কোটি টাকা প্রতারণা, জিনের বাদশা চক্রের ৩ সদস্য গ্রেফতার

প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক
Thumbnail image
ছবি: সংগৃহীত

প্রথমে বিশ্বাস অর্জন ও পরে ধাপে ধাপে প্রতারণা। এমনই এক চক্র তান্ত্রিক জৈনপুরী ও জিনের বাদশা। যার তিন সদস্যকে গ্রেফতার করেছে পিবিআই। সংস্থাটি জানায়, গত ৭ বছরে কয়েক হাজার লোকের সঙ্গে প্রতারণা করে চক্রটি হাতিয়ে নিয়েছে প্রায় কয়েক কোটি টাকা।

স্বামী-স্ত্রীর পরকীয়া সমাধান, অবাধ‍্য সন্তানকে বাধ‍্য করা কিংবা চাকরিতে প্রমোশনের মতো সমস্যা সমাধান করেন অভিজ্ঞ জৈনপুরি মা ফাতেমা। ইউটিউবে এমন অভিনব বিজ্ঞাপন দিয়ে প্রতারণা করে কোটি কোটি টাকা হাতিয়া নেয় এই চক্রটি।

আজ রোববার রাজধানীর ৬০ ফিট রোডে পিবিআই উত্তরের কার্যালয়ে সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ এনায়েত হোসেন মান্নান এসব তথ্য জানান।

তিনি জানান, ভুক্তভোগী রহিমা সৌদি প্রবাসী স্বামীর জন্য কফিলকে টাকা দিয়েও ভিসা পায় না। পরে বিজ্ঞাপন দেখে শরণাপন্ন হন জিনের বাদশার। এর প্রতারণার মাধ্যমে তার কাছ থেকে হাতিয়ে নেয়া হয় দশ লাখ বিশ হাজার টাকা।

এরপর রহিমা বেগমের অভিযোগের ভিত্তিতে অভিযানে নামে পিবিআই। ভোলার বোরহানউদ্দিন থেকে গ্রেফতার করা হয় চক্রের তিন সদস্যকে। উদ্ধার করা হয় চারটি মোবাইল, বিজ্ঞাপনের ছবি ভিডিওসহ প্রতারণায় ব্যবহৃত নানা সরঞ্জাম।

মোহাম্মদ এনায়েত হোসেন মান্নান বলেন, ‘ বিভিন্ন সময় নারীর কন্ঠে কথা বললেও এই চক্রের সকলেই পুরুষ সদস্য। প্রতারণার কৌশল হিসেবে চটকদারি বিজ্ঞাপন বিভিন্ন টেলিভিশন প্রচার করে প্রতারণা করে আসছিলো এই চক্র।’

২০১৯ সাল থেকে শুরু করে প্রতারণা করে এ পর্যন্ত প্রায় চক্রটি হাতিয়ে নিয়েছে কয়েক কোটি টাকা।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

অপরাধ নিয়ে আরও পড়ুন

খুলনার যুবক নাঈম মোল্লা হত্যাকাণ্ডে গ্রেপ্তার টিকটকার নুসরাত আমিন সুমনা নিজের সম্পৃক্ততার কথা জানিয়ে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। তার জবানবন্দি রেকর্ড করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত- ২ এর বিচারক মো. আল আমিন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

১ ঘণ্টা আগে

জামালপুরের মেলান্দহ উপজেলায় আওয়ামী লীগের নেতাকে নিয়ে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন করা হয়েছে। এ মেলার আয়োজন করেন উপজেলা ভূমি অফিস।

৪ ঘণ্টা আগে

এখানে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন জেলা কৃষক লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও স্থানীয় বিতর্কিত সামাজিক প্রতিষ্ঠান "পরস্পর"-এর ম্যানেজার আমিনুন্নাহার পিয়া। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অতীতে একাধিক দুর্নীতির অভিযোগ থাকা সত্ত্বেও এমন একজনকে বিচারক নির্বাচনের ঘটনায় বিতর্ক সৃষ্টি হয়েছে।

৪ ঘণ্টা আগে