চাঁদার দাবিতে ইউপি সদস্যকে পিটিয়ে আহত

প্রতিনিধি
বরিশাল ব্যুরো
Thumbnail image
ছবি: প্রতিনিধি

চাঁদার দাবিতে জসিম উদ্দিন হাওলাদার (৩৩) নামের এক ইউপি সদস্যকে বেধরক পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়রা আহতকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করেছেন। ঘটনাটি ঘটেছে সোমবার (১৬ জুন) দিনগত রাত এগারোটার দিকে বরিশালের গৌরনদী উপজেলার পূর্ব শরিফাবাদ গ্রামে।

আহত ইউপি সদস্য জসিম গৌরনদীর মাহিলাড়া ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব ও পশ্চিম শরিফাবাদ এলাকার ইউপি সদস্য।

আজ মঙ্গলবার (১৭ জুন) দুপুরে গৌরনদী উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন আহত ইউপি সদস্য জসিম উদ্দিন অভিযোগ করে বলেন, পুর্বের জমি ক্রয়-বিক্রয়ের একটি ঘটনাকে কেন্দ্র করে পূর্ব শরিফাবাদ গ্রামের মৃত মোসলেম হাওলাদারের ছেলে ইউনুস হাওলাদার আমার কাছে মোটা অঙ্কের টাকা চাঁদা দাবি করে আসছিল।

ইউপি সদস্য আরও অভিযোগ করেন, গত পাঁচদিন পূর্বে ইউনুস হাওলাদারের বাড়ির পাশে আমি একটি বিল্ডিং নির্মাণ কাজের কন্ট্রাক্ট নেই।

বিল্ডিং নির্মাণের ওই কাজ থেকেও দুই লাখ টাকা চাঁদা দাবি করে ইউনুস। বিষয়টি আমি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানালে ইউনুস ক্ষিপ্ত হন। তারই ধারাবাহিকতায় সোমবার দিনগত রাত এগারোটার দিকে কাজের সাইড থেকে বাসায় ফেরার পথে ইউনুস ও তার সহযোগীরা আমার ওপর অতর্কিত হামলা চালায়। তারা আমাকে পিটিয়ে গুরুতর আহত করে।

হামলাকারীরা সবাই স্থানীয় বিএনপির রাজনীতির সাথে জড়িত বলেও ইউপি সদস্য জসিম উল্লেখ করেন।

এ বিষয়ে অভিযুক্ত ইউনুস হাওলাদার চাঁদা দাবি ও হামলার অভিযোগ পুরোপুরি অস্বীকার করে বলেন, আমার বিরুদ্ধে মিথ্যে অপপ্রচার চালানো হচ্ছে।

গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া জানিয়েছেন, হামলার ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

অপরাধ নিয়ে আরও পড়ুন

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ট্রেনের ধাক্কায় তাসলিমা নামে ২ বছরের শিশু নিহত হয়েছে। মৃত শিশু তাসলিমা নাচোল উপজেলার কসবা ইউনিয়নের যাদুপুর গ্রামের মশিউর রহমানের মেয়ে।

৬ ঘণ্টা আগে

স্থানীয়রা জানান, নৌকা বাইচ শুধু একটি খেলাধুলা নয়; এটি গ্রাম বাংলার ঐতিহ্যের অংশ, যা গ্রামীণ সমাজে ঐক্য ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

৬ ঘণ্টা আগে

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ধরলা নদী থেকে অবৈধভাবে উত্তোলিত বালু বিক্রির উদ্দেশ্যে পরিবহণ করার অভিযোগে এক ব্যক্তিকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

৯ ঘণ্টা আগে

কোন প্রকার পূর্বে নোটিশ ছাড়া দুপুরে আনসারসহ একজন ম্যাজিস্ট্রেট এসে জিলা স্কুলের সামনে মাইক্রো স্ট্যান্ডে পার্কিং এ থাকা কয়েকটি গাড়ি ভেকু মেশিন দিয়ে ভেঙে দেয়। পরে তারা পৌর বাজারের সামনে দোকানপাট উচ্ছেদ করে। এ সময় পরিবহন শ্রমিক ও হকার-ব্যবসায়ীরা ক্ষিপ্ত হয়ে গাড়িতে ইট-পাটকেল নিক্ষেপ করে

৯ ঘণ্টা আগে