ময়মনসিংহ শহরে কিশোর গ্যাংয়ের হামলা

প্রতিনিধি
ময়মনসিংহ
Thumbnail image
ময়মনসিংহ নগরীতে দেশীয় অস্ত্র নিয়ে কিশোরে গ্যাংয়ের একটি দল বাসাবাড়িতে হামলা চালানোর সিসি ক্যামেরার চিত্র। ছবি : সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের ডেভিল হান্ট অপারেশনের মধ্যেই ময়মনসিংহ নগরীর হরিকিশোর রায় রোডে দেশীয় অস্ত্র নিয়ে কিশোর গ্যাংয়ের দল বাসাবাড়িতে হামলা চালিয়েছে। এ হামলা মঙ্গলবার সন্ধ্যা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত চলে। সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, মাস্ক পরা ৫০-৬০ জনের একটি দল রাস্তার দুই পাশের বাড়িতে কোপাচ্ছে এবং ভাঙচুর করছে। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী, এ হামলার সূত্রপাত একটি গ্রুপের আড্ডা নিয়ে বাগ্‌বিতণ্ডা থেকে হয়, যেখানে মৃদুল কর ও মো. শুভ্র নামে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এরপর মৃদুল নিজের গ্রুপকে সংগঠিত করে ফাহাদদের বাসায় হামলা চালায়, যার ফলে ১৫টি বাড়ি এবং দুটি মোটরসাইকেল ভাঙচুর হয়।

এলাকার বাসিন্দারা আতঙ্কে বাড়ির বিদ্যুতের বাতি বন্ধ করে বসে থাকেন। ঘটনার পর স্থানীয় বিএনপি নেতারা পুলিশকে যথাযথ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

স্থানীয় বাসিন্দা আলী আশরাফ খান বলেন, টেবিলে বসা নিয়ে কিশোর গ্যাং দলটি হামলা করে। আওয়ামী লীগ, ছাত্রলীগ ট্যাগ দিয়ে এসব করা হয়। কিন্তু এখানের বাসিন্দারা রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নয়।

মালতি রানী ঘোষ নামে এক নারী জানান, বাচ্চাদের সামান্য ঝামেলা নিয়ে এলাকার বাসাবাড়িতে হামলা করা হয়। অন্তত ৫০ জনের দলটি চার দফা হামলা করে। বাড়ির বৈদ্যুতিক বাতি বন্ধ করে খুব ভয়ে ছিলাম। এখনো খুব আতঙ্কে আছি। আমরা কোনো রাজনীতি করি না, কোনো ঝামেলায় যাই না। কেন আমাদের বাড়িঘরে হামলা করা হলো।

কোতোয়ালি মডেল থানার ওসি মো. শফিকুল ইসলাম খান বলেন, টেবিলে বসা নিয়ে সিনিয়র জুনিয়র দ্বন্দ্বে হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। হামলায় অংশ নেওয়া কিশোর গ্রুপটিকে শনাক্ত করার চেষ্টা চলছে। দ্রুত সময়ের মধ্যে তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

অপরাধ নিয়ে আরও পড়ুন

আঞ্চলিক সশস্ত্র গ্রুপগুলোর অপতৎপরতা স্থবির হয়ে পড়েছে খাগড়াছড়ি ও সাজেকের পর্যটন শিল্প। ক্ষতির মুখে পড়েছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। ক্ষতি কাটিয়ে উঠতে নিরাপত্তা বাহিনীর ক্যাম্প স্থাপন,সন্ত্রাসীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযাসহ প্রত্যাশী পদক্ষেপ নেয়ার দাবি সংশ্লিষ্টদের।

৫ ঘণ্টা আগে

টাঙ্গাইলের কালিহাতীতে রায়হান (২৮) নামে এক যুবককে নির্মমভাবে কুপিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ মে) দুপুর তিনটার দিকে টাঙ্গাইলের বাসাইল উপজেলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

৭ ঘণ্টা আগে

নরসিংদীর রায়পুরায় আওয়ামী লীগের দু'পক্ষের সংঘর্ষে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আরও বেশ কয়েক জন আহত হয়েছে। এর মধ্যে গুরুতর আহত একজনকে ঢাকায় পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

৭ ঘণ্টা আগে