ভিজিডি কার্ডের চাল বিতরণে অর্থ আদায়ের অভিযোগ

প্রতিনিধি
জামালপুর
Thumbnail image
ছবি: প্রতিনিধি

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় বিধবা, স্বামী পরিত্যক্তা ও অসহায় নারী এবং হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত ভিজিডি কার্ডের চাল বিতরণে অনিয়ম ও অর্থ আদায়ের অভিযোগ উঠেছে । অর্থ আদায়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সাধারণ মানুষ ও সুবিধাভোগীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয় ।

এদিকে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে পোগলদিঘা ইউনিয়নের বিএনপি নেতা আব্দুল হাই মাস্টারের ছেলে ও পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সহ সভাপতি আক্তারুজ্জামান রিপন,আওয়ামী লীগ নেতা ও ৫নং ওয়ার্ড মেম্বার মোঃ মোবারক হোসেন এবং সুমন নামের ৩ ব্যক্তি মিলে টাকা আদায় করছে।এ অর্থ আদায়ে ইউনিয়নের সচিব জড়িত বলেও অনেকের অভিযোগ।

7f4764e3-0385-4b61-bfec-fc15884f3f3f

বুধবার ( ২১ মে) বিকাল ৫ টার দিকে স্থানীয় সচেতন মহল ও বিভিন্ন সামাজিক সংগঠন অবিলম্বে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

এদিকে, স্থানীয় ও সুবিধাভোগীরা জানান, বুধবার সকাল থেকে চাল উত্তোলনের জন্য কার্ড ধারীরা লাইনে দাঁড়িয়ে পরিষদে প্রবেশ করে। আমরা দরিদ্র মানুষ, সরকার আমাদের জন্য চাল দিচ্ছে কিন্তু মেম্বাররা টাকা না দিলে চাল দিতে রাজি না । সবার কাছে থেকে গোডাউনের ভেতরেই টাকা নিয়েছে। কার্ডধারী ছাড়া কাউকে প্রবেশ করতে দেয়নি। পরে আমরা অনেকে ৩০০ টাকা করে দিয়েছি, আবার অনেকেই ২০০ টাকা করে দিয়ে চাল নিয়েছি । সরকারিভাবে বিনামূল্যে বিতরণযোগ্য ৩০ কেজি চালের জন্য প্রত্যেক কার্ডধারীদের থেকে ২০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত আদায় করা হয়েছে ।

d893f116-0ad4-420d-8850-1975fca45b53

অন্যদিকে, পোগলদিঘা ইউনিয়নের সচিব মোঃ রফিকুল ইসলাম এর ফোন নম্বরটি বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি । ইউপি সদস্য মোবারক হোসেন জানান, আমি পরে যোগাযোগ করছি ।

তবে ইউনিয়ন বিএনপির সহ সভাপতি আক্তারুজ্জামান রিপনকে মুঠোফোনে কল দেওয়া হলে নাম্বারটি বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এদিকে পোগলদিঘা ইউনিয়নের তদারকি কর্মকর্তা ও সরিষাবাড়ী উপজেলা অ্যাকাডেমিক সুপার ভাইজার এটিএম রুহুল আমীন বেগ জানান, পোগলদিঘা ইউনিয়নে ৪৫৪ জন কার্ড ধারী সুবিধাভোগী রয়েছে। আমি সকালে গিয়ে ২ টায় চলে এসেছি। প্রতি মাসে ৩০ কেজি করে চাল বিতরণের কথা। মোট ৫ মাসের জন্য ৩ টি করে ৫০ কেজির বস্তা বিতরণ করা হয়েছে।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শায়লা নাজনীন জানান, অর্থ আদায়ের কোনো সুযোগ নেই। আমি আপনার থেকেই প্রথম শুনলাম। এমন কোনো বিষয় আমাকে ট্যাগ অফিসার জানায়নি।

সরিষাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) লিসা রিসিল বলেন, অর্থ আদায় সম্পূর্ণ অবৈধ। আমি ভিডিও পেয়েছি । আমরা তদন্ত করে প্রয়োজনে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেব ।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

অপরাধ নিয়ে আরও পড়ুন

সাতক্ষীরার শ্যামনগরে দোকানে চাঁদাবাজি কালে হাতে নাতে একজন ভুয়া ম্যাজিস্ট্রেট, একজন ভুয়া পুলিশ ও একজন ভুয়া সাংবাদিকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় জনতা।

৭ ঘণ্টা আগে

মোংলায় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে এনসিপির দায়ের করা মামলা ৪৮ ঘণ্টার মধ্যে প্রত্যাহারের আল্টিমেটাম দিয়েছে উপজেলা ও পৌর বিএনপি। একইসঙ্গে ২৪ ঘণ্টার মধ্যে বিএনপি-সমর্থিত শ্রমিকদের ওপর হামলার ঘটনায় মামলা গ্রহণেরও দাবি জানানো হয়েছে।

৯ ঘণ্টা আগে

এদিকে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে পোগলদিঘা ইউনিয়নের বিএনপি নেতা আব্দুল হাই মাস্টারের ছেলে ও পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সহ সভাপতি আক্তারুজ্জামান রিপন,আওয়ামী লীগ নেতা ও ৫নং ওয়ার্ড মেম্বার মোঃ মোবারক হোসেন এবং সুমন নামের ৩ ব্যক্তি মিলে টাকা আদায় করছে।এ অর্থ আদায়ে ইউনিয়নের সচিব জড়িত বলেও অনেকের অভিযোগ।

১০ ঘণ্টা আগে

সাতক্ষীরার উন্নয়ন কল্পে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। সাতক্ষীরা জেলা নগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির আয়োজনে বুধবার (২১মে) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কে উক্ত মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

১১ ঘণ্টা আগে