ঝিনাইদহ
ঝিনাইদহে কলেজছাত্র সুদীপের হত্যার সুষ্ঠু তদন্ত ও দোষীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে তার বন্ধুরা। মঙ্গলবার সকাল ১১টায় শহরের কেন্দ্রস্থল পায়রা চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। কর্মসূচি শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
মানববন্ধনে অংশ নেওয়া সুদীপের বন্ধু ও সহপাঠীরা অভিযোগ করেন, এটি আত্মহত্যা নয়—একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। বক্তারা বলেন, “সুদীপ একজন হাসিখুশি ও প্রাণবন্ত তরুণ ছিল। সে কেন আত্মহত্যা করবে? তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে—যা স্পষ্টভাবে হত্যার আলামত বহন করে।”
তারা আরও জানান, সুদীপের মা ছোটবেলায় মারা যান। এরপর তার বাবা একটি বাচ্চাসহ দ্বিতীয় বিয়ে করেন এবং সৎ মায়ের সঙ্গেই সে বড় হয়। পরিবারে তার পালিত ভাই শিলনসহ অন্যান্য সদস্যরা আত্মহত্যার গল্প ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। তারা মরদেহের ময়নাতদন্ত না করেই দাফন করার চেষ্টাও চালিয়েছে। শ্মশানঘাটে পরিবারের কেউ উপস্থিত ছিল না বলেও অভিযোগ করেন বক্তারা।
বক্তারা বলেন, ‘সৎ ভাই শিলন এখন পলাতক। যদি এটি আত্মহত্যা হতো, তবে সে কেন পালাবে?’
সমাবেশ থেকে বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘আগামী ২৪ ঘণ্টার মধ্যে সুদীপ হত্যার সুষ্ঠু তদন্ত করে দোষীদের গ্রেপ্তার করা না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।’
ঘোষণা অনুযায়ী, মঙ্গলবার সকাল ১১টায় জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সিভিল সার্জনের দপ্তরে স্মারকলিপি প্রদান করেছেন তারা।
উল্লেখ্য ৬ জুলাই সুদীপকে নিজ করে ফ্যানের সাথে গলায় তোয়ালে পেঁচানো অবস্থায় পাওয়া যায়, তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন আছে বলে জানান তারা মামা বাড়ির স্বজনরা।
ঝিনাইদহে কলেজছাত্র সুদীপের হত্যার সুষ্ঠু তদন্ত ও দোষীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে তার বন্ধুরা। মঙ্গলবার সকাল ১১টায় শহরের কেন্দ্রস্থল পায়রা চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। কর্মসূচি শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
মানববন্ধনে অংশ নেওয়া সুদীপের বন্ধু ও সহপাঠীরা অভিযোগ করেন, এটি আত্মহত্যা নয়—একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। বক্তারা বলেন, “সুদীপ একজন হাসিখুশি ও প্রাণবন্ত তরুণ ছিল। সে কেন আত্মহত্যা করবে? তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে—যা স্পষ্টভাবে হত্যার আলামত বহন করে।”
তারা আরও জানান, সুদীপের মা ছোটবেলায় মারা যান। এরপর তার বাবা একটি বাচ্চাসহ দ্বিতীয় বিয়ে করেন এবং সৎ মায়ের সঙ্গেই সে বড় হয়। পরিবারে তার পালিত ভাই শিলনসহ অন্যান্য সদস্যরা আত্মহত্যার গল্প ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। তারা মরদেহের ময়নাতদন্ত না করেই দাফন করার চেষ্টাও চালিয়েছে। শ্মশানঘাটে পরিবারের কেউ উপস্থিত ছিল না বলেও অভিযোগ করেন বক্তারা।
বক্তারা বলেন, ‘সৎ ভাই শিলন এখন পলাতক। যদি এটি আত্মহত্যা হতো, তবে সে কেন পালাবে?’
সমাবেশ থেকে বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘আগামী ২৪ ঘণ্টার মধ্যে সুদীপ হত্যার সুষ্ঠু তদন্ত করে দোষীদের গ্রেপ্তার করা না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।’
ঘোষণা অনুযায়ী, মঙ্গলবার সকাল ১১টায় জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সিভিল সার্জনের দপ্তরে স্মারকলিপি প্রদান করেছেন তারা।
উল্লেখ্য ৬ জুলাই সুদীপকে নিজ করে ফ্যানের সাথে গলায় তোয়ালে পেঁচানো অবস্থায় পাওয়া যায়, তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন আছে বলে জানান তারা মামা বাড়ির স্বজনরা।
টাঙ্গাইলের ঘাটাইলে ছেলে জামিলের (২০) বিরুদ্ধে বাবা রাশিদুল হক খান সুমনকে (৪৭) অতিমাত্রায় ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ উঠেছে।
১ দিন আগেএঘটনায় সিআইডি ও পিবিআইয়ের সদস্যরা বিভিন্ন আলামত সংগ্রহ করেছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। সোয়েলের পরনে ছিল সাদা স্যান্ডো গেঞ্জি ও লুঙ্গি।
১ দিন আগেবাগেরহাটের ফকিরহাট এলাকার কাটাখালী মোড় থেকে অভিযান চালিয়ে এক গাঁজা ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
১ দিন আগেফেনীর ছাগলনাইয়া থানার পুলিশ ও বিজিবি পৃথক অভিযানে মাদক ও চোরাচালান পণ্য উদ্ধার এবং তিনজনকে আটক করেছে।
১ দিন আগেটাঙ্গাইলের ঘাটাইলে ছেলে জামিলের (২০) বিরুদ্ধে বাবা রাশিদুল হক খান সুমনকে (৪৭) অতিমাত্রায় ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ উঠেছে।
এঘটনায় সিআইডি ও পিবিআইয়ের সদস্যরা বিভিন্ন আলামত সংগ্রহ করেছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। সোয়েলের পরনে ছিল সাদা স্যান্ডো গেঞ্জি ও লুঙ্গি।
বাগেরহাটের ফকিরহাট এলাকার কাটাখালী মোড় থেকে অভিযান চালিয়ে এক গাঁজা ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
ফেনীর ছাগলনাইয়া থানার পুলিশ ও বিজিবি পৃথক অভিযানে মাদক ও চোরাচালান পণ্য উদ্ধার এবং তিনজনকে আটক করেছে।