নাটোরে পত্রিকার সম্পাদকের ওপর বিএনপির হামলা

ভেঙে দিয়েছে দুই হাত

প্রতিনিধি
নাটোর
Thumbnail image
ফাইল ছবি

নাটোর থেকে প্রকাশিত দৈনিক ‘প্রান্তজন’ পত্রিকার সম্পাদক ও কলেজ শিক্ষক সাজেদুল ইসলাম সেলিমের ওপর হামলা করেছে বিএনপির একদল দুষ্ট নেতা কর্মীরা। বেধড়ক মারপিট করে দুই হাত ভেঙে দেওয়া হয়েছে।

রোববার দুপুর সোয়া ১২টার দিকে কলেজ থেকে ফেরার পথে সদর উপজেলার চন্দ্রকলা বাজারে এ ঘটনা ঘটে। আহত সেলিম (৪৫) নাটোর সদরের পন্ডিতগ্রাম এলাকার বাসিন্দা। তিনি চন্দ্রকলা বঙ্গবন্ধু কলেজের প্রভাষক। হামলার পর পরই তাকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সেলিমের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে এবং মারপিটে তার দুই হাত ভেঙে গেছে। হাসপাতালে নেয়ার পর অবস্থার অবনতি হলে তাকে অক্সিজেন দিয়ে রাখা হয় বলে জানিয়েছেন নাটোর সদর হাসপাতালের চিকিৎসক পলাশ কুমার সাহা।

অবস্থার উন্নতি হলে সন্ধার পর আহত সম্পাদক সাজেদুর রহমান সেলিম অভিযোগ করে বলেন, কোনো কিছু বুঝে ওঠার আগেই বিএনপির সন্ত্রাসীরা আমার ওপর অতর্কিত হামলা চালায়। এর ভেতরে একজনকে চিনতে পেরেছি, তার নাম ওহাব। সে স্থানীয় বিএনপির কর্মী। তারা আমার মোবাইল ফোন কেড়ে নেয়। কলেজে কমিটি নিয়ে ঝামেলায় বিএনপির একটা পক্ষ আমাকে জড়ানোর চেষ্টা করছিল। অথচ কমিটির বিষয়ে তো আমার কিছু করার নেই।

এ বিষয়ে জানতে চাইলে জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ বলেন, কেউ যদি অপরাধ করে তার জন্য আইন আছে। কোনো মারধরকেই আমরা সমর্থন করি না।

সদর হাসপাতালের মেডিকেল অফিসার অর্থোপেডিক বিশেষজ্ঞ পলাশ কুমার সাহা জানান, মারপিটে তার দুই হাত ভেঙে গেছে। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়েছে।

নাটোর সদর থানার ওসি মাহবুর রহমান বলেন, এ বিষয়ে এখনও কেউ লিখিত কোনো অভিযোগ করেননি। পুলিশ ঘটনাটি তদন্তে কাজ শুরু করেছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

সেলিম হাসপাতালে চিকিৎসাধীন থাকায় কারা এই হামলা করেছে তা জানা যায়নি।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

অপরাধ নিয়ে আরও পড়ুন

অভিযোগ করে প্রতিকার না পেয়ে তারা ফসলি জমি রক্ষার দাবিতে মানববন্ধনে অংশ নিতে যাওয়ার পথে কৃষকদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা ও ককটেলের বিস্ফোরণ করা হয়। এতে চারজন কৃষক আহত হন

৬ ঘণ্টা আগে

ঘোষণা অনুযায়ী, আগামী শুক্র ও শনিবার অবরোধ কর্মসূচি স্থগিত থাকবে। দাবি আদায় না হলে রোববার ভোর ৬ টা থেকে দাবি না মানা পর্যন্ত লাগাতার অবরোধ চলবে

৭ ঘণ্টা আগে

দুর্নীতিকে না বলতে হবে সব পর্যায় থেকে। শিক্ষা জীবন থেকে এর চর্চা শুরু করতে হবে। শিক্ষা জীবনে যদি একজন শিক্ষার্থী দুর্নীতি প্রতিরোধের চেতনা ধারণ করতে পারেন তাহলে ভবিষ্যতে কখনো সে দুর্নীতিতে জড়াবে না

৭ ঘণ্টা আগে

চন্দনবাড়ি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান তইবুর রহমান ২০২৫-২৬ অর্থবছরে উপকারভোগীদের মধ্যে ভালনারেবল উইম্যান বেনিফিট ভিডাব্লিউবি কার্ড বিতরণে ব্যাপক অনিয়ম, জালিয়াত ও দুর্নীতি করেছেন। সচ্ছল ও অনেক সম্পদশালী ব্যক্তিরা কার্ড পেয়েছেন। প্রতিকার্ডে ৭ হাজার টাকা পর্যন্ত নিয়েছেন তিনি

৮ ঘণ্টা আগে