- প্রায় সব উপজেলার মাঠে মাঠে চলছে বোরো ধান কাটার ধুম।

১ ঘণ্টা আগে