টেকনাফে হাত বোমা ও সরঞ্জামসহ আটক-২

প্রতিনিধি
Thumbnail image

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের সীমান্তবর্তী ফুলের ডেইল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৬৯টি হাত বোমা ও বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জামসহ দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গতকাল শনিবার রাতে টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়কের নেতৃত্বে ওই এলাকায় অভিযান চালায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে গেলেও, একটি জরাজীর্ণ টিনশেড ঘরে তল্লাশি চালিয়ে মোঃ সম্রাট প্রধান (৩৩) ও মোঃ অন্তর (৩২) নামে দুইজনকে আটক করা হয়। উদ্ধার করা হয় ৬৯টি হাত বোমা, ১.৬ কেজি সালফার, ১.৩ কেজি লালা, ৩১টি জর্দার কৌটা, ২২০ গ্রাম গুনার তার ও একটি প্লাস।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, তারা একটি সংঘবদ্ধচক্র। দীর্ঘদিন ধরে তারা চুক্তিভিত্তিক বোমা তৈরি করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। ধারণা করা হচ্ছে, স্থানীয় আধিপত্য বিস্তার ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের জন্য এসব বোমা তৈরি করা হচ্ছিল।

আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। পলাতকদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং সংশ্লিষ্ট বাড়ির মালিকের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে।

টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। সীমান্ত এলাকায় সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

অপরাধ নিয়ে আরও পড়ুন

আঞ্চলিক সশস্ত্র গ্রুপগুলোর অপতৎপরতা স্থবির হয়ে পড়েছে খাগড়াছড়ি ও সাজেকের পর্যটন শিল্প। ক্ষতির মুখে পড়েছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। ক্ষতি কাটিয়ে উঠতে নিরাপত্তা বাহিনীর ক্যাম্প স্থাপন,সন্ত্রাসীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযাসহ প্রত্যাশী পদক্ষেপ নেয়ার দাবি সংশ্লিষ্টদের।

৩ ঘণ্টা আগে

টাঙ্গাইলের কালিহাতীতে রায়হান (২৮) নামে এক যুবককে নির্মমভাবে কুপিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ মে) দুপুর তিনটার দিকে টাঙ্গাইলের বাসাইল উপজেলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

৬ ঘণ্টা আগে

নরসিংদীর রায়পুরায় আওয়ামী লীগের দু'পক্ষের সংঘর্ষে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আরও বেশ কয়েক জন আহত হয়েছে। এর মধ্যে গুরুতর আহত একজনকে ঢাকায় পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

৬ ঘণ্টা আগে