জামালপুর
জামালপুর জেলায় পৃথক অভিযানে বিপুল পরিমাণ সরকারি চাল জব্দ করেছে যৌথ বাহিনী। জেলার ইসলামপুর ও সরিষাবাড়ী উপজেলায় পরিচালিত এই অভিযানে মোট ১৩ হাজার ১০০ কেজি সরকারি চাল উদ্ধার করা হয়েছে। এ সময় চারজনকে আটক করা হয়।
অভিযান দুটি পরিচালনা করেন সেনাবাহিনী, স্থানীয় প্রশাসন এবং পুলিশ সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী। জব্দকৃত চালগুলো সরকারি ভিজিএফ এবং অন্যান্য কর্মসূচির আওতায় বিতরণের কথা থাকলেও তা অবৈধভাবে মজুত ও বাজারজাত করা হচ্ছিল।
রোববার (০১ জুন) দিবাগত রাত ২টার দিকে ইসলামপুর পৌরসভার গাঁওকুড়া এলাকায় অবস্থিত মা রাইস মিলের একটি গুদামে অভিযান চালিয়ে ২০৬ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়। প্রতিটি বস্তায় ৫০ কেজি করে মোট ১০ হাজার ৩০০ কেজি চাল জব্দ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন সেনাবাহিনীর ক্যাপ্টেন আহসান, ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুর রহমান, এবং ইসলামপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল্লাহ।
আটক করা হয়েছে ওই মিলের ভাড়াটে ব্যবসায়ী আরিফ মিয়াকে। তিনি দীর্ঘদিন ধরে সরকারি চাল বিভিন্ন কোম্পানির সিলযুক্ত বস্তায় ভরে বাজারে বিক্রি করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।
ইসলামপুর থানার ওসি সাইফুল্লাহ বলেন, রাত ১টার দিকে সেনাবাহিনীর একটি টহল দল অভিযানে অংশ নেয় এবং অবৈধ মজুদকৃত চাল জব্দ করে।
ইউএনও তৌহিদুর রহমান বলেন, আরিফ মিয়া দাবি করেছেন তিনি চালগুলো কিনেছেন কিন্তু বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি। তাই গোডাউন সিলগালা করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অপরদিকে রোববার (১ জুন) রাতে সরিষাবাড়ী উপজেলার ভাটারা ইউনিয়নের ভাটারা রেলক্রসিং সংলগ্ন একটি দোকানে অভিযান চালিয়ে ৫৬ বস্তা ভিজিএফ চাল উদ্ধার করা হয়। প্রতিটি বস্তায় ৫০ কেজি করে মোট ২৮০০ কেজি চাল জব্দ করা হয়। অভিযানে তিনজনকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন—উপজেলার রঘুনাথপুর এলাকার আশিক মিয়া, শাওয়ান আলীর ছেলে মো. শান্ত এবং সানাকৈর গ্রামের রায়হান মিয়া।
অভিযানে নেতৃত্ব দেন তারাকান্দি সেনা ক্যাম্প (২৬ বীর)-এর সিনিয়র ওয়ারেন্ট অফিসার ছাবিদ আলী। সঙ্গে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) লিজা রিছিল এবং সরিষাবাড়ী থানার এসআই ফখরুল।
গোয়েন্দা সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে দেখা যায়, ভিজিএফ কার্ডের মাধ্যমে প্রাপ্ত চাল বস্তা পরিবর্তন করে বিক্রির জন্য ইজিবাইকে করে পাচারের প্রস্তুতি চলছিল। ঠিক সে সময় চালগুলো জব্দ এবং অভিযুক্তদের আটক করা হয়।
সরিষাবাড়ী থানার ওসি মোহাম্মদ রাশেদুল হাসান বলেন, “উদ্ধারকৃত চাল ও আটককৃত তিনজনকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”
জামালপুর জেলায় পৃথক অভিযানে বিপুল পরিমাণ সরকারি চাল জব্দ করেছে যৌথ বাহিনী। জেলার ইসলামপুর ও সরিষাবাড়ী উপজেলায় পরিচালিত এই অভিযানে মোট ১৩ হাজার ১০০ কেজি সরকারি চাল উদ্ধার করা হয়েছে। এ সময় চারজনকে আটক করা হয়।
অভিযান দুটি পরিচালনা করেন সেনাবাহিনী, স্থানীয় প্রশাসন এবং পুলিশ সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী। জব্দকৃত চালগুলো সরকারি ভিজিএফ এবং অন্যান্য কর্মসূচির আওতায় বিতরণের কথা থাকলেও তা অবৈধভাবে মজুত ও বাজারজাত করা হচ্ছিল।
রোববার (০১ জুন) দিবাগত রাত ২টার দিকে ইসলামপুর পৌরসভার গাঁওকুড়া এলাকায় অবস্থিত মা রাইস মিলের একটি গুদামে অভিযান চালিয়ে ২০৬ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়। প্রতিটি বস্তায় ৫০ কেজি করে মোট ১০ হাজার ৩০০ কেজি চাল জব্দ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন সেনাবাহিনীর ক্যাপ্টেন আহসান, ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুর রহমান, এবং ইসলামপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল্লাহ।
আটক করা হয়েছে ওই মিলের ভাড়াটে ব্যবসায়ী আরিফ মিয়াকে। তিনি দীর্ঘদিন ধরে সরকারি চাল বিভিন্ন কোম্পানির সিলযুক্ত বস্তায় ভরে বাজারে বিক্রি করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।
ইসলামপুর থানার ওসি সাইফুল্লাহ বলেন, রাত ১টার দিকে সেনাবাহিনীর একটি টহল দল অভিযানে অংশ নেয় এবং অবৈধ মজুদকৃত চাল জব্দ করে।
ইউএনও তৌহিদুর রহমান বলেন, আরিফ মিয়া দাবি করেছেন তিনি চালগুলো কিনেছেন কিন্তু বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি। তাই গোডাউন সিলগালা করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অপরদিকে রোববার (১ জুন) রাতে সরিষাবাড়ী উপজেলার ভাটারা ইউনিয়নের ভাটারা রেলক্রসিং সংলগ্ন একটি দোকানে অভিযান চালিয়ে ৫৬ বস্তা ভিজিএফ চাল উদ্ধার করা হয়। প্রতিটি বস্তায় ৫০ কেজি করে মোট ২৮০০ কেজি চাল জব্দ করা হয়। অভিযানে তিনজনকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন—উপজেলার রঘুনাথপুর এলাকার আশিক মিয়া, শাওয়ান আলীর ছেলে মো. শান্ত এবং সানাকৈর গ্রামের রায়হান মিয়া।
অভিযানে নেতৃত্ব দেন তারাকান্দি সেনা ক্যাম্প (২৬ বীর)-এর সিনিয়র ওয়ারেন্ট অফিসার ছাবিদ আলী। সঙ্গে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) লিজা রিছিল এবং সরিষাবাড়ী থানার এসআই ফখরুল।
গোয়েন্দা সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে দেখা যায়, ভিজিএফ কার্ডের মাধ্যমে প্রাপ্ত চাল বস্তা পরিবর্তন করে বিক্রির জন্য ইজিবাইকে করে পাচারের প্রস্তুতি চলছিল। ঠিক সে সময় চালগুলো জব্দ এবং অভিযুক্তদের আটক করা হয়।
সরিষাবাড়ী থানার ওসি মোহাম্মদ রাশেদুল হাসান বলেন, “উদ্ধারকৃত চাল ও আটককৃত তিনজনকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”
অবশেষে সোমবার (১ সেপ্টেম্বর) দিনভর অভিযান চালিয়ে গাজীপুরের শ্রীপুর উপজেলার সাতখামাইর বিট এলাকার ওই ৩০ বিঘা বনভূমি উদ্ধার করেছে বন বিভাগ। যার আনুমানিক মূল্য প্রায় ২০ কোটি টাকা।
৮ ঘণ্টা আগেটাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে জেলাবাসীর বহুল প্রতীক্ষিত জরুরি বিভাগে সার্বক্ষণিক চিকিৎসা সেবা চালু করা হয়েছে।
৮ ঘণ্টা আগেজামালপুরের মাদারগঞ্জে পারিবারিক কলহের জেরে চিরকুট লিখে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। সোমবার (২সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার বালিজুড়ী পশ্চিম পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
৮ ঘণ্টা আগেমঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে ডুয়েট ক্যাম্পাস থেকে শুরু হয় একটি বিক্ষোভ মিছিল। তারা মহানগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শিববাড়ি মোড়ে এসে ঢাকা-জয়দেবপুর সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেন।
৯ ঘণ্টা আগেঅবশেষে সোমবার (১ সেপ্টেম্বর) দিনভর অভিযান চালিয়ে গাজীপুরের শ্রীপুর উপজেলার সাতখামাইর বিট এলাকার ওই ৩০ বিঘা বনভূমি উদ্ধার করেছে বন বিভাগ। যার আনুমানিক মূল্য প্রায় ২০ কোটি টাকা।
টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে জেলাবাসীর বহুল প্রতীক্ষিত জরুরি বিভাগে সার্বক্ষণিক চিকিৎসা সেবা চালু করা হয়েছে।
জামালপুরের মাদারগঞ্জে পারিবারিক কলহের জেরে চিরকুট লিখে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। সোমবার (২সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার বালিজুড়ী পশ্চিম পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে ডুয়েট ক্যাম্পাস থেকে শুরু হয় একটি বিক্ষোভ মিছিল। তারা মহানগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শিববাড়ি মোড়ে এসে ঢাকা-জয়দেবপুর সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেন।