মুক্তাগাছায় কবিরাজের কাছে গিয়ে ধর্ষণের শিকার নারী

প্রতিনিধি
ময়মনসিংহ
আপডেট : ১৬ মার্চ ২০২৫, ১৫: ৫৪
Thumbnail image

ময়মনসিংহের মুক্তাগাছায় বিয়ের তিন বছরেও সন্তান না হওয়ায় চিন্তায় পড়েন স্বামী-স্ত্রী। একপর্যায়ে ওই নারী সন্তান পাওয়ার আশায় এক কবিরাজের শরণাপন্ন হন। কিন্তু কবিরাজ সন্তান দেওয়ার নাম করে ঝাড়ফুঁকের একপর্যায়ে তাকে ধর্ষণ করেন। এ ঘটনায় গতকাল শনিবার কবিরাজের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন ভুক্তভোগী নারী। ওই কবিরাজের নাম আব্দুল খালেক (৬৫)। তিনি একই উপজেলার খেরুয়াজানী ইউনিয়নের বড় বাজাইল গ্রামের নবীগঞ্জ বাজার এলাকার মৃত নসু খাঁর ছেলে।

ভুক্তভোগী নারী একই উপজেলায় স্বামীকে নিয়ে বসবাস করেন। ঘটনার পর তিনি থানায় অভিযোগ করলে কবিরাজকে গ্রেপ্তার করে পুলিশ।

ভুক্তভোগী ও মামলার নথি সূত্রে জানা যায়, এলাকায় কবিরাজ হিসেবে খ্যাতি রয়েছে আব্দুল খালেকের। তার ঝাড়ফুঁক ও বিভিন্ন ওষুধ খেয়ে সব ধরনের রোগ ভালো হয় বলে প্রচার রয়েছে। কারও সন্তান না হলে কবিরাজের শরণাপন্ন হলে সন্তান হয়- এমন বিশ্বাসে ভুক্তভোগী নারী আব্দুল খালেকের বাড়িতে যাতায়াত করতেন। নিশ্চিত সন্তান হবে- এমন আশ্বাসে কবিরাজকে ১৫ হাজার টাকাও দেন তিনি। ৮ মার্চ ওই নারী আবারও কবিরাজের বাড়িতে যান। গিয়ে জানতে চান, সন্তান হতে আরও কতদিন সময় লাগতে পারে। এ সময় ওই নারীকে বুঝিয়ে একটি কক্ষে নেন কবিরাজ। সেখানে তাকে ধর্ষণ করা হয়। ঘটনার পর ভুক্তভোগী নারী থানায় অভিযোগ করেন।

মামলার তদন্ত কর্মকর্তা ও মুক্তাগাছা থানার উপপরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম বলেন, গত শুক্রবার সন্ধ্যায় ওই নারী ঘটনার বর্ণনা দিয়ে থানায় মৌখিক অভিযোগ দেন। এদিন রাতে ভণ্ড কবিরাজ আব্দুল খালেককে গ্রেপ্তার করা হয়। শনিবার ওই নারী লিখিত অভিযোগ দিলে রাতেই অভিযোগটি মামলা হিসেবে নথিবদ্ধ করা হয়।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, ওই নারীকে ফরেনসিক পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া গ্রেপ্তার আব্দুল খালেককে ময়মনসিংহ আদালতে পাঠানো হয়েছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

অপরাধ নিয়ে আরও পড়ুন

গত বছরের ৫ আগস্টের আগ পর্যন্ত জামসেদুল ইসলাম টুটুল ছিলেন নোয়াখালীর হাতিয়া উপজেলার হরণী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক। তবে, আওয়ামী লীগ সরকারের পতনের পর নিজের রাজনীতির অবস্থান পরিবর্তন করে তিনি এখন জিয়া মঞ্চের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

১ few সেকেন্ড আগে

সাংবাদিকতার আড়ালে রাজশাহীতে চলছে প্রকাশ্যে চাঁদাবাজি। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে এ চাঁদাবাজি শুরু হলেও এখন চলছে সমানতালে।

৩ মিনিট আগে

নরসিংদীর বিলাসদী এলাকায় প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে ট্রেনের ধাক্কায় নিহত হয়েছেন সুমাইয়া আক্তার (১৬) নামের এক স্কুলছাত্রী। রোববার (২০ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে।

৩২ মিনিট আগে