খুলনায় কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

প্রতিনিধি
খুলনা
Thumbnail image
পুলিশের হাতে আটক শাওন মণ্ডল। ছবি: নিখাদ খবর

এবার খুলনায় এক কলেজ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে শাওন মণ্ডল নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার শাওন মণ্ডল উপজেলার কাকদি এলাকার বাসিন্দা গৌরাঙ্গ মণ্ডলের ছেলে।

তেরখাদা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান জানান, এক তরুণীর (২১) সঙ্গে গত দু-তিন বছর আগে ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় শাওন মণ্ডলের। সেই সুবাদে শাওন তার সঙ্গে প্রতিনিয়ত কথাবার্তা বলত। একপর্যায়ে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তাদের মধ্যে। প্রেমের সম্পর্কের জেরে একে অপরের সঙ্গে দেখা করতে ১২ মার্চ সকালে বাসে ভোলা থেকে খুলনায় আসে বাদী।

শাওন মণ্ডলের সঙ্গে ফোনে যোগাযোগ করলে সে বাদীকে তেরখাদায় যেতে বলে। বাদী তেরখাদা বাজারে পৌঁছালে শাওন তাকে তার বাড়ি নিয়ে যাওয়ার কথা বলে তেরখাদা গ্রামে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে নিয়ে বাদীকে কুপ্রস্তাব দেয়। এ সময় বাদীকে জড়িয়ে ধরে ও যৌনপীড়ন করে।

ওসি মেহেদী হাসান আরও জানান, ওই তরুণীর স্বজনরা ভোলা থেকে খুলনায় পৌঁছালে গভীর রাতে মামলা করেন। পরে ধর্ষক শাওন মণ্ডলকে গ্রেপ্তার করা হয়। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ওই তরুণীকে মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

অপরাধ নিয়ে আরও পড়ুন

বালুভর্তি বাল্কহেডের ধাক্কায় একটি ব্রিজ ভেঙে খালের মধ্যে পরে গেছে। এতে কয়েকটি গ্রামের মানুষের চলাচল গত দুইদিন ধরে পুরোপুরি বন্ধ হয়ে গেছে। পাশাপাশি বরিশাল শহরের সাথে যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

২ ঘণ্টা আগে

অভিযোগ করে প্রতিকার না পেয়ে তারা ফসলি জমি রক্ষার দাবিতে মানববন্ধনে অংশ নিতে যাওয়ার পথে কৃষকদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা ও ককটেলের বিস্ফোরণ করা হয়। এতে চারজন কৃষক আহত হন

১ দিন আগে

ঘোষণা অনুযায়ী, আগামী শুক্র ও শনিবার অবরোধ কর্মসূচি স্থগিত থাকবে। দাবি আদায় না হলে রোববার ভোর ৬ টা থেকে দাবি না মানা পর্যন্ত লাগাতার অবরোধ চলবে

১ দিন আগে

দুর্নীতিকে না বলতে হবে সব পর্যায় থেকে। শিক্ষা জীবন থেকে এর চর্চা শুরু করতে হবে। শিক্ষা জীবনে যদি একজন শিক্ষার্থী দুর্নীতি প্রতিরোধের চেতনা ধারণ করতে পারেন তাহলে ভবিষ্যতে কখনো সে দুর্নীতিতে জড়াবে না

১ দিন আগে