সাতক্ষীরায় হত্যা মামলা, সাংবাদিক হাবিবুরের জামিন না মঞ্জুর

প্রতিনিধি
সাতক্ষীরা
Thumbnail image
ফাইল ছবি

সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক সাতনদী পত্রিকার সম্পাদক ও প্রকাশক হাবিবুর রহমান (৫৫)একটি হত্যা মামলায় জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো: নজরুল ইসলাম এ আদেশ দেন। এর আগে হাবিবুর রহমান হত্যা মামলায় উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন। সাংবাদিক হাবিবুর রহমান সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক সাতনদী পত্রিকার সম্পাদক ও প্রকাশক। তার আইনজীবি এ্যাড. আব্দুল মজিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রসঙ্গ: ৫ আগষ্ট পরবর্তী আইন শৃঙ্খলা অবনতিতে দেবহাটার খলিশাখালীতে ১৩২৮ বিঘা মৎস্য ঘেরে সন্ত্রাসীরা প্রকাশ্যে অস্ত্রের মহাড়া দিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে। এ ঘটনার পর ২০২৪ সালের ১ নভেম্বর ভোরে সাতক্ষীরার দেবহাটা উপজেলা ভূমিহীন জনপদে সন্ত্রাসী ঘটনায় সেনাবাহিনী পুলিশ যৌথবাহিনী অভিযান করে। এসময় গনপিটুনিতে সন্ত্রাসী কামরুল ইসলাম(৪০) নিহত হয়। যৌথবাহিনী এসময় ঘটনাস্থল থেকে ১৫ টি হাতবোমা, ৫টি দেশীরামদা, বিপুল পরিমান বোমা তৈরীর সরঞ্জামসহ আগ্নেয়াস্ত্র উদ্ধার করে এবং ৬ জন সন্ত্রাসীকে গ্রেপ্তার করে।

এ ঘটনায় কয়েক দিন পর নিহত কামরুল ইসলামের স্ত্রী তার স্বামীকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে দাবী করে একটি হত্যা মামলা দায়ের করে। এই মামলা স্থানীয় জমির মালিকদের আসামি করার পাশাপাশি সাংবাদিক হাবিবুর রহমানকেও আসামি করা হয়। এর আগে সাংবাদিক হাবিবুর রহমান উচ্চ আদালত থেকে জামিন নেন। জামিনের মেয়াদ শেষে সাংবাদিক হাবিবুর রহমান আজ বৃহস্পতিবার সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালতে জামিনের প্রার্থনা করেন। আদালতের বিজ্ঞ বিচারক মো: নজরুল ইসলাম জামিন না মঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

অপরাধ নিয়ে আরও পড়ুন